ঠাণ্ডা পানিতে হাত রাখলে ঋতুস্রাব বন্ধ হয়ে যায়। |
মাথার উপরে হাত উঠালে জ্ঞান হারিয়ে ফেলে। |
আবদ্ধ স্থানে ভয়, স্মৃতিশক্তির দুর্বলতা, মানসিক চাঞ্চলতা ও মানসিক শ্রমে অনিহা, শ্রীঘ্রই মৃত্যু হবে এরুপ নিশ্চিত ধারনা। |
শীতে অত্যন্ত কাতর, গায়ে ঠান্ডা হাত বা ঠান্ডা পানি লাগলে কষ্ট হয়। |
ক্ষুধার অভাব কিন্তু অত্যন্ত পিপাসা। |
দুধে অনিহা, দুধ সহ্য হয় না। |
সকালে ও নড়াচড়ায় অধিকাংশ লক্ষনের বৃদ্ধি।ডায়াবেটিস ও কিডনীঘটিত রোগ (ব্রাইটস্ ডিজিজ) লক্ষণ ডাঃ ডনকিন মাখন তোলা
দুধের সাহায্যে সাফল্যের সথে চিকিৎসা করেছেন এই ইঙ্গিত পেয়ে ডাঃ সোয়ান
এক শক্তীকৃত ওষুধে পরিণত করেন। এখানে লিখিত প্রতিটি লক্ষণই রোগীক্ষেত্রে
সুপরীক্ষিত।]
পুষ্টি জনিত দোষ ক্রটি ও বিশৃঙ্খলা হয়ে স্নায়ুমন্ডলীতে প্রতিফলিত হয়ে যে সব রোগ লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে উপযোগী, হতাশাগ্রস্ত, বেঁচে থাকতে চায় না। নিশ্চিতভাবে জানে যেন মারা যাবে তবুও মৃত্যু ভয় থাকে না । আমেরিকা দেশীয় বমিসহ মাথা যন্ত্রণা-সকালে ঘুম থেকে ওঠার পর (ব্রায়ো), কপালে শুরু হয়ে মাথার পেছন দিক (Occiput) পর্যন্ত যন্ত্রণা বিস্তৃত হয়। ভীষণ দপদপানি—ঐ সাথে গাবমিবমি, চোখে অন্ধকার দেখে ও দুর্দম্য কোষ্ঠবদ্ধতা (এপিজিয়া, আইরিস-ভা, স্যাঙ্গুইনে), গোলমালে, আলোতে, নড়াচড়ায় (ম্যাগ-মি, সাইলি), ঋতুস্রাবের সময় (ক্রিয়ো, সিপি) ঐ যন্ত্রণা বাড়ে। যন্ত্রণা থেকে প্রচন্ড অবসন্নতা। চেপে ধরলে, কষে মাথা বেঁধে রাখলে মাথা যন্ত্রণার উপশম হয় (আর্জ-নাই, পালস্)। ঐ সময় প্রচুর ফ্যাকাসে প্রস্রাব হয় । গ্লোবাস হিস্টেরিকাস–পাকস্থলী হতে গলা অবধি একটা বলের মত কিছু উঠে আসছে এই অনুভূতি হয়—দমবন্ধের মত অবস্থা হয় (আসাফো , ক্যালমি)। বমি-অবিরাম হয়- আহারের সাথে কোন সর্ম্পক থাকে না, প্রথমে অর্জীণ ভুক্ত দ্রব্য উঠে যা খুবেই অম্লস্বাদ, পরে তিতা জলমত উঠতে থাকে। গর্ভাবস্থায় বমি হলে ব্যবহার্য (ল্যাক-এসি, সোরিন)। কোষ্ঠবদ্ধতা – ঐ সাথে নিষ্ফল মলবেগ(এনাকার্ডি, নাক্স-ভ), মল শুকনো ও লম্বা, কোঁথ দিতে হয় যাতে মলদ্বার ছিঁড়ে যায় যন্ত্রনায় কাতরাতে থাকে। এক ভদ্রমহিলার দীর্ঘ ১৫ বৎসরের দুর্দম্য কোষ্টবদ্ধতা, কখনও কখনও ৪/৫ সপ্তাহ পরে পরে মলত্যাগ করতেন, প্রতিদিন মলত্যাগের জন্য ১০/১২ বার ডুশ ব্যবহার করতেন । তিনি এ ওষুধে সেরে গেছেন । ঋতুস্রাব — দেরীতে হয়; ঠান্ডা জলে হাত রাখার জন্য ঋতু বন্ধ হয়ে যায় (কোনি), এক গ্লাস দুধ খেলে সাথে সাথে ঋতু বন্ধ হয়ে গিয়ে পরবর্তী সময় পর্যন্ত স্থায়ী হয় (ফস এর সাথে তুলনীয়)। অদ্রিায় ভুগে বহুদিন যাবৎ প্রচন্ড কষ্ট ভোগ ও অত্যন্ত অস্থিরতা দেখা দেয় (কক্কু, এসি-নাই), কোন কাজ করা হোক আর নাই হোক অত্যন্ত অবসন্নবোধ করে হাঁটাচলা করলে ভীষণ ক্লান্তিবোধ আসে। অনুভূতি- দেহে ঢাকা থাকলেও মনে হয় চাদরটি ভেজা, যেন ঠান্ডা বাতাস তার ওপর দিয়ে বয়ে যাচ্ছে । শোথ — যান্ত্রিক হৃদরোগে, যকৃতের অনেকদিন ধরে গোলমালে, প্রস্রাবে বেশী পরিমাণ এলবুমেন বার হয়ে, সবিরাম জ্বরের পরবর্তী উপসর্গে শোথ দেখা দিলে এ ওষুধ প্রযোজ্য । শরীরের চর্বি জমে মোটা হওয়া, বিভিন্ন যন্ত্রের চর্বি জমে স্বাভাবিকতা নষ্ট হলে ব্যবহার্য । শক্তি — ৩০, ২০০। [গ্লোবাস হিস্টেরিকা—[Globus Hystericus] স্নায়ু কেন্দ্রে উৎপত্তি—রোগী নিজে অনুভব করতে পারে বলে—গলা বা বুকের কাছে ওপরদিকে দলামত বা গোলাকার কিছু যেন আটকে আছে বা বেয়ে ওপরদিকে উঠছে। গিলতে কষ্টবোধ এই লক্ষণও থাকতে পারে। গলাধঃকরণ কার্য যে পেশীদ্বারা সাধিত হয় সে পেশীতে কোন প্রকার উত্তেজনা হয়ে হতে পারে, হিষ্টিরিয়াগ্রস্ত রোগী যারা হতাশা ও বিষন্নতায় ভুগছে তাদের এই লক্ষণ দেখা দিতে পারে, কখনও কখনও বাহ্যিক কোন কিছুতে গলায় আঘাত লেগে বা ছড়ে গিয়েও এই লক্ষণ দেখা দেয় = NANCY ROPER’S DICT.]। |