সোনালী হলদেটে আস্তরণ যুক্ত জিহ্বা, শরীরের যে কোন স্রাব সোনালী হলদেটে হয়। |
হৃৎপিণ্ড হতে বুদবুদ উৎপন্ন হয়ে ধমনি দিয়ে নির্গত হচ্ছে এমন অনুভূতি। |
টক উদগার ও মুখে টক স্বাদ। |
রোগীর মনে ভয় যেন বিপদ আসন্ন। |
নাকের ডগা ও মলদ্বার চুলকায় ও পেটে ব্যথা হয়। শরীরের ল্যাকটিক অ্যাসিডের পরিমানের বৃদ্ধির ফলে যে সকল শারীরিক উপসর্গ সমূহ দেখা দেয়, সেই সকল ক্ষেত্রের জন্য নেট্রাম ফসফরিকাম একটি ঔষধ বিশেষ, ল্যাকটিক অ্যাসিডের এই বৃদ্ধি। প্রায়ই অতিরিক্ত চিনি থেকে উদ্ভব হয়। অতিরিক্ত মাত্রায় অম্লের থেকে যে সকল উপসর্গ। দেখা দেয়। টক ঢেকুর ও টক আস্বাদ। টক বমি। মুখগহ্বরের পিছনের অংশের ছাদে ও জিহ্বা, হলুদ, মাখনের মত দেখতে লেপযুক্ত। গলার যে কোন অংশের প্রদাহ, তৎসহ গলার ভিতরে একটি পিন্ড থাকার ন্যায় অনুভূতি। পেট ফাঁপা, তৎসহ টক বস্তু সহ ঢেকুর। শূলবেদনা, তৎসহ ক্রিমির লক্ষণসমূহ। সন্ধিস্থান সমূহে কটকট শব্দ হয়। জন্ডিস – (১x বিচূর্ণ )। প্রস্রাবে অকজ্যালেটের উপস্থিতি। মন — রাত্রে, ঘুম ভাঙ্গার পরে রোগী কল্পনা করে যে, আসবাবপত্রগুলি সবই মানুষ; পাশের ঘরে সে পায়ের শব্দ শুনতে পায়। ভীতি। মাথা — সকালে মাথার ভিতরে নিস্তেজ ভাব, পূর্ণতার অনুভূতি এবং দপদপানি। চোখ – চোখ থেকে সোনার মত হলুদবর্ণের, মাখনের মত বস্তু সমূহের স্রাব। একদিকের চোখের তারা বিস্ফারিত চোখের সাদা অংশ ফ্যাকাশে হলুদবর্ণ। কান একদিকের কান লাল, উত্তপ্ত, প্রায়ই চুলকায়, তৎসহ পাকাশয়িক গোলযোগ এবং অম্নের প্রকোপ সংশ্লিষ্ট থাকে। নাক – নাকে দূর্গন্ধ।নাকে চুলকায়।নাসিকা-গলবিলের সর্দিজ প্রদাহ, তৎসহ গাঢ়, হলুদবর্ণের, দূর্গন্ধযুক্ত শ্লেষ্মা। মুখমন্ডল – ফ্যাকাশে নীলবর্ণ, উজ্বল মুখমন্ডল। মুখগহ্বর – ঠোঁট ও গালে পচা ক্ষত। জিহ্বার অগ্রভাগে ফোস্কা। তৎসহ সন্ধ্যায় হুলফোঁটার মত বেদনা। পাতলা, আর্দ্র লেপযুক্ত জিহ্বা। মুখগহ্বরের পিছনের অংশের ছাদহলুদবর্ণের, মাখনের মত দেখতে লেপযুক্ত। বেদনাপূর্ণ গলাধঃকরণ। টনসিলদ্বয়ের উপরে গাঢ়, মাখনের মত লেপ এবং তালুর কোমল অংশে ঐ একই জাতীয় লেপ দেখতে পাওয়া যায়। পাকস্থলী — টক টেকুর, টক বমন, সবুজাভ উদরাময়। গালভৰ্ত্তি খাবার ফুৎকারের সঙ্গে বাইরে বেরিয়ে আসে। পুরুষের রোগ – স্বপ্ন ছাড়াই বীর্যপাত; তৎসহ পিঠের দুর্বলতা ও অঙ্গ সমূহের কম্পন। লিঙ্গাদ্রেক ছাড়াই সঙ্গমের ইচ্ছা। গনোরিয়া। স্ত্রীরোগ – মাসিক ঋতুস্রাব নির্দিষ্ট সময়ের অনেক আগে; স্রাব ফ্যাকাশে, পাতলা, জলের মত। বন্ধ্যাত্ব, তৎসহ যোনিপথে, অম্লযুক্ত স্রাবের নির্গমন। প্রদর স্রাবসামনের মাখনের মত অথবা মধুর মত রঙ যুক্ত, অথবা অম্লযুক্ত ও জলের মত। জরায়ু থেকে টক গন্ধযুক্ত স্রাব। সকালে বমিবমিভাব, তৎসহ টক বমন। অঙ্গ-প্রত্যঙ্গ-হাঁটুসন্ধির বাতরোগ। পিঠ- ক্লান্তি;কজি ও হাতের আঙ্গুলের সন্ধি সমূহের কানি। হ্যামস্ট্রিং পেশীর টাটানি ব্যথা। স্নেহরসস্রাবী সন্ধিস্থানে দুটি পাতার মধ্যে ঘর্ষনের ফলে যে জাতীয় শব্দ হয় ঐ একই জাতীয় শব্দ হয়। বাতজনিত সন্ধি প্রদাহ। চামড়া – হলুদ বর্ণ। বিভিন্ন অংশের চুলকানি, বিশেষতঃ, গোড়ালি স্থানে। আমবাত। মসৃন, লালচে, উজ্বলবর্ণযুক্ত, ইরিসিপেলাস। দিনের বেলা পায়ের পাতাদ্বয় বরফের মত ঠান্ডা, কিন্তু রাত্রে জ্বালা করে। লসিকা গ্রন্থিসমূহের স্ফীতি। সম্বন্ধ-তুলনীয়-নেট্রাম ল্যাকটিক (সন্ধিবাত ও গেঁটেবাত;গেঁটে বাতজনিত গুটি সমূহবাতসহ বহুমূত্র রোগ); নেট্রাম নাইট্রোসাম (হৃদল। রক্তে অক্সিজেনের অভাব হেতু নীলবর্ণ, মূচ্ছ, রাত্রে প্রচুর তরল মন, দপদপানি ও পূর্ণতার অনুভূতি, মূচ্ছা, মাথায় স্নায়বিক বেদনা, বমি বমিভাব, ঢেকুর, ঠোঁট দুটি নীলবর্ণ); নেট্রাম সিলিকো ফ্লোরিকাম স্যালিউফার (এটি একটি ক্যান্সার রোগের ঔষধ বিশেষ; অবুদসমূহ:অস্থির উপসর্গসমূহ, অস্থির পচন। খুব সতর্কতার সঙ্গে ঔষধটি ব্যবহার করা প্রয়োজন); নেট্রাম সেলিন-(কণ্ঠনলীর পুরাতন প্রদাহও কণ্ঠনলীর ক্ষয়রোগ;গায়কদের স্বরভঙ্গ, ছোটছোট শ্লেষ্মার দলা উঠে, তৎসহ বারে বারে গলা পরিষ্কার করতে হয়); নেট্রাম সালফিউরোসাম (উদরাময় তৎসহ ইটের মত মল); নেট্রাম সালফোকার্বন (পায়েমিয়া; পুঁজযুক্ত প্লুরিসি, এই ঔষধের তিন থেকে পাঁচ গ্রেণ পরিমান প্রতি তিন ঘন্টায় অন্তর প্রযোজ্য); নেট্রাম টেলিউরিকাম—(শ্বাস-প্রশ্বাসে রসুনের গন্ধ; ক্ষয়রোগে রাত্রিকালীন ঘাম);ক্যাল্কেরিয়া কার্ব; রোবিনিয়া, ফসফরাস। অকজ্যালেটযুক্ত প্রস্রাবে ১x শক্তির ঔষধ দিনে চারবার ব্যবহার করা হলে, পাথর তৈরীতে বাধা দেয়। শক্তি – ৩য় থেকে ১২ শক্তির বিচূর্ণ। জন্ডিসের ক্ষেত্রে ১x। অহহামিওপ্যাথিকভাবে, ফসফেট সোডা চামড়ার নীচে ইঞ্জেকশন করা হয়, আফিমের নেশাগ্রস্ত ব্যাক্তিদের ক্ষেত্রে, (ডাঃ এম. জে, লিউসের)। ফসফেট সোড়া ৭৫ গ্রেন দৈনিক থাইরয়েড গ্রন্থির বিবৃদ্ধিজনিত উপসর্গে;গ্রেস্ ডিজীজের ক্ষেত্রে প্রযোজ্য। |