রোগাক্রান্ত হয়ে ধীরে ধীরে শুকিয়ে যাওয়া, হজম শক্তির দুর্বলতা, পাকস্থলীতে খালি খালি অনুভূতি কিন্তু খাবার খেলে উপশম হয়না। |
সকল শ্লৈষ্মিক ঝিল্লী ও ক্যানসার বা ক্ষত হতে প্রচুর পরিমানে ঘন হলদেটে আঠালো স্রাব নির্গত হয়। |
জিহ্বা হলদে, অপরিষ্কার ও পুরু। |
পর্যায়ক্রমে গরম ও শীত অনুভূতি। |
রুটি ও সবজিতে বৃদ্ধি। দুর্বল হয়ে গেছে, যাদের চটচটে শ্লেষ্মাস্রাব হয় তাদের পক্ষে উপযোগী। ধাতু বিকৃতি বা দেহের রক্ত ও তরলের অস্বাভাবিক পরিবর্তন হয়ে সাংঘাতিক প্রকারের রক্তদুষ্টি রোগ যথা ক্যান্সার, শোথ, বিকার ইত্যাদি হয় সাথে পাকাশয় ও লিভার-এর সুস্পষ্ট বিশৃঙ্খলা বা অত্যধিক মদ খেয়ে যাদের স্বাস্থ্য ভেঙ্গে গেছে তাদের ক্ষেত্রে উপযোগী । ক্যাম্পার — শক্ত ও যেন আটকে যায় স্রাব এমন চটচটে । গায়ের চামড়া ফাটাফাটা মানচিত্রের মত, কুঁচকে যায় ক্যান্সার ক্ষতে ছুরি বেঁধানো মত ব্যথা । কেটে ফেলার মত তীব্র ব্যথা স্তনের বোটা ঢুকে যায় এমন ক্ষেত্রে উপযোগী । যে শিশু দুধ খায় তাদের মুখে ঘা, জিব বড়, জিবে দাঁতের ছাপ পড়ে তাদের পক্ষে উপযোগী । শ্বেতপ্রদর – দড়ির মত লম্বা, গাঢ়, চটচটে, হলদে রঙ, জরায়ু হতে দড়ির মত লম্বা হয়ে ঝুলতে থাকে (কেলি-বাই); যোনিতে তীব্র চুলকানি। নাক দিয়ে প্রচুর পরিমাণে ঘন, হলদে, দড়ির মত শ্লেষ্মা বার হয় (কোরালরুব)। নাকের গোড়া ও গলা হতে খেকারি দিলে হলদে রঙের আঠাল শ্লেষ্মা ওঠে। পারদ বা ক্লোরেট অব পটাস ব্যবহারে গলায় ঘা, সিফিলিসদোষে গলায় ঘা হলে ব্যবহৃত হয় । শক্তি – ১x, ৩x, ৩০, ২০০ । |