ভয়ানক শূল বেদনা, খামচান, কেটে ফেলার মত বেদনা, বেদনায় রোগী দ্বিভাঁজ হয়ে যায়, যন্ত্রণায় রোগীর মুখ পাংশু হয়ে যায়। |
শরীরের বাহিরে ও ভিতরে আকুঞ্চন ও সঙ্কোচন অনুভূতি। |
উরুদেশে বেদনা, হাঁটার সময় মনে হয় নিতম্বের পেশী ছোট হয়ে গেছে। |
ব্যথার প্রথম অবস্থায় চাপ দিলে উপশম, কিন্তু ব্যথা অনেক দিন থাকার পর সামান্য চাপ দিলে অসহ্য লাগে। তলপেটে যন্ত্রণায় ভীষণ কষ্ট পায়, যন্ত্রণায় শরীর ভাঁজ করে ফেলে সাথে অস্থিরতা, মোচড়ানি, উপশমের জন্য বিছনায় এপাশ ওপাশ করতে থাকে। ঐ ব্যথা জোরে চাপলে কমে (গরম সেঁক দিলে কমে—ম্যাগ-ফ) আহার ও পান করলে ব্যথা বেড়ে যায় রোগী সামনে কুঁকড়ে যেতে বাধ্য হয় (ম্যাগ-ফ), কুঁকড়ে ভাঁজ হলে বাড়ে—ডায়স্কোরিয়া মানসিক দুঃখে ঋতুস্রাব বন্ধ সাথে শূলব্যথা। মেজাজ অত্যন্ত খিটখিটে, অধৈৰ্য্য প্রশ্ন করলে রেগে যায় বা অপমানিত হয় । মেজাজ ক্রুদ্ধ, হাত থেকে জিনিষপত্র ছুঁড়ে ফেলে দেয়। অপমান বোধ সহ রাগ হতে অসুখ-বিসুখ—শূলব্যথা, বমি, উদরাময় ও ঋতু বন্ধ হওয়া (ক্যামো, ষ্ট্যাফি)। মাথাঘোরা — তাড়াতাড়ি মাথা একদিক থেকে অন্যদিকে ঘুরালে। বিশেষতঃ- বাঁদিকে, যেন পড়ে যাবে, উত্তেজক কিছু খেলে মাথাঘোরাতে থাকে। সায়টিকা—নিতম্বে খিচে ধরার মত ব্যথা যেন নিতম্ব সাঁড়াশি দিয়ে চেপে ধরা আছে। আক্রান্ত দিক চেপে শোয়। বিদ্যুতের মত চিড়িকমার ব্যথা, ঐ ব্যথা সারা অঙ্গে, বা নিতম্ব, বা উরু বা হাঁটু, হাঁটুর পেছনে পেশী অবধি ছড়িয়ে পড়ে । সম্বন্ধ – অত্যন্ত কোঁথানিযুক্ত আমাশয়ে মার্কারির অনুপূরক। তুলনীয় — ডান সায়াটিক নার্ভ দিয়ে, বর্শা বেঁধানো মত, কেটে ফেলা মত ব্যথা ডান নিতম্ব সন্ধি হতে পা অবধি যায় এই লক্ষণে ন্যাফেলিয়ামের তুল্য। রাগ করা থেকে, অপমান চেপে রেখে, শোক দুঃখ চাপা রাখার কুফলে ডিম্বকোষ সংক্রান্ত বা অন্য অসুখে ষ্ট্যাফিসেগ্রিয়ার সাথে তুলনীয়। বৃদ্ধি — ক্রোধে, অপমানে, অপরের দোষে বিরক্তিতে (ষ্ট্যাফিস, লাইকো), পনির খেলে শূলব্যথা বাড়ে । উপশম — শরীর কুঁকড়ে দুভাজ করলে, জোরে চাপ দিলে । শক্তি – ৬, ৩০, ২০০। Sciatica = সায়েটিকা – সায়েটিকা নার্ভ-এর ব্যথা বা যন্ত্রণা। যন্ত্রণা অসহ্য, ব্যথা কোমর হতে শুরু হয় উরুর পেছন দিয়ে হাঁটুর নীচে পায়ের মাঝ দিয়ে পায়ের গোড়ালী অবধি নামে। হঠাৎ বা ধীরে ধীরে এক রকম তীব্র চিড়িক মারা ব্যথা প্রচন্ডভাবে বেড়ে যায় ব্যথা সমানভাবে হয় কখনও কোন বিশেষ অংশে বেশী অনুভব করা যায়। অসাড়ভাব ও চিনচিন করা ব্যথা থাকে। ছোঁয়া লাগান যায় না। কারণ — A) সায়াটিক নার্ভ বা ঐ গোড়াতে চাপ বা আঘাত লেগে হতে পারে, মেরুদন্ডের হাড়ের সন্ধি স্থান ক্ষয়ে গিয়ে ঐ নার্ভ-এর চাপ লেগে। (B) শরীর বিষাক্ত হয়ে, সংক্রামক রোগ হতে সায়াটিক নার্ভ-এর প্রদাহ হয়ে। (C) অন্য কোন অঙ্গের ব্যথা সায়াটিক নার্ভ অবধি ছড়িয়ে পড়লে হতে পারে। সুচিকিৎসায় এ রোগ সারে । |