একা থাকতে ভয়, আবার লোকজনের নিকট যেতেও ভয়। |
রাসটক্সের মত শরীরের নানাস্থানে ফুস্কুড়ি উঠে, চুলকায় ও হুলফোটার মত ব্যথা হয় এবং উহার ভিতর সুড়সুড় করে। |
কুঁচকির গ্রন্থি ফোলে ও প্রদাহযুক্ত। |
মূত্রথলী হতে সমস্ত মূত্র বের করতে পারে না। |
ঠান্ডা বাতাস নিশ্বাসের সাথে গ্রহণ করলে কিছুক্ষণের জন্য দাঁতের ব্যথা উপসম হয়। গন্ডমালা দোষ যুক্ত, বাতরোগ যুক্ত, গণোরিয়া ও সিফিলিস রোগ যুক্ত রোগী। বিশেষকরে চামড়া, গ্রন্থিসমূহও জননেন্দ্রিয় ও প্রস্রাব সম্বন্ধীয় যন্ত্র, বিশেষ করে অন্ডদ্বয়ের উপর কাজ করে। বাধাপ্রাপ্ত ঘুম ও শরীরের বিভিন্ন অংশের স্নায়শূলের উপর ভালো কাজ দায়ক একটি ঔষধ বিশেষ। এই ঔষধের বেশির ভাগ যন্ত্রণা ঘামে উপশম হয়। পেশী শিথিল অথবা পেশীর নর্তন। অত্যধিক শীর্ণ। প্রচন্ড ঝিমুনিভাব। সমগ্র শরীরের স্পন্দন অনুভূত হয়। মাথা – রগের উপর যেন ছিদ্র করা হচ্ছে এই জাতীয় যন্ত্রণা। বিভ্রাভি কর অনুভূতি; মুক্ত বাতাসে উপশম। মাথার পিছনের অংশে, চুলের গোড়ায় উদ্ভেদ, উদ্ভেদ পুঁজযুক্ত, অনুভূতি প্রবণ ও চুলকায়। চোখ – চোখের ভিতর উত্তাপ এবং বাতাসে অনুভূতি প্রবণ; চোখ বন্ধকরে থাকতে বাধ্য হয়। পুরাতন অক্ষিপত্র প্রদাহ, তৎসহ মিবোমিয়ান গ্রন্থি সমূহের টাটানি ও স্ফীতি। আইরাইটিস, তৎসহ ঠান্ডা কিছুতেই সহ্য হয় না। চোখের সামনে ঝিলিক দিয়ে উঠে। পুঁজযুক্ত কনজাইটিভাইটি, তৎসহ দাদ। চোখ প্রদাহিত ও ঠেলে বেরিয়ে আসার ন্যায়। মুখমন্ডল – মুখমন্ডল ও নাকের উপর সাদা রঙের ফোস্কা সমূহ, যেন সূর্যের তাপে ঝলসে গেছে। চোয়ালের নিম্নাস্থ গ্রন্থিসমূহের স্ফীতি, তৎসহশক্ত গুটি সমূহ; দপদপানি, স্পর্শে বৃদ্ধি। ডান দিকের মুখমন্ডল থেকে চোখ, কান ও রগ পর্যন্ত বেদনা; মুখের ভিন্ন ঠান্ডা জল ধরে রাখলে উপশম। দাঁত কনকনানি; রাত্রে ও তামাকে বৃদ্ধি। দাঁত গুলি মনে হয় আয়তনে বড়ো হয়ে যাচ্ছে। পাকস্থলী – আহারের পরে সকল অঙ্গের দুর্বলতা ও ধমনীর স্পন্দন। পুরুষের রোগ – বস্তিকোটর ও অন্ডকোষ সম্বন্ধী স্নায়ুশূল বেদনা। অন্ডদ্বয়ের কঠিনতা তৎসহ থেঁৎলিয়ে যাওয়ার ন্যায় অনুভূতি। অন্তকোষের স্ফীতি (অকাইটিস) কেবলমাত্র ডানদিকের অংশ। গণোরিয়া রোগ চাপা পড়ার কুফল। তীর লিঙ্গোঁদ্রেক তৎসহ প্রস্রাব নলীতে সূচীবিদ্ধবৎ বেদনা। অন্ডদ্বয় ভারী হয়ে ঝুলতে থাকে অথবা ভিতরের দিকে ঢুকে থাকে, তৎসহ রেতঃ রজ্জু বরাবর বেদনা, ডানদিকে বেশী হয়। প্রস্রাব – সম্পর্কিত যন্ত্রনা প্রস্রাব করার পরে কিছু সময় ধরে প্রস্রাব নলীর ভিতর সুড় সুড় করে। বারে বারে, অল্প অল্প প্রস্রাব, প্রস্রাব নলীর মুখের দিকে জ্বালা। প্রস্রাবের ধারা বাধাপ্রাপ্ত। প্রস্রাবনলীতে সঙ্কোচনের অনুভূতি। ফোঁটা ফোঁটা করে প্রস্রাব হয়। সম্পূর্ণ প্রস্রাব ত্যাগে অসমর্থ। প্রস্রাব করার পরে ফোঁটা ফোঁটা করে প্রস্রাব হয়। যন্ত্রনা রাত্রে বৃদ্ধি পায়। রেত রজ্জু বরাবর বেদনা। মূত্ৰনলীর সঙ্কোচনের প্রাথমিক অবস্থা। চামড়া – লাল, জ্বালাকর, ফোস্কাযুক্ত, আঁশযুক্ত ও মামড়িযুক্ত। প্রচণ্ড চুলকায়, ঠান্ডা জলে ধুলে বৃদ্ধি। হাতে ও মুখমন্ডলে বেশী হয় এবং মাথার পিছনের অংশের চামড়া বেশী আক্রান্ত হয়। গ্রন্থিসমূহ উষ্ণ, যন্ত্রনাদায়ক ও স্ফীত; কুঁচকির গ্রন্থিবেশী আক্রান্ত হয়। গ্রন্থিসমূহের কঠিণতা ও গঠন গ্রন্থির অর্বুদ। শিরাস্ফীতির জন্য ক্ষত সমূহ। কমা–বাড়া—উপশম – শুদ্ধবাতাস। বৃদ্ধি – রাত্রে ও বিছানার গরমে ঠাণ্ডা জলে ধুলে, অমাবস্যায় (মাসিক বৃদ্ধি)। সম্বন্ধ– তুলনীয়-ক্লিমেটিস ভিটাক (শিরাস্ফীতি ও অন্যান্য ক্ষত); সাইলেশিয়া; ষ্টাফিস্যাগ্রিয়া, পেট্রোলিয়াম; ওলিয়েন্ডার; সার্সাপ্যাংলা; ক্যান্থারিস, ফসফেরিক অ্যাসিড; পালসেটিলা, দোষঘ্ন, ব্রায়োনিয়া, ক্যাম্ফার। শক্তি – ৩য় থেকে ৩০ শক্তি। |