লোকসঙ্গ অপছন্দ, অপরিচিত লোকের আগমন অপছন্দ করে। |
অত্যন্ত খিটখিটে স্বভাব, এমন কি সামান্য প্রতিবাদ বা কোন পরামর্শ অসহ্য। |
সেক্রাম ও বস্তি কোটরে টেনে ধরার মত ও ভারি অনুভূতি তার সহিত অত্যন্ত ক্লান্তি ও দূর্বলতা। |
জরায়ুর প্রলাপসাস, জরায়ু সম্বন্ধে সর্বদা সচেতন, জরায়ুতে ভার অনুভূতি ও টাটানি। |
অন্য বিষয়ে মন দিলে বা আমদ আহ্লাদে মগ্ন থাকলে উপশম।ত্রীলোকদের ওষুধ জরায়ু পেশীর দুর্বলতায় জরায়ু বার হয়ে আসে, বিলাসিতা
ও অলসতায় সময় কাটানোয় অভ্যস্ত হয়ে, দুর্বলতা বা মানসিক ও দৈহিক কঠোর
পরিশ্রমে জীর্ণ শরীর, অত্যধিক পরিশ্রমে পেশীতে জ্বালা ও ব্যথা, এত
পরিশ্রান্ত যে ঘুম আসতে চায় না।
কাজকর্মে ব্যস্ত থাকলে ও রোগ সম্বন্ধে চিন্তা ভাবনা না করলে ভাল থাকে (ক্যাল্ব-ফস, এসি-অক্সা)। অস্থিরভাব, সবসময় ঘোরাফেরা করে বেড়াতে বাধ্য হয়। খিটখিটে, অন্যের দোষ ধরে বেড়ায়, কোনরকম প্রতিবাদ বা কোন বিষয়ে পরামর্শ নেওয়া সহ্য করতে পারে না (এনাকার্ডি)। অত্যন্ত বিষন্নভাব, গভীর মানসিক অবসাদ। ডায়াবেটিস – প্রথম অবস্থা, প্রস্রাব প্রচুর, স্বচ্ছ, শর্করাযুক্ত, ঠোঁট শুকিয়ে যায়, ঠোঁট আটকে আসে—অত্যন্ত তৃষ্ণা, অস্থিরতা, দেহ শুকিয়ে যায়, খিটখিটে ভাব ও বিষন্নতা প্রস্রাবে এলবুমেন তরুণ বা পুরান রোগ—গর্ভাবস্থায়, ঐসাথে অত্যন্ত দুর্বলতা, ঘুমঘুমভাব, ভীষণ ক্লান্তি কারণ বুঝতে পারে না । ঋতুস্রাব – নির্দিষ্ট সময়ের আগে অত্যন্ত বেশী পরিমাণে স্রাব হয়। রক্তস্রাব হয়ে দুর্বলতাজনিত জরায়ু দুর্বল হয় সেক্ষেত্রে, দুই ঋতুর মধ্যবর্তী সময়ে যে রক্তস্রাব হয় ঋতুর সময় তার থেকেও বেশী পরিমাণ ঋতুস্রাব হলে প্রয়োজ্য। ঐ সময় স্তনদুটি ফোলে বোঁটায় অত্যন্ত যন্ত্রণা, হাতে ছোঁয়া যায় না (কোনি, ল্যাক,-ক্যান)। স্রাব ঘন, কালচে, চাপচাপ, ব্যথা ও দুর্গন্ধ থাকে। বস্তিদেশে (Pelvis) টাটানি ব্যথা ও ভারবোধ (আর্কটিয়াম ল্যাপ্পা) যেন গর্ভসঞ্চার হয়েছে যেন নড়াচড়ার সাথে সাথে ঐ ভ্রুণ নড়েচড়ে বেড়াচ্ছে এই অনুভূতি থাকে। ঐ সাথে তলপেটে অত্যন্ত টাটানি ব্যথা, ছোঁয়া যায় না (লিসিন)। গর্ভস্রাব ও গর্ভপাতের কুফলে অসুখ হলে উপযোগী। সম্বন্ধ — এ্যালেট্রিস, ফেরাম, লিলিয়াম, এসিড-ফসের সাথে তুলনীয়। জরায়ুভ্রংশ, বহুদিনের অসুখে, পুষ্টিজনিত অসুখে ভুগে দুর্বলতায় এলেট্রিস ফ্যারিনোসা সদৃশ । শক্তি – ১x, ৬, ৩০, ২০০ । ডায়াবেটিস বহুমূত্ররোগ সাধারণতঃ প্রস্রাব বেশী হলে এই রোগ হয়েছে বলা যায়। শ্রেণীবিভাগ- (A) Diabetes Bronze – শরীরে লৌহ ধাতু পোষণ না হয়ে হয়, লিভার বাড়ে, চামড়া ব্রোঞ্জ ধাতুর বর্ণ হয়, হৃৎপিন্ডের ক্রিয়া বিঘ্নিত হয়। সাধারণতঃ চল্লিশ বছরের পর আক্রমণ হয়। অন্য নাম হেমোক্রোম্যাটোসিস। (B) D. Insipidus বারে বারে প্রস্রাব ও প্রচুর জল তৃষ্ণা। সারাদিনে 24 ঘন্টায় 5 থেকে 10 লিটার প্রস্রাব হয়। Sp. Gr. সাধারণতঃ 1.001 থেকে 1.005। প্রস্রাবে শর্করা বা এলবুমেন থাকে না। অর্ধেক ক্ষেত্রে কারণ থাকে না বাকী ক্ষেত্রে মাথায় আঘাত লেগে পিটুইটারী গ্ল্যান্ডে কোন ক্ষতি বা ঐ জায়গায় টিউমার হয়ে ঐরূপ হতে দেখা যায় । (c) D. Mellitus – কার্বো-হাইড্রেট শরীরে ঠিকমত পোষণ না হয়ে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, প্রস্রাবে গুকোজ বের হয় ও অপর্যাপ্ত ইনসুলিন সরবরাহ হয়ে থাকে। এ দু-ধরনের (1) IDDM ইনসুলিন ডিপেন্ডেন্ট ডা. মে. (2) NIDDM- নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডা. মে, IDDM কে প্রথমে Juvenille-onset বা Brittle D. বলা হত। এক্ষেত্রে রোগীর অল্প বা একেবারেই কোন ইনসুলিন ক্ষরণ হয় না। NIDDM-এ ইনসুলিন তৈরী ও ক্ষরণ হয় কিন্তু গুকোজের বেড়ে যাওয়া পরিমাণকে নিয়ন্ত্রণের কাজে খরচ হয়ে যায়। NIDDM এর রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বেশী। লক্ষণ– (A) ব্লাডসুগার লেভেল বেড়ে যায়, (B) প্রসাবের শর্করা, (C) অত্যধিক মূত্র তৈরী, (D) অত্যন্ত তৃষ্ণা, (E) ক্ষিদে বেড়ে যায়, (F) শরীরে চুলকানি বিশেষ করে জননেন্দ্রিয়ের পাশে, (G) মূত্রের Sp. Gr 1020 থেকে 1040, রোগ বেড়ে গেলে শর্করা আরও বাড়ে, মূত্রে Diacetic Acid, Beta-Hydroxybutyric Acid বাড়ে, শরীরে Acetone বাড়ে, সাধারণতঃ মেয়েদের 40 বছরের পর হতে দেখা যায়। Fasting BloodSugar Level স্বাভাবিক মাত্রা 90 থেকে 120 mg/dl of Blood, থেকে বেড়ে যায়। ফোড়া, কার্বাঙ্কল হতে থাকে, ওজন কমে যায়, দেহ শুকিয়ে যায়, দুর্বলতা আসে, রোগ বেড়ে গেলে coma (মস্তিষ্ক নিস্তেজ) হয়। নিশ্বাসে মিষ্টি গন্ধ (Acetone) ছাড়ে, বমি, মাথা যন্ত্রণা, মাতালের মত টলতে থাকা, ভুল বকা ও শেষে মৃত্যু হয়। সাধারণতঃ প্যাংক্রিয়াসের Beta cell হতে পর্যাপ্ত Insulin উৎপন্ন না হয়ে এ রোগ হতে দেখা যায়, বংশগত কারণেও হয়, (D) D. M. chemical- Fasting Glucose Tolerance Test করে অন্যান্য গ্লুকোজ পোষণ সংক্রান্ত অস্বাভাবিকতা দেখা যায়। যদিও এমনিতে কোন রোগ লক্ষণ পাওয়া যায় না। (E) D. M. Endocrine পিটুইটারী, থাইরয়েড ও এ্যাড্রেনাল গ্রন্থির কোন অসুখ হয়ে। (F) D. M. Iatrogenic- কর্টিকোষ্টেরয়েড, মূত্রবর্ধক ও জন্ম নিরোধক বড়ি খেয়ে হয় । |