সাধিনতা, আত্মতুষ্টি ও কর্তৃত্বপূর্ণ স্বভাবের ব্যাক্তি। |
সর্বদা অত্যন্ত গরম অনুভূতি, ঠান্ডা পানিতে গোসল করতে ইচ্ছা। |
অত্যন্ত এনার্জিক ব্যক্তি, অল্প নিদ্রায় উপশম। |
অত্যধিক যৌন ইচ্ছা ও লম্পট। |
মশলাদার ও কটুগন্ধ যুক্ত খাদ্যে আগ্রহ। |
পুরাতন ক্ষতচিহ্ন লাল হয়ে উঠে ও পুনরায় ক্ষতে পরিনত হয়। |
ঝাঁজাল ক্ষতকর ঘাম, ঘামে শরীর চুলকা্য়। উপযোগিতা — বয়স বেড়ে গেলে বা অকালে যারা বুড়ো হয়ে গেছে তাদের, সিফিলিস, ও পারদদোষদুষ্ট ধাতুর ব্যক্তিদের ও অল্পবয়সে যাদের বৃদ্ধের মত দেখায় তাদের বিভিন্ন রোগে উপযোগী । * যাদের বিপদের সম্ভাবনা থাকে না অথচ বেশী পরিশ্রম করতে পারে (কোকা) তাদের, বা যারা গ্রীষ্মের অত্যন্ত গরমে বা শীতের অত্যধিক ঠান্ডায় সাধারণভাবে অল্পই রোগাক্রান্ত হয় তাদের ক্ষেত্রে উপযোগী । কানেকটিভ টিস্যুতে বহুদিনের পুরান ঘা—তার কিনারাগুলো লাল হয়ে ওঠে ও পেকে যাওয়ার সম্ভাবনা হয় সেক্ষেত্রে উপযোগী (কষ্টি, গ্রাফাই) । যে সব মহিলা অনেক সন্তান প্রসব করেছেন, তাদের দীর্ঘদিন স্থায়ী, দুঃসাধ্য রক্তবাহী শিরা (Vericose vein) ফ্লুলে যায় ও ঘা হয়। সোরা ও সিফিলিস, দোষজাত, পারদের অপব্যবহারে বা সিলিকার অপব্যবহারে ছাড়ে, বিশেষত দেহের লম্বা হাড়গুলোতে ক্ষয় ও পচন দেখা যায় (এগ্নাস)। শিশুদের মাথার ডানদিকের টেম্পল (কানের ওপরে) এ চেপ্টা জড়ুল। রক্তবাহী ছোট ছোট শিরাস্ফীতি (টিউমার হলে যেমন ফ্লুলে যায়) (তুলনীয় =ফ্যাল্ক-ফ্লু, টিউমার)। ক্ষত – কিনারাগুলো লাল ও ফ্লুস্কুড়ি বার হয়। শয্যাক্ষত (একভাবে একদিন বহুদিন চেপে শুলে যে ক্ষত হয় = Bedsore Decubitus); ক্ষত হতে প্রচুর পুঁজস্রাব গরমে বা উত্তাপে বাড়ে, ঠান্ডায় কম থাকে। ক্ষতে প্রচন্ড বিদ্যুৎ চমকের মত যন্ত্রণা যে যন্ত্রণা ছোট জায়গায় সীমাবদ্ধ থাকে। দাঁত দ্রুত ক্ষয়ে যায়। দাঁতের মাড়ীতে নালীঘা বা নেত্রনালী হয়। মুখের হাড়ে অর্বুদ যা বাইরে বেরিয়ে আসে (Fxostoses) (হেকলা)। সম্বন্ধ – অনুপূরক = কোকা, সাইলি । মাতালদের উদরী হলে আর্সের পর, হিপ জয়েন্টের অসুখে কেলি-কার্বের পর, দাঁতের স্পর্শকাতর ব্যথায় কফিয়া ও ষ্ট্যাফিস এর পরে, ডায়াবেটিস রোগে এ্যাসিড-ফস এর পরে, হাড়ের রোগে সাইলি ও সিমফাইটাম-এর পর ও গলগন্ড (Goitre) রোগে স্পঞ্জিয়ার পরে ব্যবহার করলে ভাল ফল দেয় । শক্তি — ৩০, ২০০ হতে উচ্চশক্তি, ০।১ হতে ০।৩০ শক্তি । (Capillary ক্যাপিলারী চুলের মত সরু, রক্তবহা শিরা যার দেওয়াল খুব পালতা। ব্লাড, ক্যাপিলারী যা আর্টারীওল ও ভেনিউল এর মধ্যে সংযোগ স্থাপন করে। আর্টারী-যাতে অক্সিজেন সংযুক্ত রক্ত চলাচল করে। ভেন রক্তবাহী শিরা যাতে অক্সিজেন বিবর্জিত অপরিশোধ্য রক্ত চলাচল করে । |