হঠাৎ প্রচন্ডবেগে রক্তসঞ্চালনের বিশৃঙ্খলা হওয়ার প্রবনতা। |
অত্যন্ত আলস্যভাব, কোন কাজকর্ম করতে ইচ্ছা হয় না। |
মেজাজ অত্যন্ত খিটখিটে, সামান্য কারণে রোগী অত্যন্ত উত্তেজিত হয়ে উঠে এবং মস্তকে রক্তাদিক্য লক্ষণ দেখা যায়, মাথাটি বড় হয়ে গেছে এরূপ অনুভূতি। |
মস্তক ও হাত-পা দপদপ করে বা দপদপানির সহিত ব্যথা থাকে। |
সামান্য উত্তাপ সহ্য হয় না, মুখমণ্ডল নীল বর্ন দেখায়। |
অত্যন্ত বুক ধড়ফড় করে। উপযোগিতা — স্নায়বিক, অল্পে উত্তেজিত, রক্তপ্রধান, উজ্জ্বল রঙ অনুভূতিপ্রবণ মহিলাদের ক্ষেত্রে, যারা সহজেই অভিভূত হয়ে পড়ে এমন পুরুষদের পক্ষে উপযোগী। মানসিক উত্তেজনা, ভয় পাওয়া বা ভয় করে, যন্ত্র দ্বারা আঘাত লেগে রোগ ও ঐ সবের পরবর্তী কুফলে উপযোগী। চুল কেটে অসুস্থ হলে প্রযোজ্য (একোন, বেল)। মাথার অসুখ – গ্যাস লাইটে কাজ করে যখন মাথার ঠিক ওপরে তাপ লাগে তখন, মাথার চারদিকে উত্তাপ, স্টোভের তাপ বা রোদের তাপে ঘুরে বেড়িয়ে মাথার রোগ (ল্যাক, ন্যাট-কা) হলে ব্যবহার্য । মাথায় রক্তজমা হয় বা মাথায় একবার হৃৎপিন্ডে আর একবার পরিবর্তনশীল রক্তসঞ্চয় হলে প্রযোজ্য । মাথা — অত্যন্ত বড় হয়ে গেছে এই অনুভূতি। মনে হয় যেন মাথার খুলি মস্তিষ্কের তুলনায় যথেষ্ট ছোট হয়ে গেছে। রোদের তাপে মাথা যন্ত্রণা বা সানস্ট্রোক (সন্যাস রোগ)। মাথা যন্ত্রণা প্রতিদিন রোদ বাড়াকমার সাথে সাথে বাড়ে ও কমে (ক্যালমিয়া, নেট-কা)। নাড়ীর স্পন্দনের সাথে সাথে মাথায় ভয়ানক ঐরূপ স্পন্দন। দপদপ করেও স্পন্দন যুক্ত মাথা যন্ত্রণা—রোগী দুহাতে মাথা চেপে ধরে, শুতে পারে না যেন বালিশ উল্টে মাথায় আঘাত করছে। মনে হয়, মস্তিষ্ক বড় হয়ে গেছে। পৃর্ণবোধ ও ফেটে যাওয়ার মত মনে হয়, মনে হয় সমস্ত রক্ত ওপরে পাম্প করে ওঠানো হচ্ছে প্রতিটি ঝাঁকানি, পদক্ষেপে, নাড়ীর ও স্পন্দনে মাথা দপদপ করে। ঋতুস্রাবী দেরী করে হয়ে বা বন্ধ হয়ে মাথায় তীব্র রক্ত সঞ্চয়, ঋতুস্রাবের পরিবর্তে মাথাযন্ত্রণা হলে প্রযোজ্য । জরায়ু হতে প্রচুর রক্তস্রাব হয়ে মাথায় যন্ত্রণা, গর্ভবতী মহিলাদের মাথায় রক্ত জমা হয়। ভয়ানক বুক ধড়ফড় করে সাথে ক্যারোটিভ ধমনী দুটি দপদপ করতে থাকে। হৃৎপিন্ডের ক্রিয়া অতিকষ্টে হয়, বাধা পায়, মনে হয় রক্ত দ্রুত গতিতে হৃৎপিন্ডে ও মাথার দিকে যাচ্ছে। মাথায় রক্ত জমে বাচ্চাদের মৃগীরোগ, দাঁত ওঠার সময় মস্তিষ্ক ঝিল্লী প্রদাহ যে ক্ষেত্রে বেলাডোনার রোগী বলে মনে হয় সেক্ষেত্রে এ ওষুধ উপযোগী। সন্ধ্যায় আগুনের সামনে বসে বা সেখানে ঘুমিয়ে পড়ে যে সব বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে তাদের ক্ষেত্রে উপযোগী। মহিলাদের রজোনিবৃত্তিকালে চোখে মুখে আগুনের মত হলকা (এমিল, বেল, ল্যাকে); ঋতুস্রাবের সাথে ঐরূপ আগুনের মত হলকা (ফেরাম, স্যাঙ্গুইনে) উঠলে উপযোগী। তুলনা — এমিল, বেল, ফেরাম, জেল, মেলিলো, মোর সাথে তুলনীয়। বৃদ্ধি — রোদে, রোদের তাপে, গ্যাস লাইটে কাজ করে, শরীর অতিরিক্ত গরম হয়ে ঝাকি লাগলে, সামনে ঝুঁকলে, উপরে উঠতে, মাথায় টুপির ধোয়া লাগলে, চুল কাটার পরে রোগলক্ষণ বেড়ে যায় । শক্তি – ৩, ৬, ৩০। সানস্ট্রোক-(Sunstroke) সন্যাস রোগের পরিচিত নাম। মস্তিষ্কে রক্তবহা শিরায় দুর্ঘটনা ঘটে হয় সাধারণতঃ দেহের অধভাগে পক্ষাঘাত হয়ে যায়। অত্যন্ত গরমে বা অত্যন্ত ভেজা আবহাওয়ায় দেহের তাপ নিয়ন্ত্রক পরিকাঠামোয় পরিবর্তন হয়ে অস্বাভাবিক তাপমাত্রা বেড়ে যায়। অত্যধিক ঘাম বার হলেও এরূপ হতে পারে Nancy Roper Mcd Dict. |