উদ্বিগ্ন, দিনের বেলা খিটখিটে ও রাতে অস্থির, মাথা দোলালে উপশম। |
মলত্যাগের সময় অত্যন্ত কোথানি , মলত্যাগের পরেও কোঁথানি থাকে। |
মার্ক সলের চেয়ে এতে রোগ তাড়াতাড়ি বেড়ে যায়। |
তার সাথে যারা কথা বলে তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং তাদের কথা বুঝতে পারেনা। সিফিলিগ্রস্ত রোগ—যা থেকে ক্ষতকারী পুঁয বার হয়। ব্রাইটস্ ডিজিজ, হলে উপযোগী । গ্রীষ্মকালে মে মাস হতে নভেম্বর মাস পর্যন্ত আমাশয় রোগ ও অন্ত্রনালীর অন্য রোগে উপযোগীল । রেকটামে কোথানি-মলত্যাগে কোথানি কমে না (মলত্যাগে কোথানি কমে যায়=নাক্সভ)। মলত্যাগের সময় অনবরত কোথানি হয়, সব সময়ই হয় মল গরম, পরিমাণে অল্প, রক্তমেশানো, পিছল, দুর্গন্ধ বার হয়। শ্লৈষ্মিক ঝিল্লী ছিড়ে ছিড়ে বার হয়—ভয়ঙ্কর কেটে ফেলা মত, খোচা দেওয়া মত ব্যথা হয়—এসব লক্ষণে প্রযোজ্য। প্রস্রাবে কোথানি, মূত্রথলীতে তীব্র জ্বালা—পস্রাব গরম, প্রস্রাবে জ্বালা, প্রস্রাব কম হয় বা বন্ধ হয়ে যায়। প্রচন্ড ব্যথার সাথে ফোটা ফোটা প্রস্রাব হতে থাকে। রক্তমেশানো, বাদামী, ইটের গুড়োর মত তলানি পড়ে, প্রস্রাবে এলবুমেন বার হয়—এসব লক্ষণে মার্ক-কর প্রযোজ্য । গণোরিয়া রোগের দ্বিতীয় অবস্থায় যখন সবজে স্রাব হতে থাকে—রাতে বাড়ে মূত্রপথে তীব্র জ্বালা ও প্রস্রাবে কোথানি থাকে তখন প্রযোজ্য । শক্তি-৩x, ৬, ২০০ । |