কপালে বা চক্ষুকোটরে চাপবৎ বেদনা। |
অন্ননালীতে জ্বালা, অন্ত্রে পানি পড়ার মত কল কল শব্দ। |
চর্ম লাল, চর্মে ভয়ানক চুলকানি ও জ্বালা কিন্তু জোরে চুলকানো সহ্য হয় না, সামান্য চুলকালে বা ঘষলেই চুলকানির উপশম। |
রোগ নিচ হতে উপরের দিকে উঠে। |
কাশতে কাশতে দম বন্ধ হয়ে আসে, শুলেই কাশি হয়, সে জন্য কোন উঁচু জিনিসে ঠেসান দিয়ে বসে থাকে। অন্ত্রের শ্লৈষ্মিক ঝিল্লী আক্রান্ত হয়ে রক্তের সমস্ত জলীয় অংশ বেরিয়ে আসে তা থেকে প্রচুর পরিমাণে জলের মত উদরাময় হয় (ভিরেট্রাম) আবার সারা দেহে তরুণ একজিমা সৃষ্টি করে (রাস-ট)। বন্দুকের গুলি ছোঁড়ার মত মল ছিটকে বার হয় (গ্যাম্বোজ); যেইমাত্র খায় বা পান করে বা খেতে বসলেই জলের মত, হলদে মলত্যাগ করে ।অনবরত মলত্যাগ বেগ—তারপরই হঠাৎ মলত্যাগ—রেকটাম হতে মল ছিটকে বেরিয়ে আসে (গ্যাম্বো, গ্র্যাটি, পড়ো, থুজা)। মলত্যাগের আগে তন্ত্রমধ্যে জলের মত কলকল করে আওয়াজ হয় (মলত্যাগের আগে গুড়গুড় করে ডাকে—এলোজ) । শিশুকে স্তনদানের সময় স্তন হতে স্ক্যাপুলা অবধি বুকের মধ্যে টেনে ধরা মত ব্যথা, স্তনের বোটায় ভীষণ ব্যথা । দেহের চামড়ায় অত্যন্ত চুলকানি, এত ব্যথা যে চুলকাতে পারে না, ধীরে ধীরে হাত বুলালে উপশম-সারা শরীরে একজিমা। স্ত্রী-পুরুষ উভয়েরই যৌনাঙ্গে ভীষণ চুলকানি (রাস-ট)। পুংজননেন্দ্রিয়ে ফুস্কুড়িমত চুলকানি—ঐতে ব্যথা ও ক্ষতবোধ এত বেশী যে চুলকান যায় না। কাশি – বালিশে মাথা রাখামাত্র কাশির আবেশ, শরীর ঝেঁকে ওঠে, শ্বাস বন্ধ হয়-ঘরের মধ্যে হেঁটে বেড়াতে বাধ্য হয় বা চেয়ারে বসে ঘুমায়। সম্বন্ধ – শিশুদের বহুদিনের পুরান উদরাময়ে কেলি-ব্রোম, ফস্-এর সাথে স্তন্যদানকালে স্তনবৃন্ত হতে পিঠ অবধি ব্যথায় সাইলিশিয়ার সাথে তুলনীয় । বৃদ্ধি – উদরাময় নড়াচাড়ায়, কিছু পান করলে, খাওয়ার সময় বা স্তনদানের সময় বাড়ে। (আর্জ-না; আর্স); সামান্য কিছু খেলে বা পান করলে বাড়ে । শক্তি – ৩, ৬, ৩০। |