স্নায়ুতে আঘাত, তার সহিত অত্যন্ত ব্যথা ও টানাটানি। |
মাথা, মেরুদণ্ড, ককসিক্সে আঘাত পরবর্তি উপসর্গ। |
আবহাওয়ার পরিবর্তনে স্নায়ুশুল প্রকারের বেদনা। |
কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় শ্বাসকষ্ট, গয়ের উঠলে উপশম। |
কেউ যেন তাকে শূন্যে ধরে রেখেছে এবং সে স্থান হতে নীচে পড়ে যাওয়ার ভয়। উপযোগিতা – মেরুদন্ডে আঘাত, মেরুদন্ডে ও মস্তিষ্ক স্নায়ুতে আঘাত লাগার কুফলে, কক্সিক্স (Coccyx—মেরুদন্ডের নীচের দিকে শেষ হাড়) এ পড়ে গিয়ে আঘাত লেগে যন্ত্রণা হলে ব্যবহার্য। ছিদ্র হয়ে, ফেটে বা ছড়ে গিয়ে আঘাত তাতে টাটানি ব্যথা (লিডাম) পিষে গিয়ে ঘা হলে—আর্নিকা, হেমামে-যদি বহু দিন ধরে ঘা উপরোক্ত ভাবে হয়, তাহলে উপযোগী । পেরেক, ছুঁচ, পিন বা গোঁজার (খোঁটা) উপর পা পড়ে ঘা হলে, ইদুরের কামড়ে ঘা, এসবে উপযোগী। এই ওষুধে টিটেনাস হয়ে চোয়াল শক্ত হওয়া নিবারণ করে। কোন অঙ্গ ছিঁড়ে গিয়ে, ক্ষত-বিক্ষত হয়ে দেহ হতে প্রায় বিচ্ছিন্ন হবার মত হলে এ ওষুধে ঐ ক্ষত সারিয়ে তোলে (ক্যালেন্ডু)। চেতনা রক্ষাকারী স্নায়ু (Sentient Nerve) মন্ডলী যেখানে বেশী সেখানে আঘাত লেগে যেমন, হাতে পায়ের আঙ্গুল, নখের নীচে, হাতের পায়ের তালুতে আঘাত লেগে অসহ্য বেদনা হলে বোঝা যায় স্নায়ুগুলো আক্রান্ত হয়েছে, হাতে পায়ের টিস্যুগুলোতে আঘাত লাগলে এ ওষুধ সারিয়ে তোলে। ঘা হয়ে বা অস্ত্রোপচারের পর স্নায়বিক অবসন্নতা হলে, মানসিক আঘাতে, ভয় পেয়ে ও মেসমেরিজমের কুফল এ ওষুধ দূর করে । এ ওষুধ ক্ষতের অবস্থার পরিবর্তন ও অনেক ক্ষেত্রে ক্ষত হওয়া ও ক্ষতস্থান পচে যাওয়া রোধ করে (ক্যালেন্ডু)। হাতের আঙুল পিষে গেলে, থেঁৎলে গেলে ব্যবহার্য। আঘাত লেগে ধনুষ্টঙ্কার (ফাইসসটিগমা তুলনীয়) । মাথাঘোরা – মনে হয় মাথা যেন লম্বা হয়ে ঝুলে আছে এই অনুভূতি হয়- রাতে এই অবস্থা, সাথে প্রস্রাবের বেগ হয়। মাথাযন্ত্রণা – পড়ে গিয়ে মাথার পেছনে আঘাত লেগে হয়— যেন তাকে শূন্যে উঁচুতে তুলে নিচ্ছে এই অনুভূতি হয়— ভীষণ উদ্বিগ্ন যেন সে ঐ উচুস্থান হতে পড়ে যাচ্ছে। মেরুদন্ডে আঘাত লেগে রোগ-হাত ও ঘাড় সামান্য নাড়লে চিৎকার করে ওঠে। মেরুদন্ডে ভীষণ স্পর্শকাতরতা । বড় বা ছোট, পায়ের কড়ায় প্রচন্ড ব্যথা হলে বোঝা যায় যে স্নায়ু মন্ডলী আক্রান্ত হয়েছে, মাথায় আঘাত লেগে বা মস্তিষ্কে ঝাঁকি লেগে তড়কা হলে উপযোগী । সম্বন্ধ – আর্নিকা, ক্যালেন্ডুলা, রুটা, স্ট্যাফিস এর সাথে তুলনীয়। যে সব ক্ষতে আগে একোনাইট ও আর্নিকা পর্যায়ক্রমে ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে হাইপেরিকাম দিলে সেরে যায়। শক্তি – ৬, ৩০, ২০০ টিংচার হতে ৩ শক্তি বোরিক । |