কোষ্ঠবদ্ধতা, মলদ্বারের ভিতরে যেন ক্ষুদ্র ক্ষুদ্র কাঠি পোরা আছে এরূপ মনে হয়। |
যখন অর্শের রক্তস্রাব হয় তখন হৃৎপিন্ডের অসুস্থতা থাকে না, আবার যখন রক্তস্রাব বন্ধ থাকে তখন হৃৎপিন্ডের অসুস্থতা বাড়ে। |
অর্শ, কোষ্ঠকাঠিন্য ও বেদনা যুক্ত ঋতুস্রাবের কারণে পেলভিক অর্গানে রক্তাধিক্য। (পেলভিক) বস্তিদেশে ও যকৃৎ-এ রক্তবাহী শিরাতে রক্ত জমে গিয়ে রজঃকষ্ট ও অর্শরোগ হলে প্রযোজ্য । বস্তিদেশের যন্ত্র সমূহে (জরায়ু, ডিম্বাশয়, ফ্যালোপিয়ন টিউব, মূত্রনালী) রক্তজমা হয়ে অর্শরোগ বিশেষতঃ গর্ভাবস্থার শেষ মাসে দেখা দিলে এ ওষুধ প্রযোজ্য । হৃদরোগ হয়ে শোথ হলে উপযোগী। বুক ধড়ফড় করা—বিশেষতঃ যারা অর্শ ও অজীর্ণরোগে ভোগে, হৃৎপিন্ডের গতি দ্রুত কিন্তু দুর্বল । * হৃৎরোগ কমলে পুরান অর্শরোগ ফিরে আসে বা ঋতু বন্ধ হয়। পুরান, যন্ত্রণাদায়ক রক্তস্রাবী অর্শরোগ মনে হয় রেক্টামে কাঠি বা বালি বা কাকর ঢোকানো আছে (ইস্কুলাস) অর্শরোগ সাথে আমাশয় ও কোঁথানি থাকে। একবার কোষ্ঠবদ্ধতা আরেকবার উদরাময়, রক্ত জমা হয়ে ডিসেন্ডিং কোলন বা রেকটামের কার্যক্ষমতা (পেরিষ্টালটিক মোশন) লোপ পায়—মল বার হতে চায় না, শক্ত মল কষ্টে বার হয় ঐসাথে রেকটামে যন্ত্রণা ও পেটে প্রচুর বায়ু জমে । গর্ভাবস্থায় অর্শরোগ ও সেখানে চুলকায় শুতে পারে না। সম্বন্ধ – হৃদরোগে যেখানে অর্শরোগও থাকে সেক্ষেত্রে ক্যাকটাস, ডিজিটা ও অন্য ওষুধ বিফল হলে এ ওষুধ চিন্তা করা উচিৎ। শূলব্যথায় কলোসি, নাক্স বিফল হলে এ ওষুধ সারিয়েছে। তুলনীয় – ইস্কুলাস, এলোজ, ক্যামো, নাক্স-ভ, সালফ। বৃদ্ধি – সামান্য মানসিক আবেগ ও উত্তেজনায় বেড়ে যায় (আর্জ-নাই)। শক্তি — (ɵ), ৩x, ৩, ২০০। |