খিটখিটে মেজাজ, দম্ভ ও অহংকারের ফলে মানুষিক অসুস্থতা। |
মহিলাদের অত্যন্ত যৌন আকাঙ্ক্ষার সহিত হস্তমৈথুন করার প্রবণতা। |
মাথায় রক্ত ওঠার সাথে সাথে দৃষ্টিশক্তি লোপ। |
ঝুঁকান অবস্থা থেকে মাথা উঠালে মাথা ঘোরে, খাওয়ার সময় মাথা ঘোরে। |
আহারের পরেই পেট খালি খালি অনুভূতি সহ ক্ষুধা, পাকস্থলিতে ব্যথা আরাম্ভ হয়ে সমস্ত শরীরে ছড়িয়ে পরে। এই ঔষধটি বিশেষ করে পাকাশ অন্ত্র নলীর উপর কাজ করে। পুরাতন সর্দিজ অবস্থা, প্রদরস্রাব ও গণোরিয়ার। দুর্দমনীয় ক্ষত সমূহ। বৃথা অভিমানযুক্ত অহঙ্কার থেকে উদ্ভূত মানসিক রোগে ভাল কাজ করে। বিশেষ করে স্ত্রীলোকের উপর ভালো কাজ করে। স্ত্রীলোকের মধ্যে নাক্সের লক্ষণ পাওয়া গেলে এবং সেক্ষেত্রে গ্যাটিওলা প্রয়োগ করা হলে প্রায়ই ভালো ফল পাওয়া যায়। মাথা – আধকপালে। মাথায় রক্তাধিক্য তৎসহ দৃষ্টিলোপ। মনে হয় যেন মস্তিষ্ক সঙ্কুচিত হচ্ছে এবং মাথাটি ক্রমশঃ ছোট হচ্ছে। কপালে কষে বাঁধার মত অনুভূতি, তৎসহ চামড়া কুঁচকিয়ে যায়। চোখ শুষ্ক, জ্বালা করে। অদূর দৃষ্টি বা মায়োপিয়া। পাকস্থলী – আহারের সময় ও পরে মাথাঘোরা, আহারের পরে ক্ষুধা ও পেটের ভিতর শূন্যবোধ। অগ্নিমান্দ্য, তৎসহ পাকস্থলীর ভিতর বায়ু সঞ্চয় হেতু স্ফীতি। নৈশ ভোজের পরেও রাত্রে খিলধরা ও শূলবেদনা, তৎসহ উদর স্ফীতি ও কোষ্ঠকাঠিণ্য। কষ্টকর গলাধঃকরণ, বিশেষ করে তরল পদার্থ। মল — উদরাময়, সবুজ, ফেনাযুক্ত জলের মত, মলত্যাগের পরে মলদ্বারে জ্বালা, বেদনাহীনভাবে মল সবেগে বেরিয়ে আসে, কোষ্ঠকাঠিণ্য, তৎসহ অম্বল, অর্শ, তৎসহ রোগ ও নিজের স্বাস্থ্য সম্বন্ধীয় চিন্তা। সরলান্ত্রের সঙ্কোচন। ঘুম — অনিদ্রা। স্ত্রীরোগ — কামোন্মত্ততা। ঋতুস্রাব অস্বাভাবিকভাবে প্রচুর, আগে আগে হয় ও দীর্ঘস্থায়ী। প্রদর স্রাব। কমা–বাড়া–বৃদ্ধি – অতিরিক্ত জল পান করলে। সম্বন্ধ-তুলনীয় – ডিজিট্যালিস; ইউফ্রেশিয়া; ট্যাবেকাম, ক্যামোমিলা, এমন পিক্রিকাম; নাক্সভমিকা। শক্তি — ২য় থেকে ৩য় শক্তি। |