পুষ্টির অভাবজনিত রুগ্ন ও দুর্বল, শিশু দুধ পান করতে চায় না, পান করলে পাকস্থলীতে ব্যথা হয় বা বমি হয়ে যায়। |
সকল স্রাবে টকগন্ধ। |
শেওলার মত সবুজবর্ন ও টক গন্ধ যুক্ত মল। |
ঋতুস্রাব আরম্ভ হওয়ার পূর্বে সর্দিকাশি ও গলক্ষত। |
কেবল রাতে বা শুয়ে থাকলে রজঃস্রাব হয়। |
প্রত্যেক জিনিস যেন ঘুরছে, চুল ধরে কেহ টানছে, মুখের উপর
ডিমের লালা শুষ্ক হয়ে গেছে, দাঁত লম্বা হয়ে গেছে ও মলদ্বার সূচে পূর্ণ
ইত্যাদি অদ্ভুত অনুভূতি। উপযোগিতা — রোগী বিশেষতঃ শিশু, যারা খিটখিটে, নার্ভাস প্রকৃতির (ক্যামো), পেশী শিথিল গায়ে টক গন্ধ ছাড়ে (রিয়ুম) তাদের পক্ষে উপযোগী । সারা দেহ বিশেষতঃ হাত ও পায়ের পাতায় ব্যথা বেদনা, যেন ক্লান্ত-ঐ স্থানে কামড়ান ব্যথা, অস্থিরতা থাকে । পাকস্থলী ও অন্ত্রে আক্ষেপ হয় (কলোসি, ম্যাগ-ফ), শ্লৈষ্মিক ঝিল্লী হতে স্রাব বেড়ে যায় । ঘুমালে ক্লান্তিভাব কাটে না, ঘুমাতে যাবার সময় যত ক্লান্ত ঘুম থেকে জেগে উঠলে আরও ক্লান্তিভাব বেড়ে যায় (ব্রায়ো, কোনি, হিপার, ওপি, সালফ) । যক্ষ্মারোগ গ্রস্ত পিতা-মাতার সন্তানের মাংস খাবার অস্বাভাবিক স্পৃহা । বুক, জ্বালা , টক ঢেকুর ওঠে, টক আস্বাদ, টক বমি । গর্ভাবস্থায় ঐ অবস্থা হলে ব্যবহার্য। বেদনা — স্নায়ুঘটিত, চিড়িকমারা ব্যথা বাঁদিকে বৃদ্ধি (কলোসি); বিশ্রামের সময় অসহ্য হয়ে ওঠে, বিছানা হতে উঠে বসে হেঁটে বেড়াতে বাধ্য হয় (রাসট) দাঁতের ব্যথা গর্ভাবস্থায় হয় রাতে বেড়ে যায়। মাথার ওপরভাগে ব্যথা মনে হয় যেন কেউ চুল ধরে টানছে (কেলি-না, ফস) । ঋতুস্রাব শুরুর আগে গলায় ব্যথা হয় (ল্যাক-কা) প্রসব বেদনার মত তলপেটে ব্যথা হয়—কেটে ফেলা মত শূলবেদনা, পিঠে ব্যথা, দুর্বলতা, শীত শীতভাব । স্রাব শুধুমাত্র রাতে ও শুয়ে থাকলে হয়। হাঁটলে স্রাব বন্ধ হয়ে যায় (এমন-মি, ক্রিয়ো) (লিলি-টির বিপরীত], স্রাবে ঘা হয়, ঘন পিচের মত কাল, ধুলে দাগ ওঠে না (মেডো)। উদরাময় — শুরুর আগে কেটে ফেলা মত ব্যথা হয় পেটে, যন্ত্রণায় দুভাজ হয়ে পড়ে—ঠিক তিন সপ্তাহ পরে পরে নিয়মিত ভাবে দেখা দেয় । মলসবজে, ফেনাফেনা, পচা পুকুরের শেওলার মত, সাদা সাদা চর্বির মত খন্ড খন্ড মলের উপর ভেসে ওঠে। যে সব বাচ্চা দুধ খায় তাদের দুধ অজীর্ণ অবস্থায় বার হয় । পেট ঠান্ডা করার জন্য ক্রুড ম্যাগনেশিয়ার ব্যবহার হয়। যদি লক্ষণ সাদৃশ্য থাকে তবে শক্তীকৃত (Potentised) ম্যাগনেশিয়া প্রয়োগে প্রায় সব ক্ষেত্রেই উপশম দেয়। সম্বন্ধ — ক্যামো-র অনুপূরক । বৃদ্ধি — আবহাওয়ার পরিবর্তন, প্রতি তিন সপ্তাহ বাদে বাদে বিশ্রামের সময়, দুধ খেলে, ঋতুস্রাবের সময় । উপশম — গরম আবহাওয়ায় অথচ বিছানার গরমে বৃদ্ধি (লিডাম, মার্ক) [বিছানার গরমে উপশম=আর্স]। শক্তি — ৬, ৩০, ২০০ । |