সংঙ্গাশূন্য বা অনুভূতিশক্তি রহিত, ঠোঁট ও কাপড় খোঁটে, গভির মনোযোগ দিলে উপশম। |
সংজ্ঞাহীন কিন্ত মুখে পানি দিলে অতিশয় আগ্রহের সহিত পান করে, চামচ অথবা যে পাত্রে পানি দেয়া হয় তা কামড়ে ধরে। |
মনোযোগ না দিলে পেশির কাজ বন্ধ হয়ে যায়, যখন অন্যমনস্ক ভাবে চলে তখন মাতালের মত টলে। |
এক হাত ও এক পা আপনা আপনি নড়তে থাকে। |
বিকাল ৪ টা থেকে ৮ টা পর্যন্ত বৃদ্ধি। উপযোগিতা — দুর্বল, নরমপ্রকৃতি, সোরাদোষযুক্ত শিশু, যারা মাথার অসুখে ভোগে যাতে মস্তিষ্কে সৈহিক (serous) রস জমে (বেল, ক্যাল্ক-কা, টিউবার); তাদের পক্ষে উপযোগী। বিষণ্ন, দুঃখিত, হতাশ, বিরক্ত অথচ চুপ করে থাকে টাইফয়েড হবার পর, বালিকাদের বয়োসন্ধি কালে বা ঋতুস্রাব একবার শুরু হয়ে বন্ধ হয়ে গেলে উপরোক্ত মনের ভাব। খিটখিটে—সহজেই বিরক্ত হয় সান্ত্বনা দিলে বেড়ে যায় (ইগ্নে, নেট-মি, সিপি, সাইলি)–কেউ বিরক্ত করুক তা চায় না (জেল, নেট-মি)। জ্ঞান থাকে না, বোকার মত মুখের ভাব প্রশ্ন করলে ধীরে ধীরে উত্তর দেয় জড়ভাবের তরুণ অবস্থার প্রতিচ্ছবি (পুরান জড়ভাব-ব্যারা কা)। শিশুদের দাঁত ওঠার সময় মাথার অসুখ (বেল, পডো); মস্তিষ্কে ভয়ানক সৈহিক রস জমার আশঙ্কা (এপিস, টিউবার)। মেনিনজাইটিস্-তরুণ মস্তিষ্ক ও মেরুদন্ড স্নায়ুর প্রদাহ হয়ে তাতে রস : জমে সম্পূর্ণ বা আংশিক পক্ষাঘাত, সাথে মস্তিষ্ক প্রদাহ হয়ে, থেকে থেকে জোরে চিৎকার (Cry-Encephalique) করে ওঠে। চিন্তাশূন্য শূন্যদৃষ্টি, একদৃষ্টি চেয়ে থাকে। চোখ বড় হয়ে যায়—চোখে আলো পড়লেও চোখ বন্ধ হয় না, চোখের তারা বড় যায় বা একবার বড় হয়ে যায় বা একবার বড় আরেকবার ছোট হতে থাকে । যেন ঘুমিয়ে আছে ঘুমের মাঝে-গোঙানি, চিৎকার করে ওঠে । স্কারলেট জ্বর এর পরে বা টিউবারকুলার দোষজনিত মস্তিষ্কে দ্রুত জলজমা রোগ (Hydro Cephalus। Hydro= জল, Cephale = মাথার খুলি, En-Cephalo = খুলির মধ্যে) হয় (এপিস, সালফ, টিউবার) ঐ রোগে এক হাত পা আপনা হতে নড়তে থাকে। এই লক্ষণে উপযোগী। তড়কা বা মৃগী — ঐ সাথে সারা দেহ প্রচন্ড ঠান্ডা শুধুমাত্র মাথা বা পেছনটা গরমভাব থাকতে পারে (আনিকা)। আগ্রহের সাথে ঠান্ডা জলপান করে, চামচ কামড়ে ধরে কিন্তু চেতনা থাকে না। যেন কিছু চিবাচ্ছে এই রকম মুখের ভাব, মুখের কোন কাটা ও ঘা হয়— নাকে কালো ঝুলের মত শুকনো ময়লা বা মামড়ি জমে। অবিরত, ঠোঁট, কাপড় চোপড় খুটতে থাকে, অবিরত নাকের মধ্যে আঙুল ঢুকিয়ে খুটতে থাকে। (সম্পূর্ণ সজ্ঞান অবস্থায় এইরূপ খুটলে = অরাম-ট্রিফ) । বালিশে মাথা এপাশ ওপাশ করে, হাত দিয়ে মাথা চাবড়ায়। উদরাময় – তরুণ হাইড্রোসেফেলাস রোগে, দাঁত ওঠার সময়, গর্ভাবস্থায়, জলের মত পরিষ্কার চটচটে বর্ণহীন শ্লেষ্মা, ব্যাঙের ডিমের মত মলবেগ ছাড়াই আপনা হতে মলত্যাগ । প্রস্রাব — লাল, কাল, অন্ন, কফি গুড়ার মত তলানি পড়ে ।মস্তিষ্কের রোগ ও শোথ রোগ মূত্রবন্ধ, প্রস্রাবে এলবুমেন থাকে। শোথ – মস্তিষ্কে, বুকে, পেটে স্কারলেট জ্বর বা সবিরাম জ্বর এরপর শোথ-সাথে জ্বর, দুর্বলতা, মূত্রবন্ধ, উদ্ভেদ বসে গিয়ে শোথ (এপিস, জিঙ্কাম) । সম্বন্ধ — মস্তিষ্ক বা মস্তিষ্ক ঝিল্লীর রোগে এপিস, এপোসাই, আর্স, বেল, ব্রায়ো, ডিজি, ল্যাকে, সালফ, টিউবার, জিঙ্কামের সাথে তুলনীয় । শক্তি – θ, ৩x, ৬x ৩০ । [Cry-Encephalique-মস্তিষ্ক প্রদাহ রোগে চিৎকার করে ওঠা মস্তিষ্কের অসুখে হঠাৎ জোরে চিৎকার করে ওঠে—সাধারণতঃ মাথার অসুখ নির্দেশ করে। মস্তিষ্কে Serous Fluid জমে ভেতরে চাপ সৃষ্টি করে। প্রচন্ড যন্ত্রণা হয় কোন রকম নড়াচড়ায় যন্ত্রণা বেড়ে গেলে ঐরূপ চিৎকার করে ওঠে, অথচ চোখে জল আসে।] |