কাডুয়াস মেরিয়েনাস CARDUUS MARIANUS [Card-m] - Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

ফোনে অর্ডার দিতে: 01720000039 অর্ডার করার জন্য প্রোডাক্ট কোডটি লিখে কল বা SMS, Whatsapp, IMO করুন. সারা বাংলাদেশ কুরিয়ারে ডেলিভারি । Ginseng Alkushi Ashwagandha জিনসিং আলকুশি, অশ্বগন্ধা শিমুল

SUBTOTAL :
কাডুয়াস মেরিয়েনাস CARDUUS MARIANUS [Card-m]

কাডুয়াস মেরিয়েনাস CARDUUS MARIANUS [Card-m]

Short Description:

Product Description

 


Card-mমুখের স্বাদ তিতা, বমিভাব ও উদগার উঠে, সবুজ বর্ণের টক বমি হয়।
Card-m লিভারে ব্যথা, বাম লোবে হাত দিলে অত্যন্ত ব্যথা অনুভূত হয়।
Card-m লিভারের রোগে আক্রান্ত হয়ে শোথ ও রক্তস্রাব।
Card-m কোষ্ঠবদ্ধতা, শক্ত গুটলে মল, বহু কষ্টে বের হয়।
Card-mসোনালী বর্ণের মূত্র।

এই ঔষধের কাজ মূলতঃ যকৃৎ ও যকৃৎ ধমনী মন্ডলের মধ্যে কেন্দ্রীভূত হয় এবং এর ফলে ঐ স্থানে টাটানি ব্যথা, যন্ত্রণা ও জন্ডিস দেখা দেয়। রক্তদ্বহা নলীর উপর এই ঔষধের বিশেষ কাজ আছে। মদ জাতীয় পানীয় গ্রহণের কুফল, বিশেষ করে বিয়ার পানের কুফল। শিরাস্ফীতি ও ক্ষত। খনি শ্রমিকদের রোগ, তৎসহ হাঁপানি। শোথ জাতীয় অবস্থা, যদিও এই অবস্থা যকৃতের রোগের উপর নির্জ শীল এবং এছাড়া যখন বস্তি কোটরের রক্তাধিক্য অবস্থা দেখা যায়। চিনির বিপাকক্রিয়ার গোলযোগ। ইনফ্লুয়েঞ্জা রোগে যখন যকৃৎ আক্রান্ত হয়। দুর্বলতা। রক্তস্রাব, বিশেষত, যে ক্ষেত্রে যকৃতের রোগ থাকে।

মন – বিষন্নতা; ভুলে যাওয়া প্রবণতা যুক্ত, উদাসীন।

মাথা — দুই চোখের ভ্রুর উপরে সঙ্কোচনের অনুভূতি। নিস্তেজ, ভারী বোকার মত, তৎসহ ক্লেদপূর্ণ জিহ্বা। মাথা ঘোরা, তৎসহ সামনের দিকে পুড়ে যাওয়ার প্রবণতা। চোখে জ্বালা ও চাপ বোধ। নাক থেকে রক্তপাত।

পাকস্থলী – মুখের আস্বাদ তিতো। লবনাক্ত মাংসে অনিচ্ছা। খিদে কম; জিহ্বা ফাটা; বমিবমি ভাব; ওয়াক তোলা; সবুজ বর্ণের, আঙ্গিক তরল পদার্থের মন। প্লীহার নিকটে, পাকস্থলীর বামদিকে সূঁচফোটার মত বেদনা (সিয়েনোথাস)। পিত্তথলির পাথুরি তৎসহ যকৃতের বিবৃদ্ধি।

উদর – যকৃৎ স্থানে বেদনা। যকৃতের বাম খন্ড অন্যন্ত অনুভূতি প্রবণ। পূর্ণতার অনুভূতি ও টাটানি, তৎসহ চামড়া গার্ড। কোষ্ঠ কাঠিণ্য; ফলশক্ত, কষ্টকর, গুটলে গুটলে; পর্যায়ক্রমে কোষ্ঠ কাঠিণ্য ও উদরাময়। মল উজ্বল হলুদ বর্ণের। পিত্তথলির স্ফীতি তৎসহ বেদনাদায়ক স্পর্শকাতরতা। যকৃতে রক্তধিক্য, তৎসহ জন্ডিস। যকৃতের শুষ্ক অবস্থা বা সিরোসিস, তৎসহ শোথ।

সরলান্ত্র – রক্তস্রাবী অর্শ, অর্শবলী অথবা সরলান্ত্রের নির্গমন, মলদ্বার ও সরলাস্ত্রে জ্বালাকর যন্ত্রণা, মলশক্ত ও গুটলে গুটলে, কাদার মত দেখতে। সরলান্ত্রের ক্যান্সারের ফলে প্রচুর উদরাময়। ১০ ফোটা মাত্রায় (ওয়াপলার)।

প্রস্রাব – ঘোলাটে; সোনালি বর্ণের।

বুক – বুকের ডানদিকের নিচের পঞ্জরাস্থিতে সুঁচফোটার মত বেদনা; নড়াচড়া ও ঘোরা ঘুরিতে বৃদ্ধি। হাঁপানির মত শ্বাস-প্রশ্বাস। বুকে বেদনা, বেদনা ঘাড়ে, কোমরে, ও পেট পর্যন্ত প্রসারিত হয়, তৎসহ প্রস্রাবের বেগ।

চামড়া – রাত্রে শোয়ার পরে চুলকানি। শিরাস্ফীতি জনিত কারণে ক্ষত।(ক্লিমেটিস ভিটামিন)। বুক্কাস্থির নীচের অংশে উদ্ভেদ।

অঙ্গ-প্রত্যঙ্গ – হিপ-জয়েন্ট স্থানে বেদনা, বেদনা সমগ্র নিতম্ব অংশের ছড়িয়ে পড়ে এবং নীচের দিকে ঊরুস্থান পর্যন্ত নামে; সামনের দিকে ঝুঁকলে বৃদ্ধি। উঠতে কষ্ট। পায়ে দুর্বলতা অনুভব, বিশেষ করে বসার পরে।

সম্বন্ধ – তুলনীয় – কার্ডুয়াস বেনেডিকটাস্ (চোখের উপর-শক্তিশালী কাজ আছে। এবং শরীরের বিভিন্ন অংশে সঙ্কোচনের অনুভূতি পাকস্থলীর লক্ষণে সাদৃশ্য আছে);

চেলিডোনিয়াম সিয়োন্যান্থেস; মার্ক; পডোফাইলাম; ব্রাইয়োনিয়া; এলো।

শক্তি – অরিষ্ট ও নিম্নশক্তি।