কিডনি প্রদাহ, ইউরিটারে ব্যথার সহিত বমি, ডান পার্শের কিডনীশুল। |
মূত্রে লাল বালির মত বা হলুদ তলানি, মূত্র কম হলে সকল লক্ষণের বৃদ্ধি, মূত্রে ইউরিক এসিডের পরিমান বেশী। |
স্ত্রীলোকের স্তন ফোলার সহিত কুঁচকি গ্রন্থি ফোলা, স্তনবৃন্তে স্পর্শ কাতরতা। |
বাম অণ্ডকোষ গরম ও ফোলা। বৃক্ক, প্রস্রাবথলি ও প্রস্রাব নলীর রোগের ক্ষেত্রে এই ঔষধটির কথা, স্মরণে রাখতে হবে। ইউরিক অ্যাসিড ডায়্যাথিসিস অর্থাৎ প্রস্রাবে অধিক পরিমাণে ইউরিক অ্যাসিডের জমা হওয়া। প্রস্রাবে লালবর্ণের বালুনার ন্যায় বস্তুর উপস্থিতি; এই ঔষধের প্রধান চরিত্রগত লক্ষণবিশেষ, এবং এটি বারে বারে প্রমানিত হয়েছে। গ্রন্থিসমূহের স্ফীতি; কুঁচকিস্থানের ও স্তন্যগ্রন্থির। বৃকশূল, বিশেষত ডানদিকের। বৃক্কপাথুরির লক্ষণ সমূহ বৈশিষ্ট্যপূর্ণ। প্রস্রাব অতিরিক্ত অম্লযুক্ত, প্রস্রাবে ইউরিক অ্যাসিডের দানা সমূহের উপস্থিতি। প্রস্রাব ঘোলাটে, গাঢ়, পুঁজযুক্ত, রক্তমিশ্রিত, হঁটের গুডোর মত লাল অথবা হলুদ বর্ণের তলানিযুক্ত। ফুস্কুরির মত গন্ধ যুক্ত। মূত্রবহানলীর বেদনা। বৃক্ক সমূহের খিলধরা। পুরুষের রোগ – বামদিকের অন্ডে উত্তাপ ও স্ফীতি। স্ত্রীরোগ — যোনিকপাট স্ফীত; ভগৌষ্টে টেনে ধরার মত বেদনা। স্তনের বোঁটা সামান্য স্পর্শে বেদনাপূর্ণ। স্তনে পূর্ণতার অনুভূতি ও টানভাব; চুলকানি। যোনিপথের স্থানচ্যুতি। সম্বন্ধ – তুলনীয়-বার্বারিস; হেডিয়োমা; লাইকোপোডিয়াম; প্যারেরিয়া; আর্টিকা ইউরেন্স। শক্তি – ৬ষ্ঠ থেকে ৩০ শক্তি। |