তীক্ষ্ণ, কেঁটে ফেলার মত, ছুরি দিয়ে খোঁচানোর মত, তীর বেঁধার মত, সূচ ফোটানোর মত, কষে ধরার মত ব্যথা, হঠাৎ করে ব্যথার স্থান পরিবর্তন করে। |
বিদ্যুৎবেগে বেদনা উপস্থিত হয় আবার হঠাৎ চলে যায়। |
গরম ও চাপে উপশম। |
রোগী ক্লান্ত, শান্ত ও অলস, সোজা হয়ে বসে থাকতে কষ্ট। |
ক্যাথেটার গ্রহণের পর মূত্র ধারণে অক্ষমতা। উপযোগিতা – চেহারা পাতলা, শুকিয়ে গেছে অত্যন্ত স্নায়বিক (Nervous), গায়ের রঙ কাল বিশেষতঃ তাদের রোগে উপযোগী । দেহের ডানদিকের রোগ । মাথা, কান, মুখ, বুক, ডিম্বাশয়, সায়াটিক নার্ভ সব ডান দিকে আক্রান্ত হয় (বেল, ব্রায়ো, চেলিডো, কেলি-কা, লাইকো, পডো) । ব্যথা যন্ত্রণা — তীব্র কেটে ফেলা মত, ছুরি দিয়ে বেঁধার মত, ছুঁচ ফোটানো মত, বিদ্যুৎ চমকের মত একবার আসে আবার পরক্ষণেই চলে যায় (বেল); সবিরাম আক্ষেপজনক, সহ্য করা যায় না-যন্ত্রণায় পাগলের মত করে । ব্যথা দ্রুতগতিতে স্থান পরিবর্তন করে (ল্যাক-ক্যা, পালস) সেইসাথে টেনে ধরার মত আড়ষ্টভাব (ক্যাকটাস, আয়োডি, সালফ) পাকস্থলী, তলপেট ও পেলভিসের স্নায়ুসংক্রান্ত রোগে খিচে ধরার মত বেদনা (কলোফা, কলোসি) এসব লক্ষণেও ওষুধ ব্যবহায্য । ঠান্ডা বাতাসে অত্যন্ত ভীতি, দেহ খোলা রাখতে ভয়, আক্রান্ত অঙ্গে ছোঁয়া লাগার ভয় ঠান্ডা জলে স্নানের ও ধৌত করার ভয়, নড়াচড়ায় ভয়, দুর্বল, ক্লান্ত, অবসন্ন উঠে বসতে পারে না । ঠান্ডা জলে দাঁড়িয়ে থেকে বা কাদামাটিতে কাজ করার ফলে রোগ হলে (ক্যালকে-কা) ব্যবহার্য । দাঁত ওঠার বয়সের শিশুদের রোগ দাত উঠার সময় আক্ষেপ হয় জ্বর থাকে না এ লক্ষণে প্রযোজ্য । (ঐ সময় জ্বর থাকে, মাথা ও চামড়া গরম বেল) । মাথাযন্ত্রণা — মাথার পেছনদিকে শুরু হয়ে সারা মাথায় ছড়িয়ে পড়ে স্যই, সাইলি, স্কুলের মেয়েদের মাথা যন্ত্রণায় মুখ লাল আগুনের হলকার মত অনুভূত হয় । মানসিক আবেগ, পরিশ্রম বা বেশী পড়াশোনা করে মাথাযন্ত্রণা হয় সকাল 10টা হতে 11টা থেকে বিকেল 4/5টা পর্যন্ত বেড়ে যায়-চাপ দিলে ও বাইরের উত্তাপে উপশম হয় । স্নায়ুশূল – মুখের, চোখের গর্তের ওপর বা নীচের দিকে, ডানদিকের, ব্যথা কেটে ফেলামত—যা ছোঁয়া লাগালে, ঠান্ডা বাতাসে, চাপ লাগলে বেড়ে যায়। বাহ্যিক উত্তাপে কমে—এসব লক্ষণে ম্যাগ ফস প্রযোজ্য । দাঁতে ব্যথা — রাতে হয় । দ্রুত স্থান পরিবর্তন করে কিছু খেলে, পান করলে বিশেষতঃ ঠান্ডা কিছু পান করলে । ব্যথা বেড়ে যায়, উত্তাপে কমে । (ঠান্ডায় কমে, ব্রায়ো, কফিয়া, ফেরাম—ফ) । পাকস্থলীতে খিঁচে ধরা বা আক্ষেপমত বেদনা, সাথে কোন শক্ত বাঁধনে দেহ আটা আছে এই অনুভূতি, জিব পরিষ্কার। পেটে শূলবেদনা – বায়ু জমে হয়, রোগী দুভাজ হাত বাধ্য হয়—উত্তাপে, ঘষলে বা জোরে পেট চেপে ধরলে (কলোসি, প্লাম্বাম) উপশম হয় । গরু বা ঘোড়ার ঐরূপ হলে কলোসিন্থ দিয়ে না সারলে এ ওষুধে উপশম হয় । ঋতুস্রাব – নির্দিষ্ট সময়ের আগে, ঘন, আঠালো, স্রাবের আগে ব্যথা বাড়ে স্রাব শুরু হলে ব্যথা কমে (ল্যাকে, জিঙ্কাম)। ব্যথা বিঁধে যাওয়া মত, বিদ্যুৎ চমকের মত, তীব্র বেঁধামত ডানদিকে বাড়ে, উত্তাপে ও শরীর দুভাজ করলে কমে । ব্যথা হতে যোনিপথের পেশীতে আক্ষেপ হয়। অসাড়ে প্রস্রাব – রাতে, স্নায়বিক উত্তেজনায়—প্রস্রাব ফ্যাকাসে বর্ণ পরিমাণে অনেকটা ও ক্যাথিটার প্রয়োগের পর অসাড়ে প্রস্রাব হয় । হাত-পায়ে খিচে ধরা—গর্ভাবস্থায়, লেখকদের বা পিয়ানো বা বেহালা বাদকদের ঐরূপ হলে ব্যবহার্য । সম্বন্ধ — বেল, কলোফা, কলোসি, লাইকো, ল্যাক-ক্যা, প্যালস্ এ ওষুধের সাথে তুলনীয়। ক্যামো এর উদ্ভিজ্জ সমগুণ । গরম জলের সাথে ব্যবহারে সময় সময় ভাল ফল দেয় । বৃদ্ধি — ঠান্ডা বাতাসে, জোরে ঠান্ডা বাতাস লেগে বা ঠান্ডা ঝোড়ো বাতাস লেগে, ঠান্ডা জলে স্নান বা ধৌত করে, নড়াচড়ায়, স্পর্শে । উপশম — দেহ দুভাজ করলে, উত্তাপে, গরমে, চাপে (বেদনা জ্বালাযুক্ত উত্তাপে উপশম—আর্স) । শক্তি — ৩x, ৬x, ৩০, ২০০ । |