হায়োসায়ামাস নাইজার HYOSCYAMUS NIGER [Hyos] - Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

ফোনে অর্ডার দিতে: 01720000039 অর্ডার করার জন্য প্রোডাক্ট কোডটি লিখে কল বা SMS, Whatsapp, IMO করুন. সারা বাংলাদেশ কুরিয়ারে ডেলিভারি । Ginseng Alkushi Ashwagandha জিনসিং আলকুশি, অশ্বগন্ধা শিমুল

SUBTOTAL :
হায়োসায়ামাস নাইজার HYOSCYAMUS NIGER [Hyos]

হায়োসায়ামাস নাইজার HYOSCYAMUS NIGER [Hyos]

Short Description:

Product Description

 


হিংসুক, সন্দেহ প্রবণ, বিড়বিড় করে বকে, কাল্পনিক দৃশ্য দেখে, তাকে কেহ বিষ প্রয়োগ করবে এজন্য ভয়, স্বামি বা স্ত্রীর চরিত্রে সন্দেহ, উচ্চ স্বরে হাঁসে, কাল্পনিক অত্যাচারের অভিযোগ করে, মনে করে সে নিজের বাড়িতে নেই, বিছানা খোঁটে।
কামোন্মাদ, নির্লজ্জতা, কাপড় খুলে শরীরের গোপন স্থান দেখায়, জননাঙ্গে বার বার হাত দেয়, অশ্লীল গান গায়।
উত্তেজনা প্রবন খিটখিটে ও অতিরিক্ত নিদ্রা।
শরীরের পেশীসমুহের খিচুঁনি ও ঝাঁকুনি।
অসাড়ে মল, মূত্র ত্যাগ।
অত্যন্ত পিপাসা কিন্তু পানি পান করতে অনিহা।

দেহে রক্তের আধিক্য সহজেই উত্তেজিত হয়। স্নায়বিক প্রকৃতি হিষ্টিরিয়া গ্রস্ত তাদের ক্ষেত্রে উপযোগী। তড়কা — শিশুদের ভয় পেয়ে বা অন্ত্রে ক্রিমি হতে ব্যথা অস্বস্তি (সিনা) হয়ে; মহিলাদের প্রসবের সময় সূতিকা ক্ষেত্রে তড়কা হলে ব্যবহার্য। আহারের পর শিশু বমি করে। হঠাৎ চিৎকার করে ওঠে ও তারপরই অচেতন হয়ে পড়ে এরূপ ক্ষেত্রে ব্যবহার্য ।

মস্তিষ্কের ক্রিয়া বেশী হয়ে রোগ কিন্তু প্রদাহ থাকে না; হিষ্টিরিয়া বা তুল বকা, মাতালের মত বক বক করতে থাকে; অস্থিরতার সাথে ভুলবকা-বিছানা হতে লাফ দিয়ে উঠে পালাতে চায় । অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে, মনে করে যেন সে সঠিক স্থানে নেই। আজগুবি কথাবার্তা বলে কিন্তু কোন অভাব অভিযোগের কথা বলে না।

প্রলাপে হায়োস্-এর স্থানে বেল ও ষ্ট্রামো-র মাঝামাঝি। বেল এর সারাক্ষণ ধরে মাথায় রক্তজমাভাব ও স্ক্রামো-র প্রচন্ড রাগ ও উন্মত্ততা হায়োসে থাকে না।

হাত পায়ে খিঁচুনি—জ্ঞান থাকে না। অস্থিরতা অনেক বেশী। চোখ হতে পায়ের আঙ্গুল অবধি প্রতিটি পেশী নাচতে থাকে। (ঐরূপ নাচতে থাকে কিন্তু জ্ঞান থাকে- নাক্স-ভ)।

ভয় — একা থাকতে, বিষাক্ত হবার, কোন কিছু বা কেউ তাকে কামড়াবে, কিছু বিক্রি করে দেবে, কিছু খেতে বা পান করতে ভয়, কিছু দিলে সেটা নিতে ভয়। তার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করা হচ্ছে এই সন্দেহ করে ।

প্রেমে ব্যর্থ হয়ে তার কুফল সাথে ঈর্ষা, রোগ, আবোল তাবোল বকা বা সবকিছুতেই হাসতে থাকা এরপর প্রায়ই সন্ন্যাস রোগ হতে দেখা যায়।

অত্যন্ত নির্লজ্জতা, গায়ে কাপড় রাখে না, কাপড় চোপড় খুলে ফেলে দেয় । যৌনাঙ্গ বার করে দেখায়, অশ্লীল গান করে উলঙ্গ হয়ে শুয়ে থাকে ও বিড়বিড় করে বকে।

কাশি — শুষ্ক কাশি, রাতে শুরু হয়, কাশিতে শরীর ঝেঁকে ওঠে, কাশি শুলে বাড়ে উঠে বসলে কম হয় (ড্রসেরা) রাতে কাশি বাড়ে, খাবার খেলে, পান করলে, কথা বললে, গান করলে বেড়ে যায় (ড্রসেরা, ফস)

[শুলে কমে—ম্যাঙ্গানাম-এসো]

বৈষয়িক, গোলযোগে, প্রায়ই যদিও কাল্পনিক, খিটখিটে, উত্তেজিত লোকদের ভীষণ অদ্রিরোগে ব্যবহার্য ।

মূত্রথলীর পক্ষাঘাত, প্রসবের পর মূত্রবন্ধ বা অসাড়ে হয়, প্রসূতি মহিলাদের প্রস্রাবের কোন ইচ্ছাই থাকে না। (আর্ণিকা, ওপি) ।

জ্বর — নিউমোনিয়া, স্কারলেট জ্বর, শীঘ্র টাইফয়েড আকার ধারণ করে, চৈতন্য কেন্দ্র যেন আচ্ছন্ন এক দৃষ্টে চেয়ে থাকে, উড়ন্ত কিছু ধরতে হাত বাড়ায়, বিছানা খুটতে থাকে, দাঁতে ছেলা পড়ে, জিব শুকনো, অসাড়। অসাড়ে মল-মূত্র ত্যাগ করে। স্নায়ুর অসুখে হাত পা নড়াতে থাকে।

সম্বন্ধ – বেল, স্ক্রামো ও ভিরেট্রাম তুলনীয়। কামোন্মত্ততা হায়োস প্রয়োগে ব্যথা হলে অনেক সময় ফস্ দিলে সেরে যায়।

মাতালদের মুখ দিয়ে রক্ত ওঠায় নাক্স-ভ ও ওপিয়ামের সাথে তুলনীয়।

সন্ন্যাস রোগে বধিরতায় বেল এর পর হায়োস্ ভাল খাটে।

বৃদ্ধি – রাতে, ঋতুস্রাবের সময়, মানসিক চাপে, ঈষা হলে, দুঃখজনক প্রেমে, শুয়ে থাকলে ।

শক্তি — ৩০, ২০০ হতে উচ্চশক্তি ।