সর্বদা খিটখিটে, সর্বদা ক্ষুধার্ত, সর্বদা কোষ্টকাঠিন্য। |
প্রদাহের তৃতীয় স্তরে কার্যকরী, প্রচুর পরিমানে খোলসের মত পাতলা চামড়া উঠে। |
হলদে পিচ্ছিল জিহ্বা ও অনুরূপ শরীর নির্গত স্রাব। |
তীর বা গুলি বিদ্ধ হওয়ার মত ও সুচ ফোটানোর মত ব্যথা, শরীরের এক স্থান হতে অন্য স্থানে চলে বেড়ায়। |
গরম ঘরে বৃদ্ধি, খোলা বাতাসে রোগের উপশম, প্রচুর ঘর্ম। এই ঔষধটি প্রদাহের শেষাবস্থায় প্রযোজ্য। হলুদবর্ণের শ্লেম্মা ও রক্তাম্বুস্রাবী স্রাব, প্রচুর ও থেমে থেমে। অক্সালিক অ্যাসিডযুক্ত প্রস্রাবের এই ঔষধটি খুব বেশি ব্যবহার হয়ে থাকে। মাথা – বাতজনিত মাথার বেদনা, সন্ধ্যার দিকে মাথার যন্ত্রনা শুরু হয়। মাথায় স্থানে স্থানে টাকপড়া, খুস্কি, মাথায় ঝলসে যাবার মত অনুভূতি। কান – কর্ননলীর বধিরতা। হলুদ বর্ণের স্রাব হাইড্যাষ্টিস। নাক – সর্দি, তৎসহ হলুদ, পিচ্ছিল শ্লেষ্মা। নাক বন্ধ হয়ে থাকে। ঘ্রান শক্তির লোপ। (নেট্টাম, মিউর)। নাসিকা-খালবিলীয় শ্লৈষ্মিক ঝিল্লীর রক্তাধিক্য, রোগী মুখ দিয়ে শ্বাস নেয়, নাক ডাকা প্রভৃতি। সন্ধির অপসারনের পরেও এই অবস্থা থেকে যায়। মুখমন্ডল – গরম ঘরের ভিতর থাকার সময় কনকনানী। (এপিথিলিয়োমা) পাকস্থলী — জিহ্বা হলুদ লেপ যুক্ত ও পিচ্ছিল। মাঢ়ী বেদনাপূর্ণ। জ্বালাকর তৃষ্ণা। বমিবমিভাব ও বমি, পাকস্থলীতে পূর্ণতার অনুভূতি। উষ্ণপানীয় পান করতে ভয়। উদর – শূল বেদনা, উদর স্পর্শে ঠান্ডার অনুভূতি, পেট ফাঁপা, টেনে ধরার মত অনুভূতি, হলুদ, পিচ্ছিল উদরাময়। কোষ্ঠকাঠিণ্য তৎসহ অর্শ (সালফার)। পুরুষের রোগ — গনোরিয়া, স্রাব পিচ্ছিল, হলদেটে সবুজবর্ণের, অন্ডদ্বয়ের প্রদাহ। পুরাতন প্রমেহ। স্ত্রীরোগ — মাসিক ঋতুস্রাব অনেকদেরি করে, অল্প, তৎসহ তলপেটে ভারবোধের ন্যায় অনুভূতি। অতিরজঃ। শ্বাস-প্রশ্বাস যন্ত্রসমূহ – বুকের ভিতরে ঘড়ঘড়ে শব্দ। বুকের ভিতরে শ্লেষ্মার ঘড়ঘড়ানি। (টার্টার এমেটিক)। ইনফ্লুয়েঞ্জার পরে কাশি, বিশেষ করে শিশুদের। হাপানি, তৎসহ হলুদ বর্ণের শ্লেষ্মা। কাশি; সন্ধ্যায় বৃদ্ধি, এবং উষ্ণ আবহাওয়ায় বৃদ্ধি। স্বরভঙ্গ। (হিপার, স্পঞ্জিয়া)। অঙ্গ-প্রত্যঙ্গ – ঘাড়ের গ্রীবা দেশে, পিঠে ও অঙ্গ-প্রত্যঙ্গে বেদনা, উষ্ণ ঘরে বৃদ্ধি। ভ্রমনশীল, চমকিয়ে যাবার মত বেদনা। জ্বর — রাত্রে শরীরের তাপমাত্রায় বৃদ্ধি। সবিরাম জ্বর, তৎসহ হলুদ, পিচ্ছিল, জিহ্বা। চামড়া — সোরিয়াসিস। (আর্সেনিক, থাইরয়ডিনাম)। একজিমা, জ্বালা, চুলকানি, ফুস্কুড়ির ন্যায় উদ্ভেদসমূহ। আমবাত। পলিপ। এপিথিলিয়েমা। মেদময় গ্রন্থির অস্বাভাবিক স্রাব। মাথায় চামড়ায় অথবা দাড়িতে দাঁদ তৎসহ প্রচুর আঁশ। কমা-বাড়া-বৃদ্ধি, সন্ধ্যায়, উষ্ণ ঘরে। উপশম — ঠান্ডায় ও মুক্ত বাতাসে। সম্বন্ধ-তুলনীয়- ক্যালি সালফ ক্রোমিকো-অ্যালাম অফ ক্রোম-৩x.(নাসিকা ভেদক থেকে নাকের বাইরের আবরণ পর্যন্ত সরু সূতার মত বস্তু উৎপন্ন হয়; নাকের উপসর্গসমূহ। ও হে-ফিভার। পুরাতন সর্দি, হাঁচি, লাল, জলপূর্ণ চোখ, শ্লৈষ্মিক ঝিল্লীর উপদাহ)। পালসেটিলা, ক্যালিবাই; নেট্রাম মিউর। শক্তি – ৩য় থেকে ১২ শক্তি। |