কেলি ব্রোমেটাম KALI BROMATUM [Kali-br] - Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

ফোনে অর্ডার দিতে: 01720000039 অর্ডার করার জন্য প্রোডাক্ট কোডটি লিখে কল বা SMS, Whatsapp, IMO করুন. সারা বাংলাদেশ কুরিয়ারে ডেলিভারি । Ginseng Alkushi Ashwagandha জিনসিং আলকুশি, অশ্বগন্ধা শিমুল

SUBTOTAL :
কেলি ব্রোমেটাম KALI BROMATUM [Kali-br]

কেলি ব্রোমেটাম KALI BROMATUM [Kali-br]

Short Description:

Product Description

 


স্নায়বিক, অস্থির, বিচলিত এবং হাত ও আঙ্গুল সর্বদা ব্যস্ত থাকে।
স্মৃতিশক্তি লোপ, মস্তিষ্ক অসাড় অনুভূতি, কি বলবে তা মনে করতে পারেনা, শব্দ বলতে পারে কিন্তু সম্পূর্ণ কথা বলতে পারেনা।
নৈতিক বিষয়ে অবনতি ঘটেছে এরুপ ধারনা।
অত্যধিক যৌন চাহিদা, ঋতুস্রাবের সময় বৃদ্ধি, প্রসব পরবর্তি সময়ে কামউম্মাদনা।

উপযোগিতা — যাদের লম্বা চওড়া চেহারা ও মোটা হতে থাকে তাদের ক্ষেত্রে, বড়দের অপেক্ষা বাচ্চাদের ক্ষেত্রে অপেক্ষাকৃত ভাবে এই ওষুধে ভাল ফল দেয় ।

গলার ভেতর, স্বরযন্ত্র, মূত্রনালী ও সমস্ত দেহ অনুভূতি শূন্য হয়ে যায়। চলতে গেলে পা টলমল মরে পা ঠিক ভাবে পড়ে না, মনে হয় পা দুটি এপাশে ওপাশে টলতে থাকে ।

স্নায়বিক, অস্থির, স্থিরভাবে বসতে পারে না, এদিক ওদিক ঘুরে বেড়ায় বা কিছু না কিছু করতে থাকে, হাত ও হাতের আঙুল সর্বদা নাড়াতে থাকে, হাত দুটো যেন অস্থির (পা দুটো অস্থির = জিঙ্ক); আঙুল গুলো নাচতে থাকে ।

মাঝে মাঝেই কাঁদতে থাকে, থামানো যায় না, গভীর বিষন্নতা ঐ সাথে ভ্রান্ত ধারণা। স্মৃতি শক্তি লোপ, কিভাবে কি কথা বলবে ভুলে যায়, অন্য মনস্ক, কিছু বলতে গেলে কথাটির খেই ধরিয়ে দিতে হয় (এনাকার্ডি)। হতোদ্যম, মন দুর্বল, উদ্বিগ্ন—মাথা খারাপ হয়ে যাবে বলে মনে হয়।

পেশীগুলো সামঞ্জস্যহীন (জেলস); স্নায়বিক দুর্বলতা ও দেহের সঞ্চালন ক্রিয়ার পক্ষাঘাত ও অবশতা।

বৈষয়িক দুশ্চিন্তা ও শোক হতে বা বিষয় সম্পত্তি নষ্ট বা সুনাম নষ্ট হয়ে, ব্যবসায়ে ক্ষতি হয়ে অস্থিরতা ও নিদ্রাহীনতা (হায়স) হলে ব্যবহার্য।

শিশুদের রাতে ভয় (কেলি-ফস), ঘুমের মধ্যে দাঁত কিড়মিড় করা, চিৎকার করে ওঠা, গোঙাতে থাকা, কেঁদে ওঠা ইত্যাদি হয়। ভয়ঙ্কর স্বপ্ন দেখে বন্ধু-বান্ধব বা পরিচিত জন সান্ত্বনা দিলেও কমে না ঘুমের মধ্যে হাটতে থাকে (সাইলি) এসব লক্ষণে প্রযোজ্য ।

মৃগী – বংশগত, সিফিলিস জাত; টিউবারকুলার দোষ হতে উৎপন্ন। মৃগীর আক্রমণ সাধারণতঃ ঋতুস্রাবের দু-একদিন আগে হয়। অমাবস্যায় আক্রমণ হয়; মৃগী আক্রমণের পরে মাথা যন্ত্রণা শুরু হয়। শিশুদের কলেরা রোগ—তা থেকে মস্তিষ্কে প্রদাহ হলে হাইডোসেফালিস (মাথায় জল জমা) এর প্রথম অবস্থায় মস্তিষ্কে রস জমার (Serouse ffusion)।

আগে প্রয়োগ করলে ঐ অবস্থা আসে না । প্রতিদিন ভোর 5 টায় বাচ্চাদের পেটে শূলব্যথা (বিকেল ৪টায়-কলো, লাইকো) ।

গর্ভাবস্থায় স্নায়বিক কাশি, কাশি শুকনো, কঠিন প্রায় সব সময়ই কাশি হতে থাকে—তা থেকে গর্ভ নষ্ট হবার আশঙ্কা হয় (কোনি)।

তোৎলামি, ধীরে ধীরে অনেক কষ্টে, কথা বলে (বোভিষ্টা, ষ্ট্র্যামো) ।

মুখে ব্রণ হয়—সাধারণ ব্রণ (Acne Simplex); শক্ত হয়ে থাকে; লালচে বা নীলচে রঙ হয়ে যায়। পুঁজযুক্ত ঐরূপ ব্রণ মুখে, বুকে, কাঁধে হতে থাকে, কুৎসিত চিহ্ন হয় (দেখতে খারাপ লাগে) (কার্ব-এনি) কু-অভ্যাসে অভ্যস্ত যুবকদের ঐরূপ ব্রণ হলে ব্যবহার্য ।

সম্বন্ধ — সীষক দোষে বিষাক্ততার অন্যতম প্রধান বিষন্ন-এ ওষুধ। ব্রণ হলে ইউজেনিয়া জ্যাম্বোস এরপর এ ওষুধ প্রয়োগ করলে প্রায়ই সারিয়ে তোলে।

শক্তি—৬, ৩০, ২০০।

(Acne-ব্ৰণ—চামড়ার নীচে Sebaceous Gland ও চুলের গোড়ায় এক প্রকার প্রদাহ হয়ে ছোট ফোঁড়া বা মাথায় কাল শ্বাসযুক্ত উদ্ভেদ। (Comedones) যা টিপলে সাদা ভাতের মত বেরিয়ে আসে ও তাতে ব্যথা থাকে। ঐ থেকে ছোট টিউমার বা ক্ষতের দাগ হতে পারে। সাধারণতঃ মুখ, গলা ও ঘাড়ে হতে দেখা যায়। সাধারণতঃ যৌবনোদ্গম সময়ে হতে দেখা যায়, বংশগত কারণে বা পরিবারে ব্রণ হবার প্রবণতা থাকলেও Androgen oestrogen হরমোন এর Balance-এ কার্যকলাপ জনিত বাধা হয়ে ব্রণ হয়ে থাকে। পুরুষ ও মহিলা উভয়েরই Androgen হরমোন বেশী পরিমাণে নিঃসৃত হয়ে Pilo Sebaceous (পাইলোসিবাসিয়াস) গ্লান্ডের আয়তন ও নিঃসরণ বেড়ে যায় বিশেষ কোন খাদ্যে এলার্জি, Endocrine হরমোনের। কার্যকলাপে কোন বিশৃঙ্খলা, অসুখে Adreno corticosteroid (এড্রিনো–কর্টিকোষ্টেরয়েড) প্রয়োগ থেকে; মানসিক কারণে, ভিটামিনের অভাবে, কোন রাসায়নিক সংস্পর্শে এই ব্রণ হতে পারে, ঋতুস্রাবের ঠিক আগে মেয়েদের এই আক্রমণ বেশী হতে দেখা যায় ।

সাবধানতা – রোগীকে ভাল করে হাত পা মুখ গা ধুতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে যেন চামড়া ছড়ে না যায়। মুখে ও আক্রান্ত অঙ্গে হাতের ছোয়া না দেওয়াই ভাল। প্রসাধন দ্রব্যের ব্যবহার কমিয়ে ফেলতে বা একেবারে বন্ধ করতে হবে ও লক্ষ্য রাখতে হবে যাতে ঐ আক্রান্ত অঙ্গে যেন কোন রকম উত্তেজনা না আসে। ভিটামিন ‘A’-র যখন যখন প্রয়োগ হবে তখন যেন আক্রান্ত অঙ্গে বেশী রোদের তাপ না লাগে। মানসিক উত্তেজনা যাতে না বাড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

[Acne vulgaris = এ্যাকনে ভ্যালগেরিস-সাধারণ ব্রণ]