ম্যাগনেশিয়া ফসফোরিকা MAGNESIA PHOSPHORICA [Mag-p] - Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

ফোনে অর্ডার দিতে: 01720000039 অর্ডার করার জন্য প্রোডাক্ট কোডটি লিখে কল বা SMS, Whatsapp, IMO করুন. সারা বাংলাদেশ কুরিয়ারে ডেলিভারি । Ginseng Alkushi Ashwagandha জিনসিং আলকুশি, অশ্বগন্ধা শিমুল

SUBTOTAL :
ম্যাগনেশিয়া ফসফোরিকা MAGNESIA PHOSPHORICA [Mag-p]

ম্যাগনেশিয়া ফসফোরিকা MAGNESIA PHOSPHORICA [Mag-p]

Short Description:

Product Description

 


তীক্ষ্ণ, কেঁটে ফেলার মত, ছুরি দিয়ে খোঁচানোর মত, তীর বেঁধার মত, সূচ ফোটানোর মত, কষে ধরার মত ব্যথা, হঠাৎ করে ব্যথার স্থান পরিবর্তন করে।
বিদ্যুৎবেগে বেদনা উপস্থিত হয় আবার হঠাৎ চলে যায়।
গরম ও চাপে উপশম।
রোগী ক্লান্ত, শান্ত ও অলস, সোজা হয়ে বসে থাকতে কষ্ট।
ক্যাথেটার গ্রহণের পর মূত্র ধারণে অক্ষমতা।

উপযোগিতা – চেহারা পাতলা, শুকিয়ে গেছে অত্যন্ত স্নায়বিক (Nervous), গায়ের রঙ কাল বিশেষতঃ তাদের রোগে উপযোগী । দেহের ডানদিকের রোগ । মাথা, কান, মুখ, বুক, ডিম্বাশয়, সায়াটিক নার্ভ সব ডান দিকে আক্রান্ত হয় (বেল, ব্রায়ো, চেলিডো, কেলি-কা, লাইকো, পডো) ।

ব্যথা যন্ত্রণা — তীব্র কেটে ফেলা মত, ছুরি দিয়ে বেঁধার মত, ছুঁচ ফোটানো মত, বিদ্যুৎ চমকের মত একবার আসে আবার পরক্ষণেই চলে যায় (বেল); সবিরাম আক্ষেপজনক, সহ্য করা যায় না-যন্ত্রণায় পাগলের মত করে । ব্যথা দ্রুতগতিতে স্থান পরিবর্তন করে (ল্যাক-ক্যা, পালস) সেইসাথে টেনে ধরার মত আড়ষ্টভাব (ক্যাকটাস, আয়োডি, সালফ) পাকস্থলী, তলপেট ও পেলভিসের স্নায়ুসংক্রান্ত রোগে খিচে ধরার মত বেদনা (কলোফা, কলোসি) এসব লক্ষণেও ওষুধ ব্যবহায্য ।

ঠান্ডা বাতাসে অত্যন্ত ভীতি, দেহ খোলা রাখতে ভয়, আক্রান্ত অঙ্গে ছোঁয়া লাগার ভয় ঠান্ডা জলে স্নানের ও ধৌত করার ভয়, নড়াচড়ায় ভয়, দুর্বল, ক্লান্ত, অবসন্ন উঠে বসতে পারে না । ঠান্ডা জলে দাঁড়িয়ে থেকে বা কাদামাটিতে কাজ করার ফলে রোগ হলে (ক্যালকে-কা) ব্যবহার্য ।

দাঁত ওঠার বয়সের শিশুদের রোগ দাত উঠার সময় আক্ষেপ হয় জ্বর থাকে না এ লক্ষণে প্রযোজ্য । (ঐ সময় জ্বর থাকে, মাথা ও চামড়া গরম বেল) ।

মাথাযন্ত্রণা — মাথার পেছনদিকে শুরু হয়ে সারা মাথায় ছড়িয়ে পড়ে স্যই, সাইলি, স্কুলের মেয়েদের মাথা যন্ত্রণায় মুখ লাল আগুনের হলকার মত অনুভূত হয় । মানসিক আবেগ, পরিশ্রম বা বেশী পড়াশোনা করে মাথাযন্ত্রণা হয় সকাল 10টা হতে 11টা থেকে বিকেল 4/5টা পর্যন্ত বেড়ে যায়-চাপ দিলে ও বাইরের উত্তাপে উপশম হয় ।

স্নায়ুশূল – মুখের, চোখের গর্তের ওপর বা নীচের দিকে, ডানদিকের, ব্যথা কেটে ফেলামত—যা ছোঁয়া লাগালে, ঠান্ডা বাতাসে, চাপ লাগলে বেড়ে যায়। বাহ্যিক উত্তাপে কমে—এসব লক্ষণে ম্যাগ ফস প্রযোজ্য । দাঁতে ব্যথা — রাতে হয় । দ্রুত স্থান পরিবর্তন করে কিছু খেলে, পান করলে বিশেষতঃ ঠান্ডা কিছু পান করলে । ব্যথা বেড়ে যায়, উত্তাপে কমে । (ঠান্ডায় কমে, ব্রায়ো, কফিয়া, ফেরাম—ফ) ।

পাকস্থলীতে খিঁচে ধরা বা আক্ষেপমত বেদনা, সাথে কোন শক্ত বাঁধনে দেহ আটা আছে এই অনুভূতি, জিব পরিষ্কার।

পেটে শূলবেদনা – বায়ু জমে হয়, রোগী দুভাজ হাত বাধ্য হয়—উত্তাপে, ঘষলে বা জোরে পেট চেপে ধরলে (কলোসি, প্লাম্বাম) উপশম হয় । গরু বা ঘোড়ার ঐরূপ হলে কলোসিন্থ দিয়ে না সারলে এ ওষুধে উপশম হয় ।

ঋতুস্রাব – নির্দিষ্ট সময়ের আগে, ঘন, আঠালো, স্রাবের আগে ব্যথা বাড়ে স্রাব শুরু হলে ব্যথা কমে (ল্যাকে, জিঙ্কাম)।

ব্যথা বিঁধে যাওয়া মত, বিদ্যুৎ চমকের মত, তীব্র বেঁধামত ডানদিকে বাড়ে, উত্তাপে ও শরীর দুভাজ করলে কমে । ব্যথা হতে যোনিপথের পেশীতে আক্ষেপ হয়।

অসাড়ে প্রস্রাব – রাতে, স্নায়বিক উত্তেজনায়—প্রস্রাব ফ্যাকাসে বর্ণ পরিমাণে অনেকটা ও ক্যাথিটার প্রয়োগের পর অসাড়ে প্রস্রাব হয় ।

হাত-পায়ে খিচে ধরা—গর্ভাবস্থায়, লেখকদের বা পিয়ানো বা বেহালা বাদকদের ঐরূপ হলে ব্যবহার্য ।

সম্বন্ধ — বেল, কলোফা, কলোসি, লাইকো, ল্যাক-ক্যা, প্যালস্ এ ওষুধের সাথে তুলনীয়। ক্যামো এর উদ্ভিজ্জ সমগুণ ।

গরম জলের সাথে ব্যবহারে সময় সময় ভাল ফল দেয় ।

বৃদ্ধি — ঠান্ডা বাতাসে, জোরে ঠান্ডা বাতাস লেগে বা ঠান্ডা ঝোড়ো বাতাস লেগে, ঠান্ডা জলে স্নান বা ধৌত করে, নড়াচড়ায়, স্পর্শে ।

উপশম — দেহ দুভাজ করলে, উত্তাপে, গরমে, চাপে (বেদনা জ্বালাযুক্ত উত্তাপে উপশম—আর্স) ।

শক্তি — ৩x, ৬x, ৩০, ২০০ ।