হ্রদপিন্ড সম্বন্ধে উৎকণ্ঠা ও বিষন্নভাব, গলার ভিতর ও বুকে সঙ্কোচন অনুভূতি। |
হ্রদপিন্ডে দুর্বলতা অনুভূতি ও ব্যথা, সে ব্যথা ঘাড়, বাম কাঁধ ও দাঁত প্রর্যন্ত ছড়িয়ে পড়ে এবং রোগি অত্যান্ত উৎকন্ঠা ও মৃত্যুভয় প্রকাশ করে, বাম ডিম্বকোষ হতে হ্রদপিন্ডে ব্যথা, মনে হয় যেন ডিম্বকোষ ও হ্রদপিন্ডে টানা দেয়া আছে। |
নাড়ী ধীরে ধীরে ও অনীয়মিত ভাবে চলে। |
শরীরের উপর দিকে রক্ত উঠে, শ্বাসকষ্ট হয়, বাম পাশে শুতে পারে না। |
বাম পাশে শুলে সকল রোগই বৃদ্ধি হয়। |
গলার ভিতর কিছু একটা ফুলে উঠছে বা কন্ঠ রোধ হয়ে যাচ্ছে, সেজন্য রোগী বারে বারে গলার উপর হাত দেয়। (গোখরো সাপের বিষ) উপযোগিতা— আত্মহত্যা করার জন্য উন্মত্ত- অবিরত কালপনিক কষ্ট সম্বন্ধে চিন্তা করে (অরাম)। হৃৎপিন্ড বড় হয় অথচ কোন কষ্টকর লক্ষণ থাকে না। তরুণ প্রদাহ হয়ে হৃৎপিন্ড ক্ষতিগ্রস্ত হলে ও হৃৎপিন্ডের ভালভে কোন ক্ষয় হয়ে কষ্ট হলে এ ওষুধ সারিয়ে দেয়। বাগ্রস্ত হৃৎপিন্ডের প্রদাহে বা পুরান যান্ত্রিক রোগবশতঃ আক্ষেপজনক। কাশি (স্পঞ্জিয়া) যা অত্যন্ত বিরক্তিকর এমন কাশি হলে উপযোগী । ডিপথেরিয়া রোগের পর হৃৎপিন্ডের আসন্ন পক্ষাঘাত অবস্থায় উপযোগী । নাড়ী শক্তির দিক হতে অনিয়মিত কিন্তু একই তালে সমানভাবে চলতে থাকে। কথা বলতে পারে না বিশেষতঃ কোন বক্ততা দেওয়ার পর গলা বসে যায়, স্নায়বিক, পুরান বুক ধড়ফড়ানি রোগ বুকে যন্ত্রণা গাড়ীঘোড়া চড়লে বা ব্যথা যেদিকে সেদিকে শুলে বাড়ে। হৃৎপিন্ড স্থানে তীব্র ছুঁচ ফোটানো মত যন্ত্রণা হলেও উপযোগী । সম্বন্ধ – আর্স, ক্যাকটাস, ক্রোটেলাস, ল্যাকে, মাইগেল ও স্পাইজের সাথে তুলনীয় । শক্তি-১২, ৩০ । |