হেলান দিলে বা চিত হয়ে শয়ন করলে সৃতিশক্তি ও মানসিক দক্ষতার উন্নতি হয়। |
স্নায়ুশূলের, আক্রমনের সময় বা পরে আক্রান্ত স্থানটি অসাড় হয়। |
ব্যথা চলে বেড়ায়, ব্যথা সাধারনত উপরের দিক হতে নীচের দিকে নামে, ব্যথার সহিত অসাড়তা, কখন কখন ব্যথা ঘার হতে মাথা ও মুখমন্ডলে বিস্তৃত হয়, চলাফেরা করলে ব্যথা বৃদ্ধি। |
নড়লে চড়লে মাথা ঘোরে। |
অল্প পরিশ্রম করলেই শ্বাসকষ্ট হয় (হ্রদরোগজনিত)। উপযোগিতা — নার্ভ-এর তরুণ ব্যথা, বাতযন্ত্রণা, গিটবাত জনিত অসুখে বিশেষত বাত ব্যাধিতে বা গিটবাতের উপসর্গে যখন হৃৎপিন্ড আক্রান্ত হয় সেক্ষেত্রে উপযোগী। বাতব্যাধি হতে যে হৃৎপিন্ডের অসুখ হয়েছে বা হৃৎপিন্ডের অসুখ বাত রোগের সাথে পাল্টা পাল্টিভাবে প্রকাশ পায় সেক্ষেত্রে উপযোগী । যন্ত্রণা লক্ষণ — বিঁধে যাওয়া মত, ছুচালো কিছু বেঁধার মত, চেপে ধরার মত, তীর বেঁধা মত যা দেহের নীচের দিকে এগিয়ে যায় (ক্যাকটাস) (উপরদিকে ঠেলে ওঠে = লিডাম; ঐ সাথে বা ব্যথার পরে আক্রান্ত অঙ্গ অবশ অসাড় হয়ে যায় (একোন, ক্যামো, প্ল্যাটিনা)। ডান চোখে ও চোখের গর্তে তীব্র ছুঁচফোটানো ব্যথা বা চোখে ঐরূপ— (স্পাইজে) । চোখের পেশীগুলো যেন শক্ত হয়ে যায়, চোখে ব্যথা—ঐ ব্যথা চোখ ঘুরালে বেড়ে যায় (স্পাইজে); ব্যথা সূর্য ওঠার সাথে সাথে বাড়ে, সূর্যাস্তের সাথে সাথে কমে (নেট-মি)। বাত — ভীষণ যন্ত্রণা, হঠাৎ হঠাৎ স্থান পাল্টায়, এক সন্ধি হতে অন্য সন্ধি, যায়, সন্ধিস্থান গরম লাল হয়ে ফুলে যায় সামান্য নড়াচড়ায় যন্ত্রণা বেড়ে যায় । মাথা ঘোরা — সামনে ঝুঁকলে বা নীচের দিকে তাকালে মাথাঘোরা (স্পাইজে)। নাড়ী দুর্বল হাতে অনুভব করা কঠিন (মিনিটে 35 থেকে 40 বার); মুখ ফ্যাকাসে ও হাত পা ঠান্ডা । সম্বন্ধ – বাতব্যাধি ও গিটবাতে লিডাম, পডো, স্পাইজের সদৃশ । হৃদরোগে স্পাইজেলিয়ার পর-এ ওষুধ ভাল ফল দেয় । শক্তি , ৩, ৬, ৩০ । |