ভ্রান্ত ধারণা, যে তার হার্টের রোগ হয়েছে এবং তাতেই সে মারা যাবে। |
রাতে অর্শের ব্যথা। |
খোলা বাতাসে রোগ বৃদ্ধি। |
কিডনির গোলযোগসহ হ্রদপিন্ডের ধড়ফরানি। |
মাথাটা লম্বা মনে হয়। |
সময়ানুবর্তিতা। ক্যালিআর্সের রোগীর ম্যালিগন্যান্ট জাতীয় রোগ ও চর্মপীড়ার প্রবণতা যুক্ত হয়। রোগী অস্থির, স্নায়বিক ও রক্তাল্প যুক্ত। চামড়া — অসহনীয় চুলকানি, জামা-কাপড় খোলার পরে বৃদ্ধি। শুষ্ক, আঁশযুক্ত, কোচকানো। ব্রন; ঋতুস্রাবকালে পুঁজযুক্ত উদ্ভেদ সমূহের বৃদ্ধি। পুরাতন একজিমা; চুলকানি গরমে বৃদ্ধি, হাঁটা চলায় ও জামা কাপড় খুললে বৃদ্ধি। সোরিয়াসিস, লালবর্ণ পদ্মকাঁটা। তাড়াতাড়ি বৃদ্ধি প্রাপ্ত হয় এই জাতীয় ক্ষতসমূহ। বাহু ও হাঁটুস্থানের ভাঁজের অংশে ফাটা সমূহ। গেঁটে বাত জনিত অস্থিগুটি সমূহ; আবহাওয়ার পরিবর্তনে বৃদ্ধি। চামড়ার ক্যান্সার, যেখানে বাহ্যিক কোন লক্ষণ প্রকাশ পাবার আগেই হঠাৎ করে ম্যালিগন্যান্ট জাতীয় রোগের প্রকাশ দেখা দেয়। চামড়ার নীচে অসংখ্য ছোট ছোট গুটিসমূহ। স্ত্রীরোগ – জরায়ুর মুখে ফুলকপির মত দেখতে মাংসাঙ্কুর সমূহ, হঠাৎ করে কমে যায় এই জাতীয় তীব্র বেদনা, দুর্গন্ধযুক্ত স্রাবসমূহ, এবং বস্তি কোটরের নিম্নাংশে চাপবোধ। সম্বন্ধ – রেডিয়াম। শক্তি – ৩য় থেকে ৩০ শক্তি। |