মোচড়ান ও আপেক্ষযুক্ত ঝাঁকনি। |
তড়কার সময় মাথা পিছন দিকে বেকে যায় ও সমস্ত শরীরে খিল ধরে। |
অঙ্গ প্রতঙ্গ বেকে যায়, মুখ বিকৃত ও মুখমণ্ডল নীলবর্ন হয় ও শ্বাস প্রশ্বাস মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, মুখে ফেনা উঠে , তারপর জ্ঞান লোপ পায়। |
তড়কা বা ধনুষ্টঙ্কার হঠাৎ উপস্থিত হয়ে রোগীর নানা প্রকার অঙ্গ বিকৃতি হয়। |
মাথা, মুখমন্ডল ও হাতে চর্ম গুঢী উঠে এবং তাতে জ্বালা ও
ব্যথা থাকে, গুঢীগুলো পরে একত্রে মিশে যায় ও হলদে মামড়ী পড়ে ও সর্বদা ভিজা
ভিজা থাকে। মৃগীরোগ ও কোরিয়া রোগে সারাদেহে খিঁচুনি হয় এমন স্ত্রীলোকদের ও দাঁত উঠার সময় বা ক্রিমি হয়ে দেহে খিঁচুনি হয় এমন শিশুদের পক্ষে উপযোগী । তীব্র তড়কা সাথে সমস্ত অঙ্গপ্রত্যঙ্গের ভয়ানক আপেক্ষ বা খিঁচুনি হয় জ্ঞান থাকে না। দেহ পেছনে বেঁকে যায়-সামান্য ছোঁয়ায়, গোলমালে বা ঝাঁকানি লাগলে নূতন করে তড়কা হতে থাকে এমন ক্ষেত্রে উপযোগী। সূতিকারোগে আক্ষেপ, কয়েক মুহুর্তের জন্য বার বার শ্বাসবন্ধ—মৃতের মত দেখায়, দেহে উপরদিকে বেশী আক্রমণ, প্রসবের পরও ঐ আক্ষেপ হতে থাকে। মৃগী – সাথে ডায়াফ্রাম পেশীর অত্যন্ত আক্ষেপ জন্য পাকস্থলী যেন ফুলে ওঠে, (যন্ত্রণায়) চিৎকার করে, মুখ লাল বা নীলচে হয়ে যায়। দাঁতে দাঁত লাগে, জ্ঞান হারায় ও হাত পা ছুঁড়তে থাকে, রাতে ঘন ঘন আক্রমণ প্রথমে বারে বারে পরে অনেকক্ষণ ব্যবধানে। লেখা পড়তে গেলে অক্ষরগুলো যেন উল্টে গেছে মনে হয় উপর দিক বা নীচ দিকে বা একবারে দেখা যায় না (কক্কুলাস)। দাঁত ওঠার সময় শিশুর দাঁত ও মাড়ি কিড়মিড় করে। দাঁতে দাঁত লাগার মত চোয়াল আটকে যায়। খড়িমাটি ও অপাচ্য খাবার খাওয়ায় অস্বাভাবিক ইচ্ছা, কয়লা বা কাঠকয়লা এসব খেতে চায়-ঐসব খুব তৃপ্তি করে খেতে থাকে (এলুমি, সোরিন)। মাথা, পাকস্থলী বাহু, পায়ে ভীষণভাবে ঝাঁকাতে থাকে যেন জোর ধাক্কা লেগেছে—ঐ সময় মাথায় গরমভাব থাকে। বহুদিন আগের মস্তিষ্ক ও মেরুদন্ডে জোর ঝাঁকি লাগার কুফল—তা থেকে খিঁচুনি; চামড়ায় শক্ত কাঠি ঢুকে মেরুদন্ড শক্ত ও ধনুষ্টঙ্কার হয় (হাইপেরিকাম)। মাথায়, মুখে ফোঁড়া হয় ঐগুলো একসাথে মিশে যায় তাতে পুরু হলদে মামড়ি পড়ে; দাড়িতে চুলকানি হয়। একজিমা – তাতে কোন চুলকানি থাকে না, রস বার হয়ে জমে লেবুর রঙের মামড়ি পড়ে। উদ্ভেদ চাপা পড়ে মস্তিষ্কের বিভিন্ন রোগ হলে ব্যবহার্য। সম্বন্ধ – তুলনীয় হাইড্রো-এসি, হাইপেরি, নাক্স-ভ; স্ট্রিকনি। বৃদ্ধি – তামাকের ধোঁয়ায় (ইগ্নে); ছোঁয়া লাগলে। শক্তি – ৬, ৩০, ২০০। |