মন ও ইন্দ্রিয় সকলের প্রখরতা ও উত্তেজিত অবস্থা, দৃষ্টিশক্তির উন্নতি, খুব ছোট লেখাও পড়তে পারে, শ্রবণশক্তি প্রখর, সেজন্য সামান্য শব্দ অসহ্য, ঘ্রানশক্তি প্রবল। |
সামান্য বেদনা এত অসহ্য অনুভূত হয় যে রোগী বেদনায় হতাশ হয়ে পড়ে ও ক্রন্দন করে। |
অত্যধিক মানসিক ও শারীরিক উত্তেজনার জন্য রোগী ঘুমাতে পারে না। লম্বা, রোগা, সামনের দিকে ঝুঁকে হাঁটে, রঙ কাল, রক্ত ও পিত্তপ্রধান এমন লোকেদের অসুখে উপযোগী। অতি উত্তেজনা প্রবণতা = দর্শন, শ্রবণ, আস্বাদ, অঘ্রান ও ছোঁয়া সব ইন্দ্রিয় শক্তি প্রখর হয়ে ওঠে (বেল, ক্যামো, ওপি) দেহ ও মন অস্বাভাবিক অত্যধিক কর্মচঞ্চল। নানারকম চিন্তা, চিন্তা করা মাত্র তা শেষ করে উঠতে চায়—এজন্য ঘুম হয় না। আকস্মিক উত্তেজনা বা আনন্দদায়ক বিস্ময়পূর্ণ কোন ঘটনা বশতঃ রোগ এর সৃষ্টি (কষ্টি), উত্তেজনাপূর্ণ বা খারাপ সংবাদে—জেল আনন্দে কাঁদতে থাকে, একবার হাসে একবার কাঁদে । সব ব্যথাই বেশী বলে মনে হয়, বেদনা অসহ্য তাকে প্রায় পাগল করে তোলে, হতাশ হয়ে পড়ে (একোন, ক্যামো); যন্ত্রণায় এপাশ ওপাশ করতে থাকে। ঘুম হয় না, জেগেই থাকে, চোখ বন্ধ করা অসম্ভব; তা থেকে মানসিক ও শারীরিক উত্তেজনা (জরায়ু বার হয়ে পড়া, জরায়ুর প্রদাহ ও ঋতুনিবৃত্তি কালে নিদ্রাহীনতায় সিনিসিও-এর সাথে তুলনীয়)। মাথাযন্ত্রণা – বেশী মানসিক পরিশ্রমে, বেশী চিন্তা করা বা বেশী কথা বলা হতে, মাথার একদিকে যন্ত্রণা। অনুভূতি—যেন পেরেক বেধানো হচ্ছে (ইগ্নে, নাক্স-ভ), মস্তিষ্ক যেন ছিড়ে টুকরো টুকরো করা হচ্ছে, খোলা হাওয়ায় মাথাযন্ত্রণা বাড়ে। খুব তাড়াতাড়ি খায় ও জল পান করে (বেল, হিপার) । দাঁত ব্যথা – থেমে থেমে হয়, শরীর যেন ব্যথায় ঝাঁকি মারে। মুখে ঠান্ডা জল রাখলে উপশম কিন্তু জল গরম হলেই আবার ব্যথা হতে থাকে (বিসমাথ, ব্রায়ো, পালস্, কষ্টি, সিপিয়া, ন্যাট-সা)। সম্বন্ধ-তুলনীয়— একোন, ক্যামো, ইগ্নে, সালফ। শত্রু সম্বন্ধ — ক্যান্থা, কষ্টি, কক্কু, ইগ্নে। বৃদ্ধি – হঠাৎ মানসিক উত্তেজনায়, অত্যধিক আনন্দে, খোলা ঠান্ডা বাতাসে, মাদক জাতীয় ওষুধে । শক্তি — ৬, ৩০, ২০০। |