Cham | অত্যন্ত খিটখিটে মেজাজ, বিমর্ষ, অত্যন্ত রাগী, সামান্য কিছুতেই বিরক্ত হয় ও কাঁদে, শিশু সর্বদা ঘ্যান ঘ্যান করে ও নানারকম জিনিসের বায়না ধরে, কিন্তু দিলে নিতে চায় না ছুড়ে ফেলে দেয়, কোলে উঠে বেড়াতে চায়। |
Cham | সামান্য ব্যথাও অত্যন্ত অসহ্য অনুভূত হয়। |
Cham | জ্বরের উত্তাপের সহিত ঘাম হয়, বিশেষত মাথায় ঘাম হয়, পিপাসা হয়, এক গাল লাল ও গরম, অন্য গাল বিবর্ন দেখায়। |
Cham | সালফারের মত হাত ও পায়ের তলা জ্বালা করে। |
Cham | আহার ও পানের পর মুখমন্ডল ঘামে। যাদের চুল হালকা বাদামী রঙের। স্নায়বিক ও অল্পেই উত্তেজিত হয় যারা কফি বা অন্য কোন মাদক দ্রব্যের অতিরিক্ত ব্যবহার করে অত্যানুভূতি প্রবণ হয় তাদের পক্ষে উপযোগী । সদ্যোজাত শিশু ও তাদের দাঁত ওঠার সময় উপযোগী। খিটখিটে, রাগী, ব্যথা বেদনায় পাগলের মত অস্থির হয়ে পড়ে (কফিয়া), অশিষ্ট, ভদ্রভাবে কথার উত্তর দেয় না তাদের অসুখে প্রযোজ্য । শিশু অত্যন্ত বিরক্ত, খিটখিটে, কোলে করে বেড়ালেই কেবল শান্ত হয়, অধৈর্য, এটা চায় ওটা চায় ও না পেলে রেগে যায় বা দিলে রাগ হয়ে ছুড়ে ফেলে (ব্রায়ো, সিনা; ক্রিয়ো); নোংরা ঘাটে, বদমেজাজী ও হিংসুটে প্রকৃতির তাদের অসুখে উপযোগী । শিশু যা চায় তা না পেলে করুণভাবে কাঁদতে থাকে, ঘ্যান ঘ্যান করে, অস্থির হয়ে পড়ে । কেউ কাছে থাকুক রোগী এটা সহ্য করতে পারে না, খিটখিটে, কথা বললে সহ্য করতে পারে না (সাইলি), কথা বলায় অনিচ্ছা, রাগের সাথে কথার উত্তর দেয় । রাগ হওয়া থেকে অসুখ বিশেষতঃ শীতভাব ও জ্বর এর উৎপত্তি । ব্যথা-বেদনা অসহ্য, যন্ত্রণায় পাগল হয়ে যায়, গরমে বৃদ্ধি, সন্ধ্যায়, মাঝরাতের আগে ব্যথা বাড়ে। ব্যথার সাথে গায়ে উত্তাপ, পিপাসা ও মূর্চ্ছাভাব। আক্রান্ত অংশ অসাড় হয়ে যায় ।ঢেকুর ওঠায় বেড়ে যায়। একদিকের গাল লাল ও গরম অন্য গাল ফ্যাকাসে ও ঠান্ডা । *খোলা হাওয়ায় অত্যানুভূতি, বাতাসে অত্যন্ত বিতৃষ্ণা বিশেষতঃ কানে বাতাস লাগা একদম সহ্য করতে পারে না। গরম কিছু খেলে দাঁতে ব্যথা হয় (বিসমাথ, ব্রায়ো, কফিয়া) গরম ঘরে, বিছানায় শুলে, কফি খেলে, ঋতুর সময় বা গর্ভাবস্থায় দাঁতে যন্ত্রণা হলে ব্যবহার্য । প্রসব বেদনা – আপেক্ষিক, যন্ত্রণাদায়ক, বিছানা থেকে উঠে পালাতে চায়। ব্যথায় পা দুটো যেন ছিঁড়ে যাচ্ছে, ব্যথা উপরদিকে চাপ দেয়। উদরাময় – ঠান্ডা লেগে, রাগ হয়ে বা মনে কষ্ট পেয়ে, দাঁত ওঠার সময়, ধূমপানের পর, প্রসবের পর, উপর হতে নীচে নামলে (বোরাক্স, স্যানিকি) উদরাময় হয়। মল – সবুজ, জলের মত, মলদ্বার হেজে যায়, খন্ড খন্ড ডিমের টুকরো বা কুচানো শাকের মত, গরম, ভীষণ পচা গন্ধ, ডিম পচা গন্ধ ছাড়ে। স্তনের বোঁটায় প্রদাহ, ছোয়া দেওয়া যায় না (হেলোনি, ফাইটো), বাচ্চাদের স্তনে হাত দেওয়া যায় না এত ব্যথা। স্তনদাত্রী মায়ের স্তন হতে দুধ আপনি গড়িয়ে পড়ে ।(শিশুকে স্তন্যপান ছাড়িয়ে দিলেও দুধ আপনি গড়িয়ে পড়ে=কোনি)। মা রেগে গেলেও তারপর শিশুকে দুধ খাওয়ালে শিশুর তড়কা (নাক্স-ভ) [মা ভয় পাওয়ার পর ঐরূপ = ওপি] । রাতে ভয়ানক বাত-বেদনা বিছানা হতে উঠে পড়তে বাধ্য হয় ও হাটাচলা করতে বাধ্য হয় (রাস-ট) । ঘুম ঘুম ভাব কিন্তু ঘুমাতে পারে না (বেল, কষ্টি, ওপি)। রাতে পায়ের তলায় জ্বালা, পায়ের পাতা বিছানা হতে বার করে রাখে (পালস, মেডো, সালফ)। সম্বন্ধ — শিশুদের রোগে, মস্তিষ্ক স্নায়ুর রোগে বেল, পেটের স্নায়ুর রোগে ক্যামো অনুপূরক । শিশুদের রোগে ওপিয়াম বা মার্কিন প্রয়োগে অবস্থা খারাপ হলে প্রযোজ্য । তুলনীয় — বেল, বোরাক্স, ব্রায়ো, কফিয়া, পালস, সালফ, মানসিক শান্তভাব ক্যামো-র ব্যবহার নির্দেশ করে না । বৃদ্ধি – উত্তাপে, রাগ হলে, সন্ধ্যা হতে মাঝ রাত অবধি, খোলা হাওয়ায়, জোরে বাতাস লেগে ঢেকুর উঠলে। উপশম — কোলে নিয়ে বেড়ালে, উপবাসে, গরম অথচ ভেজা জল হাওয়ায় । শক্তি- ৩০, ২০০ হতে উচ্চশক্তি । |