Cimic | মন বিমর্ষ, মৃত্যুভয়, অস্থিরতা, সন্দেহপূর্ন, বাতরোগ উপশম হলে মানসিক লক্ষণ সমূহ বৃদ্ধি হয়। |
Cimic | মনে হয় মাথার চাদিটা উড়ে যাবে। |
Cimic | ঘাড়ে ব্যথা, ঘাড় আড়ষ্ট হয়ে মাথাটি পেছন দিকে খেচে ধরে। |
Cimic | জরায়ুর নানাবিধ অসুস্থতায় তলপেটের একপাশ হতে অপর পাশে তীর বেঁধার মত বেদনা, জরায়ু প্রদেশে চাপ দিলে অত্যন্ত ব্যথা। |
Cimic | ঋতুস্রাবের সময় প্রচুর পরিমানে রক্তস্রাব, রজঃনিবৃত্তি কালে বামদিকের স্তনের নিন্মদেশে বেদনা। সন্তান জন্মের পরবর্তীকালে সূতিকা হয়ে উন্মত্ততা; মনে করে সে পাগল হয়ে যাবে। (তুলনীয়—সিফিলি); নিজেকে আঘাত করতে চায় ।স্নায়ুশূল কমে গিয়ে উন্মত্ততা প্রকাশ পায়)। অনুভূতি- (মানসিক)- যেন (জমাট বাধা) ভারী কাল মেঘ তাকে ঢেকে ফেলেছে এবং মাথাকে এমনভাবে আবৃত করেছে যেন সমস্ত কিছুই অন্ধকার এবং কোন কিছুই বোধগম্য হচ্ছে না । চেয়ারের নীচ হতে একটি ইঁদুর দৌড়ে গেল—এরূপ ভ্রান্ত অনুভূতি। চোখের পাতার আয়ুশূল ও অক্ষিগোলকে কামড়ান, তীরবিদ্ধবৎ যন্ত্রণা যাহা মস্তকের শখস্থান (Temples), শীর্ষদেশ, পেছনদিকে, চোখের কোটর অবধি বিস্তৃত হয় এবং সিঁড়ি দিয়ে ওপরে উঠলে বাড়ে এবং শুলে কমে । জরায়ু অথবা ডিম্বকোষ (ovary) সম্বন্ধীয় রোগ লক্ষণ হতে উদ্ভূত হৃদরোগ। হৃদপিন্ডের ক্রিয়া হঠাৎ থেমে যায়, দমবন্ধের মত অবস্থা হয়; সামান্য সঞ্চালনে বুক ধড়ফড় করে (ডিজিটা)। ঋতুস্রাব – অনিয়মিত, দুর্বলতা আনে (এলুমি, ককুলাস), মানসিক উত্তেজনা, ঠান্ডা লেগে, জ্বর হয়ে ঋতুস্রাব বিলম্বিত অথবা অবরুদ্ধ হয়। তৎসহ কোরিয়া রাগে, হিষ্টিরিয়া অথবা উন্মত্ততা প্রকাশ পায়। এই সময় মানসিক লক্ষণগুলো বাড়ে্। আক্ষেপ—হিষ্টিরিয়া অথবা এপিলেপটিক; জরায়ুপীড়া হতে উদ্ভূত। ঋতুকালে বাড়ে, কোরিয়া রাগে বাঁদিকে বৃদ্ধি হয় । বাম স্তনের নিম্নদিকে প্রচন্ড বেদনা (অষ্টিলেগো) ।ডিম্বাধান (ovary) অথবা জরায়ুপীড়ার সাথে দেহের ভিন্ন ভিন্ন অংশে বিদুত্বৎ বেদনা অথবা জরায়ুস্থানে বেদনা তীরের মত এক দিক হতে অন্য দিকে যায় । গর্ভাবস্থায় — গা বমি বমিভাব, অদ্রিা, অলীক প্রসববেদনা, তলপেটে আড়াআড়ি ভাবে তীক্ষ্ম বেদনা; তৃতীয় মাসে গর্ভপাত (স্যাবাইনা); প্রসবকালে—প্রথমাবস্থায় শরীর কাঁপতে থাকে, স্নায়বিক উত্তেজনায় খিচুনি হয়; জরায়ুমুখ কঠিন; তীব্র আক্ষেপিক বেদনা যাহা ক্লান্তিকর এবং যাহা সামান্য গোলমালে বৃদ্ধি পায় । প্রসবান্তে – কুঁচকি স্থানে ভ্যাদাল ব্যথা । গর্ভাবস্থায় শেষ মাসে প্রয়োগ হলে প্রসব বেদনার স্থিতিকাল কম হয়—যদি লক্ষণানুযায়ী দেওয়া হয়, (কলোফা, পালস)। নাচের পর, ফেটিং করার পর অথবা অন্য কোনরকম অত্যধিক পেশীচালনার পরে পেশীগুলিতে অত্যধিক টাটানি ব্যথা হলে প্রযোজ্য । ঘাড় ও পিঠের পেশীতে বাতবেদনা, আক্রান্ত অঙ্গ আড়ষ্ট, অবশ ও সঙ্কুচিত বোধ হয়; সেলাই করা, টাইপ করা, পিয়ানো বাজানো প্রভৃতি কারণে মেরুদণ্ড পর্শকাতর হয়, (এগারি, ব্যানানকু-বা)। বাতে পেশীগুলির ভেতরদিক আক্রান্ত হয়—বেদনা ছুঁফোটানো বা খালধরা মত । বাতজনিত রজঃকষ্ট । সম্বন্ধ — সমগুণসম্পন্ন : জরায়ু ও বাতরোগে কলোফাই ও পালস; সাধারণভাবে—এগারি, লিলিয়াম, সিপিয়া । বৃদ্ধি — ঋতুকালে—সাব যত বেশী হয় যন্ত্রণাও ততই বাড়ে । শক্তি – ১x, ৬, ৩০, ২০০, ১০ এম । |