কোবাল্টাম মেটালিকাম COBALTUM METALLICUM [Cob] - Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

ফোনে অর্ডার দিতে: 01720000039 অর্ডার করার জন্য প্রোডাক্ট কোডটি লিখে কল বা SMS, Whatsapp, IMO করুন. সারা বাংলাদেশ কুরিয়ারে ডেলিভারি । Ginseng Alkushi Ashwagandha জিনসিং আলকুশি, অশ্বগন্ধা শিমুল

SUBTOTAL :
কোবাল্টাম মেটালিকাম COBALTUM METALLICUM [Cob]

কোবাল্টাম মেটালিকাম COBALTUM METALLICUM [Cob]

Short Description:

Product Description



কোমরে ভয়ানক ব্যথা, বসে থাকলে বৃদ্ধি, কিন্তু উঠে দাঁড়ালে, চলাফেরা করলে ও শুয়ে থাকলে উপশম।
প্রায়ই সপ্নদোষ হয়, লিঙ্গোচ্ছ্বাস না হয়েও স্বপ্নদোষ হয়।
স্বপ্নদোষের পর পা দুর্বল অনুভূত হয় ও কোমরে ব্যথা হয়।
মূত্রে তীব্র ঝাঁঝাল গন্ধ।
খোলা বাতাস লাগলে চোখ দিয়ে পানি পড়ে।

মেরুদন্ড সম্বন্ধীয় স্নায়ু দৌর্বল্যে এই ঔষধ ভালো কাজ দেয়। যৌন সম্পর্কিত গোলযোগ। ক্লান্তি, উত্তেজনা ও অস্থির বেদনা, সকালে বৃদ্ধি।

মন সকল প্রকার মানসিক উত্তেজনায় রোগীর কষ্টবৃদ্ধি পায়। অবিরাম মানসিক জ্বরের বিপরীত ধর্মী পরিবর্তন।

মাথা কনকনানি, মাথা সামনের দিকে ঝোঁকালে বৃদ্ধি। ঘনচুলযুক্ত মাথার চামড়ায় ও দাড়িতে চুলকানি।

দাঁত দাঁতগুলি আকারে বড়ো হয়ে যাচ্ছে, এই জাতীয় অনুভূতি। দাঁতের যন্ত্রণা। জিহ্বায় আড়াআড়িভাবে ফাটা সমূহ। জিহ্বা সাদা লেপ যুক্ত এন্টিম কড।

উদর যকৃৎ স্থানে তীর বিদ্ভবৎ বেদনা। প্লীহার বেদনা।

সরলান্ত্র মলদ্বার দিয়ে অবিরাম ফোঁটা-ফোঁটা রক্ত পড়ে, কিন্তু মলের সঙ্গে রক্ত থাকে না।

পুরুষের রোগ ডানদিকের অন্ত্রে বেদনা; প্রস্রাবের পর ভালো বোধ। লিঙ্গোদ্রেক ব্যাতিরেকে বীর্যপাত। ধবজ ভঙ্গ। কোমর প্রদেশ স্থানে পিঠের যন্ত্রণা, ও পা গুলির দুর্বলতা। কামোত্তেজনা স্বপ্ন। প্রস্রাবলীর শেষপ্রান্তে বেদনা; সবুজবর্ণের স্রাব; যৌনাঙ্গে ও উদরে বাদামী রঙের ছোপ।

পিঠ পিঠে ও ত্রিকাস্থি স্থানে বেদনা; বসে থাকলে বৃদ্ধি; হাঁটাচলায় অথবা শুয়ে থাকলে উপশম। বীর্যপাতের পরে পাদুটির দুর্বলতা ও পিঠের বেদনা।

অঙ্গপ্রত্যঙ্গ কজির সন্ধিতে কনকনানি। যকৃৎ থেকে উরুস্থান পর্যন্ত তীরবিদ্ধবৎ বেদনা। হাঁটুদ্বয়ের দুর্বলতা। অঙ্গগুলির কম্পন। পাগুলির ঝিনঝিনি। পা গুলির ঘাম, বিশেষ করে পায়ের দুটি আঙ্গুলের মধ্যবর্তী স্থানে।

ঘুম ক্লান্তি দূর হয় না এইরূপ ঘুম; কমোত্তেজনা হয় স্বপ্নের জন্য ঘুমের ব্যাঘাত।

চামড়া শুষ্ক ও ফুসকুড়িযুক্ত। পাছা, চিবুক ও মাথার চামড়ায় ঘন চুলযুক্ত অংশের ফুসকুড়িসমূহ।

সম্বন্ধ তুলনীয় ক্যানাবিস ইন্ডিকা, সিপিয়া, সিঙ্কোনা, এঘনাস, সেলেনিয়াম।

শক্তি ৬ষ্ট থেকে ৩০ শক্তি।