দাম্ভিক ও সহজে নতিস্বীকার করবেনা এমন ব্যক্তি। |
ঠান্ডা ও স্যাঁৎসেঁতে স্থানে অসুস্থ। |
ভিজা মাটি বা জলীয় আবহাওয়ায় উদরাময়। |
স্যাঁৎসেঁতে স্থানে শুয়ে থাকার ফলে অসুস্থ। |
হঠাৎ গরম হতে ঠান্ডা আবহাওয়ার পরিবর্তনে রোগ। |
শরীরে উত্তাপ লাগলে রোগের উপশম অনুভূত হয়। |
ঋতুস্রাবের পূর্বে শরীরে আমবাত দেখা যায়। |
ঠান্ডা লেগে হঠাৎ ঘাম বন্ধ হয়ে শোথ ও অন্যান্য অসুস্থতা। উপযোগিতা — গ্ল্যান্ডের অসুখে ভোগে, সহজেই সর্দিকাশিতে ভোগে, অস্থিরতা ও সহজেই উত্তেজিত হয় এমন লোকের পক্ষে উপযোগী । সর্দি হয়ে বাতরোগ বা চর্মরোগ হয়। ঠান্ডা, ভেজা বর্ষাকালের জলহাওয়া গায়ে লেগে বা হঠাৎ আবহাওয়া ঠান্ডা থেকে গরম হয়ে উঠলে (ব্রায়ো), রোগলক্ষণ দেখা দেয় বা বেড়ে যায়। ঠান্ডা লেগে ঘাম বসে গিয়ে শ্লৈষ্মিক ঝিল্লী হতে স্রাব বেড়ে যায় (যেমন সর্দিকাশি, চোখে পিঁচুটি বা আমাশয় ইত্যাদি)। যারা ঠান্ডা মেঝেতে বা দুগ্ধপ্রকল্পে বাস করে বা কাজ করে তাদের অসুখে উপযোগী (এরানিয়া, আর্স, নেট-সালফ)। মানসিক বিশৃঙ্খলা, মনের ভাব প্রকাশ করতে উপযুক্ত শব্দ খুঁজে পায় না । গায়ের চামড়া কোমল, ঠান্ডা অসহ্য, চর্মোদ্ভেদ বিশেষ করে আমবাত হওয়ার প্রবণতা থাকে, যতবার-ই তার সর্দি হয় ও গায়ে ঠান্ডা লাগায় ততবারই ঐ চর্মোদ্ভেদ দেখা দেয়। কাঁপুনী দিয়ে জ্বর, বাত ও স্কারলেট জ্বর হয়ে সারা দেহে ভয়ঙ্কর শোথরোগ বা ফুলে যায়। ঘাম বন্ধ হয়ে, চর্মোদ্ভেদ চাপা পড়ে বা ঠান্ডা লেগে সর্বাঙ্গীন সাধারণ শোথ হলে ব্যবহার্য । উদরাময় — ভিজে জায়গায় থেকে ঠান্ডা লেগে, ভেজা কুয়াসা পূর্ণ আবহাওয়ায়, গরম আবহাওয়া পরিবর্তিত হয়ে ঠান্ডা হলে দেখা দেয় (ব্রায়ো)। যুবকদের বা উঠতি বয়সের বালকদের সর্দি হয়ে প্রস্রাব কমে যাওয়া প্রস্রাব দুধের মত সাদা, ঠান্ডা জলে খালি পায়ে হাটার ফলে ঐরূপ প্রস্রাব; অসারে স্রাব হয়। ঋতুস্রাবের আগে গায়ে উদ্ভেদ দেখা দেয় (কোনি) [ঋতুস্রাব বেশী হলে উদ্ভেদ বার হয় = বেল, গ্রাফাই] । সর্বাঙ্গে আমবাত বার হয়, জ্বর থাকে না, চুলকানি থাকে, চুলকালে জ্বালা করে, গরমে বাড়ে ঠান্ডায় কমে । মাথার চামড়ায়, মুখে, কপালে, টেম্পলে, (কানের লাতির ঠিক ওপরে), চিবুকে ঘন বাদামী হলদে রঙের মামড়ি পড়ে-মামড়ির ধারগুলো লালচে, চুলকালে রক্ত বার হয় । মুখে, হাতের উল্টো পিঠে, হাতের আঙুলে বড়, মসৃণ, মাংসল আঁচিল দেখা যায় (থুজা) । সম্বন্ধ — ব্যারাইটা-কার্ব ও কেলি-সালফের অনুপূরক ।এসেটিক-এ্যাসিড, বেল ও ল্যাকের সাথে শত্রু সম্বন্ধ। এদের আগে বা পরে ব্যবহার সমীচিন নয় । ক্যালকেরিয়া, ব্রায়ো, লাইকো, রাস-ট, সিপিয়ার পর ভাল খাটে । সমগুণ – লালাস্রাব, গ্রন্থি ফুলে যাওয়া, ব্রঙ্কাইটিস, উদরাময় আবহাওয়ার পরিবর্তনে অসুস্থ হওয়া ও রাতে ব্যথা বেদনা বেড়ে যাওয়া লক্ষণে মার্ক এর সদৃশ । কেলি-সালফ এর সদৃশ কারণ এ ওষুধ রাসায়নিক সদৃশ। পারদের কুফল বা অপব্যবহারে এই ওষুধ ব্যবহৃত হয়। বৃদ্ধি — সাধারণভাবে ঠান্ডায়, ঠান্ডা বাতাসে, ঠান্ডা ভেজা জলহাওয়ায়, ঋতুস্রাবে, চর্মোদ্ভেদ ও ঘাম বন্ধ হলে রোগ লক্ষণ বেড়ে যায় । উপশম – হাটাচলায় (ফেরাম, রাস-ট)। শক্তি — ৬, ৩০, ২০০ । |