Caul | শারীরিক দুর্বলতার সহিত আভ্যন্তরিক কাঁপুনি। |
Caul | ক্ষুদ্র সন্ধি ও মাংসপেশীতে বাত। |
Caul | জরায়ুর শিথিলতা, জরায়ুতে প্রসব বেদনার মত বা খিল ধরার মত ব্যথা। |
Caul | ছোট বালিকাদের সাদাস্রাব, সাদাস্রাবের কারণে সন্তান ধারণে অক্ষমতা। |
Caul | গলায় গাঢ় বাদামী চাকা চাকা দাগ।ত্রীলোকদের পক্ষে বিশেষভাবে উপযোগী, গর্ভাবস্থায়, প্রসবকালে ও স্তন্যদানকালে যে সব অসুখ হয় সেক্ষেত্রে প্রযোজ্য ।
মেয়েদের, বিশেষতঃ ঘোট ঘোট হাড়-এর সন্ধিগুলোতে বাতরোগ (একটিয়া স্পাই); ব্যথা দৌড়ে বেড়ায়, অনবরত স্থান পরিবর্তন করে (পালস) আক্রান্ত সন্ধিগুলোর ব্যথা ও আড়ষ্টতা । ব্যথা সবিরাম (হয় আবার থামে), থেমে থেমে আসে ও খিচুনীমত হয় । যৌবন কাল শুরু হওয়ার সময়, মেয়েদের ঋতুস্রাব প্রারম্ভিক শুরুর সময় কোরিয়া (হাত-পা কাঁপা), হিষ্টিরিয়া ও মৃগীরোগ শুরু হয় (একটিয়ারেসি) । শ্বেতপ্রদর — হেজে যায়, দুর্বল করে, চোখের ওপর পাতা ভারী হয়—তা আঙুল দিয়ে তুলে ধরতে হয় (জেলস) কপালে মথ’ এর মত ছোট ছোট হলদে ছোপ পড়ে (সিপিয়া); ছোট-ছোট মেয়েদের শ্বেতপ্রদর (ক্যাল্কে-কা); প্রদর স্রাবে ভুগে গর্ভসঞ্চার হয় না। জরায়ুর দুর্বলতায় গর্ভ নষ্ট হয় (এলেট্রিস্) এনিমিয়া সেই সাথে বিষন্নতা হেলোনি) । জরায়ু মুখ শক্ত, আক্ষেপবশতঃ প্রসব হতে দেরী হয়, সারভিক্স-এ (জরায়ুগ্রীবা) সূঁচ ফোটানো ব্যথা । প্রসববেদনা — অল্প সময় থাকে, অনিয়মিত, আক্ষেপজনক, ছিঁড়ে ফেলার মত ব্যথা। প্রসবের আগে মিথ্যা প্রসববেদনা (একটিয়া) প্রসব ক্রিয়ার কোন উন্নতি হয় না। লক্ষণ সদৃশ হলে এ ওষুধ বিশৃঙ্খল জীবনীশক্তিকে উজ্জীবিত করে ও সার্থক প্রসব বেদনার সৃষ্টি করে। দ্রুত প্রসবের পর রক্তস্রাব, জরায়ু ও অন্য পেশীতে শক্তি আনে, গর্ভ নষ্টের পর প্যান্সিভ রক্তস্রাব (সিকেল, গ্লাপ্সি-বার্সা)। ভ্যাদাল ব্যথা- দীর্ঘ সময় ধরে দুর্বলকারী প্রসববেদনার পর- ঐ ব্যথা আক্ষেপজনক, তলপেটে আড়াআড়িভাবে কুঁচকি অবধি যায় (ঐ ব্যথা সিন্বোন বা জঙ্ঘা অবধি গেলে কার্ব-ভে, কঙ্কুলাস)। প্রসবের পর বহুদিন ধরে লোকিয়াস্রাব, জরায়ু খুব দুর্বল, শিথিল রক্তের শিরা হতে বহুদিন যাবৎ রক্ত চুইয়ে পড়ে (সিক্লেল) । সম্বন্ধ — এক্টিয়া, বেল, লিলিয়াম, পালস, সিকেল, গ্রপ্সি, ভাইবুর্নাম এ ওষুধের সদৃশ । প্রসব বেদনায় পালসের সমগুণ কিন্তু মানসিক লক্ষণে বিপরীত, মুখের উপর ছোপ ছোপ হলদে দাগ ও জরায়ুর বিশৃঙ্খলা হতে লক্ষণসমূহে সিপিয়া সদৃশ । শক্তি – ৬, ৩০, ২০০। |