পাকস্থলী, নাক, জরায়ু ইত্যাদি শরীরের নানা স্থান হতে উজ্জ্বল লাল ও পরিষ্কার রক্তস্রাব হলে ও শারীরিক শ্রমে উহার বৃদ্ধি হলে সিনামোমাম উপকারী। |
কথা বললে মূর্ছা ও ফিট হয় এবং উদগার উঠলে রোগের উপশম হয়। |
পা ফসকে যাওয়ার ফলে রক্তস্রাব হলে উপকারী, গর্ভাবস্থায় উক্ত কারণে জরায়ুর রক্তস্রাব হলে চমৎকার কাজ করে। |
প্রস্রবের পরে অতিরিক্ত রক্তস্রাব, বিশেষত উজ্জ্বল লাল ও পরিমাণে প্রচুর স্রাব হঠাৎ আরম্ভ হয়। ক্যান্সার, যেখানে যন্ত্রণা ও দূর্গন্ধ বর্তমান থাকে। খুব ভালো কাজ করে যখন চর্ম বজায় থাকে। রক্ত স্রাবে এই ঔষধের কার্যকারিতা বহুবার রোগী চিকিৎসার সময় প্রমাণিত হয়েছে। নাক থেকে রক্তস্রাব। অন্ত্র থেকে, ফুসফুস প্রভৃতি থেকে রক্ত স্রাব। কোমরের কষ্ট অথবা চলার সময় ভুল ভাবে পা পড়ে আঘাত লাগলে, প্রচুর উজ্বল বর্ণের রক্তস্রাব হয়ে থাকে। প্রসবান্তিক রক্তস্রাব। পেট ফাঁপা ও উদরাময়। দুর্বল ও শিথিল রক্ত সঞ্চালন যুক্ত রোগী। স্ত্রীররোগ – জরায়ু থেকে নীচের দিকে যেন কিছু ঠেলে বেরিয়ে আসারন্যায় অনুভূতি। মাসিক ধাতুস্রাব সময়ের আগে, পরিমাণে প্রচুর, দীর্ঘস্থায়ী ও উজ্জল লালবর্ণের স্রাব। ঘুম ঘুমভাব। কোন কিছুতেই আগ্রহ নেই। হাতের আঙ্গুলগুলি স্ফীত বলে মনে হয়। প্রসবের পরে কোন ভারী জিনিষ উপরে তোলার ফলে জরায়ু থেকে রক্তস্রাব; অতিরজ। সম্বন্ধ–তুলনীয় – ইপিকাক; সাইলিসিয়া; ট্রিলিয়াম। দোষঘ্ন – একোনাইট। শক্তি – অরিষ্ট থেকে ৩য় শক্তি। ক্যান্সারের ক্ষেত্রে, ঔষধের কড়া কাল প্রযোজ্য, দিনে পাইন্ট মাত্রায়। সিন্নামন তৈল। পরিশ্রুত জলের সঙ্গে মিশিয়ে সর্বশ্রেষ্ঠ জীবাণুনাশক হিসাবে বাহ্যিক ভাবে প্রয়োগ করা হয়। এই ঔষধের তিন থেকে চার ফোঁটা দুই কোয়ার্ট জলের সঙ্গে মিশিয়ে ডুস হিসাবে ব্যবহার করা হয়। |