নাক হতে রক্ত স্রাব হওয়ার সহিত মাথাব্যথা, কপালে রক্তাধিক্য অনুভূতি। |
মাথার চামড়া, চুলের গোড়া, আচিঁল প্রভৃতিতে এত ব্যথা হয় যে তাতে হাত দিতে দেয় না, আচিঁলে স্পর্শ করলে রক্ত বের হয়। |
লিঙ্গাগ্রের চর্মের উপর মুরগীর ঝুটির মত চ্যাপটা আঁচিল। |
নাকের উপর যেন চশমা আছে এমন মনে হয়। |
ক্ষত ও গায়ের চামড়ার স্থানে স্থানে লাল দাগ। |
বামপাশে শুলে মনে হয় শরীরের ভিতর সমস্ত জিনিস ঐ পাশে আসছে। কোন কোন প্রকারের অক্ষিপেশীর স্নায়ুশূলে এবং সিফিলিস জনিত কারণের ক্ষতে, এই ঔষধটি খুবই ভালো কাজ করে। রাত্রে নিদ্রাহীণতা। মাথা – মাথায় রক্তাধিক্য; মুখমন্ডল লালচে বেগুনীবর্ণের। চোখ – অশ্রুনলীর থেকে চোখের চারিধার দিয়ে রগ পর্যন্ত এবং চোখের ভিতরের কোন থেকে ভ্রু দ্বয়ের উপর দিয়ে কান পর্যন্ত বেদনা প্রসারিত হয়। চক্ষু কোটরের অস্থির ভিতর তীর বিদ্ধবৎ তীব্র বেদনা, যন্ত্রণা বিশেষ করে চোখের ভিতরের কোনের অস্থি থেকে বাইরের কোনের অস্থি পর্যন্ত প্রসারিত হয়। সমগ্র চক্ষু লালচে বর্ণ। চোখের পাতায় দানাদার কোষ সমূহ; চোখের কোনগুলি ও পাতাগুলি লালবর্ণ যুক্ত। নাক – নাকের উপর চাপবোধ, ভারী কোন চশমা পরে থাকার মত অনুভূতি। নাকের গোড়ার চারিপাশে বেদনা; দুই দিকের অস্থি পর্যন্ত প্রসারিত হয়। (অরাম মেটালিকাম; কেলিহাইড্রো)। গলা – নাকের পিছনের অংশ থেকে গলা পর্যন্ত দড়ির মত শ্লেষ্মা বেরিয়ে থাকে। মুখগহ্বর ও গলার শুষ্কতা; মুখগহুর অবশ্যই ধুতে হয়। মুখের ভিতরে ও গলায় আগুনের মত লালবর্ণের ক্ষত। পুরুষের রোগ – লিঙ্গের অগ্রভাগের চর্মের স্ফীতি; এই চর্মের উপর আঁচিল, যা থেকে সহজেই রক্তপাত হয়। অন্ডদ্বয়ের বিবৃদ্ধি; বাগী; উপদংশ রোগের প্রাথমিক ক্ষত বা শ্যাঙ্কার, ক্ষতস্থান ভয়াবহ দেখতে। সিফিলিস রোগ যুক্ত, আঁশযুক্ত এবং ফোস্কা যুক্ত উদ্ভেদ বা ক্ষত। স্ত্রীরোগ – প্রদর স্রাব। যোনি নলীতে চাপবোধ। অঙ্গ–প্রত্যঙ্গ – কনুই থেকে অগ্রবাহু পর্যন্ত বেদনা, বেদনা হাত পর্যন্ত প্রসারিত হয়। শরীরের বড়ো বড়ো অস্থিতে বেদনা; সন্ধিস্থানের শীতলতা। চামড়া–বিধ্বংসী – আগুনের মত লালবর্ণের ক্ষত। পায়ের সামনের অস্থির উপর, অস্থি গুলম। আঁচিল জাতীয় অর্বুদ, যা থেকে সহজেই রক্তপাত হয়। কমা–বাড়া–বৃদ্ধি – ডানদিক চেপে শুলে (রোগীর মনে হয় শরীরের ভিতরে থাকা যন্ত্রসমূহ যেন ঐ দিকে টেনে ধরে)। সম্বন্ধ–তুলনীয় – হিপার; নাইট্রিক অ্যাসিড; থুজা; সিপিয়া। দোষঘ্ন – হিপার; সালফার। শক্তি – ১x থেকে ৩x বিচূর্ণ। Cinnb : Cinnabaris
|