হৃৎপিন্ডের রোগজনিত কাশি, দ্বিপ্রহর রাত্রে কাশি হয়। |
রোগীর মনে হয় নড়লেই হৃৎপিন্ডের ক্রিয়া বন্ধ হয়ে যাবে, নাড়ী অত্যন্ত মৃদু ও সবিরাম। |
লিভার বড়, টাটানি ও বেদনাযুক্ত, জণ্ডিস হওয়ার প্রবণতা। |
সাদা লেইয়ের মত মল। |
রাত্রে ঘুমানোর উপক্রমে দমবন্ধ হয়ে আসে। |
পাকস্থলীতে অত্যন্ত খালি খালি অনুভূত হয়। |
প্রোস্টেট গ্ল্যান্ড (Prostate gland) বড়। রজোনিবৃত্তি সমস্ত হঠাৎ চোখেমুখে যেন আগুনের হলকা বয়—তারপর অত্যন্ত স্নায়বিক দুর্বলতা ও অনিয়মিত নাড়ী একবার চলে আবার বন্ধ হয়—এই অবস্থা সামান্য নড়াচড়ায় বেড়ে যায়—এই অবস্থাপ্রাপ্ত মহিলাদের ক্ষেত্রে উপযোগী । হৃৎপিন্ডের ভালবের অসুখ নেই অথচ হৃৎপিন্ড দুর্বল। নড়াচড়া করলে হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাবে এই অনুভূতি (কোকেন)। নিড়াচড়া না করলে হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাবে এই ভীতি থাকে— জেলা পাকস্থলীতে খালি খালি বোধ, দুর্বলতা, অত্যন্ত অবসন্নতা, মরতে চলেছে—মনে করে। রাতে স্বপ্নদোষ ঐ সাথে যৌনমিলনের পর জননাঙ্গে ভীষণ দুর্বলতা বোধ হয়। বুকে ভীষণ দুর্বলতা কথা বলতেও কষ্ট হয় (স্ট্যানাম)। মল – হালকা, ছাইরঙের মলত্যাগের দেরী, খড়িমাটির মত (চেলিডো, পডো); সাদা (ক্যাল্ক, চায়না); তরল মল যেন পাইপ ফুটো হয়ে গেছে, আপনা হতেই বেরিয়ে আসে । নাড়ী — পূর্ণ, অনিয়মিত, ধীর গতি, দুর্বল, প্রতি তৃতীয়, পঞ্চম ও সপ্তম স্পন্দন বাদ পড়ে যায়। মুখ ফ্যাকাসে, মৃতবৎ, নীলচে লালবর্ণ। গায়ের চামড়া, চোখের পাতা, ঠোট, জিব নীলবর্ণ, সায়ানোসিস। চোখের পাতা, কান ঠোট ও জিব-এর শিরা ফুলে যায়। থেমে থেমে শ্বাসপ্রশ্বাস নেয়, শ্বাসপ্রশ্বাসে কষ্ট হয়, মাঝে মাঝে গভীর দীর্ঘনিশ্বাস ফেলে। হাতের আঙুলে মাঝে মাঝেই ও সহজেই ঝিঁঝিঁ লাগে। শোথ — স্কারলেট জ্বরে পরে, প্রস্রাবে এলবুমেনযুক্ত রোগে (Bright’s Disease) মূত্র বন্ধ হয়ে দেহের ভেতর ও বাইরে শোথরোগ সাথে মূর্চ্ছা ও হৃৎপিন্ডের যান্ত্রিক গোলযোগ থাকে, (জরায়ুস্থানে ঘায়ের মত ব্যথায় = কনভ্যালেরিয়া)। বিছানায় শোয়া অবস্থা থেকে উঠিয়ে বসালে হৃৎপিন্ডের সাংঘাতিক অবসন্নতা (Syncope) দেখা দিতে পারে। সম্বন্ধ – চায়না, ডিজিটালিসের সরাসরি ক্রিয়ার দোষনাশক ও উদ্বেগ বাড়িয়ে দেয়। বৃদ্ধি — বসলে, বিশেষতঃ সোজা হয়ে বসলে ও হাঁটাচলায় বা নড়াচড়ায় বাড়ে । শক্তি – ৩, ৬, ৩০। Dropsy = ড্রপসি—শোথ। সমস্ত দেহে, হাত পা, মুখ, পেট, চোখ ইত্যাদি সাধারণভাবে (Generalised Oedema) ফুলে যায়। শরীরে সমস্ত টিস্যুতে অত্যধিক পরিমাণে জলীয় পদার্থ জমা হয়। কারণ— ক্যাপিলারীর মধ্যে তরল পদার্থ অতিরিক্ত চলাচলে, Vein অবরুদ্ধ হয়ে বা হার্ট ফেলিওর হয়ে ক্যাপিলারীতে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়ে; Lymph channel বন্ধ হয়ে; Kidney কর্মক্ষমতা হারিয়ে ফেললে, রক্তে Plasma Protein কম হয়ে গিয়ে; প্রদাহযুক্ত অসুখ হলে; শরীরে তরল ও ইলেকট্রোলাইট Balance নষ্ট হয়ে বিশেষতঃ Sodium অতিরিক্ত জমে গিয়ে, অপুষ্টিজনিত কারণে; শরীরে রাসায়নিক পদার্থ যেমন ব্যাকটেরিয়া জাত বিষ, সর্পবিষ, Alkali ও Histamine প্রবেশ করে ঐ অবস্থা সৃষ্টি করে। Anasarca = Dropsy-র চরম অবস্থা (এনাসারকা)। [Bright’s Disease = ব্রাইটস ডিজিজ—কিডনীর অসুখ বর্তমানে এই নাম প্রচলিত নয়। সাধারণতঃ যে অসুখে কিডনীতে পুঁজ উৎপত্তি হয় না বিশেষতঃ প্রস্রাবে প্রোটিন (Proteinuria) ও রক্ত (Hematuria), সাথে, সাথে রক্তচাপ বৃদ্ধি ও রক্তে Nitrogen-এর পরিমাণ বেড়ে যায়। প্রস্রাবে Albumen বার হয়। ব্রিটিশ চিকিৎসক Richard Bright-এর আবিষ্কর্তা। [Syncope = সিনকোপ—মস্তিষ্কে রক্ত সরবরাহ কমে গিয়ে জ্ঞান হারায়।] |