সমস্ত শরীরে ভীষণ ব্যথা, মনে হয় যেন সমস্ত শরীর চূর্ন বিচুর্ণ হয়ে গিয়েছে, পিঠে, মাথায়, বুকে, হাতে-পায়ে ও কব্জিতে ব্যথা। |
হাড়ের ভিতর এমন ব্যথা যেন ভেঙ্গে গেছে, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা বা জ্বরের সময়। |
অত্যন্ত পিপাসার্ত, ঠাণ্ডা পানীয় পানের প্রবল আকাঙ্ক্ষা কিন্তু পান করলে পিত বমি করে। |
টাটানি, মাথাব্যথার সহিত টাটানি। |
মাথা ব্যথা ছাড়া সকল সমস্যা ঘর্ম হলে উপশম। উপযোগিতা – বয়স্ক লোকেদের অসুখে, স্বাস্থ্য ভেঙ্গে গেছে বিশেষতঃ যারা, অমিতাচারে অভ্যস্থ তাদের অসুখে, বারে বারে ও অনেকদিন ধরে পৈত্তিক ও সবিরাম জ্বরে যাদের ধাতু বিকৃতি হয়ে স্বাস্থ্য নষ্ট হয়েছে তাদের ক্ষেত্রে উপযোগী। সারাদেহে থেঁৎলে যাওয়া মত ব্যথা যেন হাড়গোড় ভেঙ্গে গেছে (আর্নিকা, বেলিস-পেরেনিস, পাইরো)। হাড়ে ব্যথা, পিঠে, মাথা, বুক, হাত পা বিশেষতঃ হাতের কজির যেন জোড় ভেঙ্গে গেছে এমন ব্যথা, বেদনা যতই সর্বাঙ্গে হয় ও বেশী হয় ততই এ ওষুধ কার্যকরী হয় (তুলনীয় = ব্রায়ো, মার্ক)। সারা চোখে ব্যথা যেন ঘা হয়েছে, সর্দি, সব হাড়ে ব্যথা যেন কামড়াচ্ছে, এপিডেমিক ইনফ্লুয়েঞ্জা রোগে অত্যন্ত অবসন্নতা (ল্যাক-ক্যান)। *ব্যথা বেদনা যতটা এ দ্রুত আসে আবার তেমনি দ্রুত চলে যায় (বেল, ম্যাগ-ফস, ইউপে-পার্পিউ)। মাথাঘোরা — মনে হয় বাদিকে পড়ে যাচ্ছে (পড়ে যাবার ভয়ে বাঁদিকে মাথা ঘোরায় না = কলোসিন্থ)। কাশি — অনেক দিনের, তরল কাশি ঐ সাথে হেকটিক জ্বর, বুকে ঘা এর মত ব্যথা কাশলে অবশ্যই বুক হাত দিয়ে চেপে ধরে (ব্রায়ো, নেট-কা); কাশি রাতে বাড়ে; হাম হওয়ার পর বা সবিরাম জ্বর চাপা পড়ে কাশি, সেক্ষেত্রেও উপযোগী। জ্বর — একদিন সকাল ৭টায় পরদিন দুপুরে আসে। শীত অবস্থার পর তিক্ত বমি হয়। জলপানে শীত ভাবে বাড়ে ও বমি হতে থাকে। শীতভাবের আগেও ঐ সময় হাড়ে যন্ত্রণা হয়। শীতভাবের আগে জ্বরের শীত অবস্থায় ও জ্বরভোগ কালে অদম্য তৃষ্ণা, যখন বেশী জল খেতে পারে না তখন জ্বর আসছে বুঝতে পারে। সম্বন্ধ — এরপর নেট-মি ও সিপিয়া ভাল কাজ করে। তুলনীয় — জন্ডিস লক্ষণে চেলিডো, পডো, লাইকোর সদৃশ। ব্রায়োনিয়া এর অত্যন্ত কাছের ওষুধ—তাতে প্রচুর ঘাম হয় কিন্তু ব্যথায় রোগী চুপ করে পড়ে থাকে এদিকে ইউপেটো-তে ঘাম সামান্যই হয় অথচ রোগী ব্যথায় অস্থির হয়ে পড়ে । শক্তি – ৩, ৬, ৩০ । |