উদরের কলিক ব্যথা পিছনের দিকে বাকা হলে বা সোজা হয়ে দাঁড়ালে উপশম, |
তীক্ষ্ণ, কেটে ফেলার মত, মোচড়ান, খামচান অথবা যাঁতায় পেষার মত বেদনা, ব্যথা বিভিন্ন দিকে ছুটে যায় বা ছড়িয়ে পড়ে, ব্যথা থেকে থেকে হয়, ব্যথার স্থান পরিবর্তন করে। |
কলিজায় ব্যথা আরম্ভ হয়ে ডান স্তনের বোঁটায় ছুটে যায়। |
ঘাড়ে ভীষন ব্যথা, নড়াচড়ায় উপশম। |
হ্রদপিন্ডের ব্যথা উভয় বাহুতে ছড়িয়ে পড়ে, এনজাইনা পেক্টোরিসের সহিত পেট ফাঁপা। যুবক বা বৃদ্ধ যাদের হজমশক্তি দুর্বল তাদের পক্ষে উপযোগী। দিনের খাওয়া খেলে বা কোন কিছু খেলে বিশেষতঃ যারা চা খায় তাদের পেটে বায়ু জমে। তাদের পেটে ভয়ানক শূলবেদনা হয় তাদের পক্ষে উপযোগী । তলপেটে নাভীর চারপাশে খামচানো মত ব্যথা । পেটে ভয়ানক মোচড় দেওয়া ব্যথা, নির্দিষ্ট সময় বাদে বাদে উপস্থিত হয় যেন কোন শক্ত হাত দিয়ে চেপে ধরে মুচড়ে দিচ্ছে এমন অনুভূতি হয়। পেটে শূলব্যথা— সামনে ঝুঁকলে বা শুলে বেড়ে যায়; সোজা হয়ে দাঁড়ালে বা পিছনে ঝুঁকলে ঐ ব্যথা কমে (কলোসিন্থের বিপরীত)। নিদ্রিত অবস্থায় শুক্রপাত; সারারাত স্ত্রীলোক সম্পর্কীয় রমনীয় স্বপ্ন দেখে (ষ্ট্যাফি); হাঁটু দুর্বল, জননেন্দ্রিয় শীতল, অত্যন্ত হতাশাগ্রস্ত (ষ্ট্যাফি)। আঙ্গুলহাড়া- প্রথম অবস্থায় যখন ব্যথা তীব্র ও বিরক্তি কর, যখন খোঁচামারা বেদনা প্রথম অবস্থায় বোঝা যায় তখন ব্যবহার্য; নখ ভঙ্গুর । নখকুনি হওয়ার প্রবণতা (হিপার)। সম্বন্ধ—তুলনীয় — কলোসি, ফস, পডো, রাস-ট, সাইলি। বৃদ্ধি — শুলে, বসলে, দু-ভাজ হয়ে সামনে ঝুঁকলে । উপশম — চলাফেরায়, হাঁটাচলাতে কষ্ট তবুও ক্লান্ত হয়েও হেঁটে চলে বেড়াতে বাধ্য হয়। শক্তি – ৩, ৬, ৩০। |