জরায়ুর ক্যানসার, ফাইব্রইড তার সহিত অসহ্য জ্বালা যন্ত্রণা ও প্রচুর রক্তস্রাব। |
যে গ্রন্থি গুলো ফুলে উঠে সেগুলি নরম ও স্থিতিস্থাপক (রাবারের মত)। |
ব্যথা যুক্ত ঋতুস্রাব, ফ্লো হলে উপশম। গ্রন্থিসমূহের উপসর্গসমূহ, গলগন্ড, এবং ক্যান্সার রোগে ক্ষত তৈরী হবার পূর্বাবস্থায় এই ঔষধটি প্রযোজ্য। স্তনে, পাকস্থলীতে ও জরায়ুতে জ্বালাকর, হুল ফুটানোবৎ বেদনা। গ্রন্থির চারিদিকে থাকা সংযোজক কলা সমূহবিশেষভাবে আক্রান্ত হয়। চবিরযুক্ত, রক্তহীণ শিশু, যাদের আয়োডিনের মত ক্ষুধা থাকে। রাক্ষুসে ক্ষুধা। গন্ডমালা দোষযুক্ত রোগে এই ঔষধ আশ্চর্যরকম ভালো কাজ করে, কিন্তু ম্যালেরিয়া রোগে এই ঔষধের কোন কাজ নেই। জরায়ুর ক্যান্সার। জরায়ুর ফাইব্রয়েড জাতীয় অর্বুদ, তৎসহ তীব্র জ্বালাকর বেদনা সমগ্র জরায়ুর মধ্যে প্রসারিত হয় তৎসহ প্রচুর রক্তস্রাব হয়। গ্রন্থিগুলি টানলে সামান্য বেড়ে যায় এবং কিছুটা পরিমানেনরম, অন্যদিকে এই ঔষধের গ্রন্থিগুলিক্যাল্কেরিয়া ফুয়োর এবং সিস্টাসের মত কঠিন নয়। কান – মধ্যকর্ণের পুঁজযুক্ত প্রদাহ। যে সকল ক্ষেত্রে সিলিকা নির্দেশিত হয় সেই সকল ক্ষেত্রে ল্যাপিস দ্রুত উন্নতি সাধন করে। বুক – স্তনগ্রন্থি দেশে অবিরাম বেদনা। গ্রন্থিজ কঠিণতা। চামড়া — গন্ডমালা জাতীয় ফোঁড়া ও ক্ষত। গ্রন্থিজ বিবৃদ্ধি ও কঠিনতা, বিশেষ করে গ্রীবাদেশীয় গ্রন্থি সমূহের। লাইপোমা, সারকোমা, কার্সিনোমা। চুলকানি। সম্বন্ধ – তুলনীয় সিলিকা; ব্যাভিয়েগা; আর্সেনিক আয়োড; ক্যাল্কেরিয়া আয়োড; কোনিয়াম; ক্যালি আয়োড, এক্টারিয়াস। শক্তি – ১ম থেকে ৬ষ্ঠ শক্তি। |