রক্তযুক্ত হলদেটে সাদাস্রাবের সহিত পর্যায়ক্রমে মানসিক সমস্যা। |
ব্যথা ডান অভারি থেকে বাম স্তনে বা বাম অভারি থেকে ডান স্তনে বিস্তৃত হয়। |
জননাঙ্গ নিচের দিকে নেমে আসতে চায়, সে জন্য পা শক্ত করে ক্রস করে চেপে রাখার চেষ্টা করে। |
জরায়ু সমন্ধে সর্বদা সচেতন, জননেদ্রিয়ে সামান্য স্পর্শেই রতিক্রিয়ার প্রবল ইচ্ছা হয়। (পার্পল ফিস) (পার্পল ফিস এর রস শুকিয়ে বা তাজা অবস্থায় পাউডার বা তরল টিংচার প্রস্তুত ওষুধ বেশী কার্যকরী ক্লার্ক)। উপযোগিতা- বিষণ্ণতায় ভরা এমন রোগীর ক্ষেত্রে উপযোগী। রজোনিবৃত্তি কালে বিভিন্ন রোগে (ল্যাকে, সিপি, সাল) ব্যবহার্য, মনের দারুণ, অবসন্নতা । পাকস্থলীতে খালিখালি বোধ (সিপিয়া)। যৌনাঙ্গে সামান্য ছোয়ায় ভীষণ কামভাব জাগে, উত্তেজনা আসে (অত্যধিক কামোত্তেজনা বশতঃ কৃত্রিম মৈথুনে রত হয়—অরিগেনাম, জিঙ্কাম) । যৌনেন্দ্রিয়ে প্রবল উত্তেজনায় বুকে জোর করে চেপে ধরতে চায় (সিপিয়ার বিপরীত)। জরায়ুতে টাটানি ব্যথা— গর্ভধারণ হয়েছে এই রকম সুস্পষ্ট ধারণা হয় (হেলোনি, লিসিন)। যোনিপথে নীচের দিকে নেমে আসা অনুভূতি যেন ভেতরের যন্ত্রগুলো সব বার হয়ে আসছে বসে পড়তে বাধ্য হয়, আড়াআড়ি ভাবে পায়ের উপর বা পা তুলে ঐ বেরিয়ে আসা চাপ দূর করতে চেষ্টা করে (একই রকম লক্ষণ তবে কোন যৌন সঙ্গমের ইচ্ছা থাকে না—সিপিয়া) । ঋতুস্রাব– অনিয়মিত, নির্দিষ্ট সময়ের আগে হয়। পরিমাণে বেশী ও অনেকদিন ধরে হতে থাকে—বড় বড় চাপ বাধে । শ্বেতপ্রদর – স্রাব কমলে মানসিক অবসাদ আসে। যখন প্রদরস্রাব বেশী হয় তখন সর্বাঙ্গীন উপশম বোধ করে । সম্বন্ধ – মেয়েদের কামোত্তেজনায় লিলি-টি, প্ল্যাটি-র সাথে তুলনীয়। যোনিপথে ভেতরের যন্ত্রগুলো নেমে আসা লক্ষণে সিপিয়ার সাথে তুলনীয় তবে কামোত্তেজনা সিপিয়ার থাকে না । শক্তি-৩০, ২০০ । |