কোমরে ভয়ানক ব্যথা, বসে থাকলে বৃদ্ধি, কিন্তু উঠে দাঁড়ালে, চলাফেরা করলে ও শুয়ে থাকলে উপশম। |
প্রায়ই সপ্নদোষ হয়, লিঙ্গোচ্ছ্বাস না হয়েও স্বপ্নদোষ হয়। |
স্বপ্নদোষের পর পা দুর্বল অনুভূত হয় ও কোমরে ব্যথা হয়। |
মূত্রে তীব্র ঝাঁঝাল গন্ধ। |
খোলা বাতাস লাগলে চোখ দিয়ে পানি পড়ে। মেরুদন্ড সম্বন্ধীয় স্নায়ু দৌর্বল্যে এই ঔষধ ভালো কাজ দেয়। যৌন সম্পর্কিত গোলযোগ। ক্লান্তি, উত্তেজনা ও অস্থির বেদনা, সকালে বৃদ্ধি। মন – সকল প্রকার মানসিক উত্তেজনায় রোগীর কষ্টবৃদ্ধি পায়। অবিরাম মানসিক জ্বরের বিপরীত ধর্মী পরিবর্তন। মাথা – কনকনানি, মাথা সামনের দিকে ঝোঁকালে বৃদ্ধি। ঘনচুলযুক্ত মাথার চামড়ায় ও দাড়িতে চুলকানি। দাঁত দাঁতগুলি আকারে বড়ো হয়ে যাচ্ছে, এই জাতীয় অনুভূতি। দাঁতের যন্ত্রণা। জিহ্বায় আড়াআড়িভাবে ফাটা সমূহ। জিহ্বা সাদা লেপ যুক্ত এন্টিম কড। উদর – যকৃৎ স্থানে তীর বিদ্ভবৎ বেদনা। প্লীহার বেদনা। সরলান্ত্র – মলদ্বার দিয়ে অবিরাম ফোঁটা-ফোঁটা রক্ত পড়ে, কিন্তু মলের সঙ্গে রক্ত থাকে না। পুরুষের রোগ — ডানদিকের অন্ত্রে বেদনা; প্রস্রাবের পর ভালো বোধ। লিঙ্গোদ্রেক ব্যাতিরেকে বীর্যপাত। ধবজ ভঙ্গ। কোমর প্রদেশ স্থানে পিঠের যন্ত্রণা, ও পা গুলির দুর্বলতা। কামোত্তেজনা স্বপ্ন। প্রস্রাবলীর শেষপ্রান্তে বেদনা; সবুজবর্ণের স্রাব; যৌনাঙ্গে ও উদরে বাদামী রঙের ছোপ। পিঠ – পিঠে ও ত্রিকাস্থি স্থানে বেদনা; বসে থাকলে বৃদ্ধি; হাঁটাচলায় অথবা শুয়ে থাকলে উপশম। বীর্যপাতের পরে পাদুটির দুর্বলতা ও পিঠের বেদনা। অঙ্গ–প্রত্যঙ্গ– কজির সন্ধিতে কনকনানি। যকৃৎ থেকে উরুস্থান পর্যন্ত তীরবিদ্ধবৎ বেদনা। হাঁটুদ্বয়ের দুর্বলতা। অঙ্গগুলির কম্পন। পাগুলির ঝিনঝিনি। পা গুলির ঘাম, বিশেষ করে পায়ের দুটি আঙ্গুলের মধ্যবর্তী স্থানে। ঘুম — ক্লান্তি দূর হয় না এইরূপ ঘুম; কমোত্তেজনা হয় স্বপ্নের জন্য ঘুমের ব্যাঘাত। চামড়া — শুষ্ক ও ফুসকুড়িযুক্ত। পাছা, চিবুক ও মাথার চামড়ায় ঘন চুলযুক্ত অংশের ফুসকুড়িসমূহ। সম্বন্ধ – তুলনীয় ক্যানাবিস ইন্ডিকা, সিপিয়া, সিঙ্কোনা, এঘনাস, সেলেনিয়াম। শক্তি – ৬ষ্ট থেকে ৩০ শক্তি। |