Carb-ac | শরীরের যে কোন স্থান হতে যে স্রাব বাহির হয়, তাতে পচা গন্ধ থাকে। |
Carb-ac | হঠাৎ অবসাদ বা কোল্যাপ্স উপস্থিত হয়, তখন শরীর বিবর্ণ হয়ে যায় ও ঠান্ডা ঘাম হতে থাকে। |
Carb-ac | পরিশ্রম করলে, এমনকি হেঁটে বেড়ালেও ক্লান্তি বোধ হয়। |
Carb-ac | ফোড়া উঠে, সাধারণত ডান কানে বেশী ফোড়া উঠে। |
Carb-ac | ঘ্রান শক্তি অতি তীক্ষ্ণ। |
Carb-ac | কালচে রঙের প্রস্রাব। এ্যালকোহল মিশিয়ে এই ওষুধের ক্রম তৈরী হয়(অন্যান্য এ্যাসিড জাত ঔষধের ব্যতিক্রম)। অত্যধিক যন্ত্রণা — ব্যথা হঠাৎ আসে। অল্প সময় থাকে আবার হঠাৎ চলে যায় (বেল, ম্যাগ-ফস)। অত্যন্ত অবসন্নতা, শরীর ঠান্ডা হয়ে যায়, চামড়া, ফ্যাকাসে ও ঠান্ডা ঘামে ভরে যায় (ক্যাম্ফর, কার্ব-ভে, ভিরেট্রাম)। শারিরীক পরিশ্রমে এমনকি বেশী হাঁটাচলা করলে, দেহে কোথাও কোথাও ফোড়া বার হয় কিন্তু সাধারণতঃ ডান কানে-R.T. cooper. শিরঃপীড়া – ঘিনঘিনে, সামনের কপালে, যেন ভার হয়ে থাকে যেন রবারের ফিতা দিয়ে টেনে বাঁধা আছে, শিরঃপীড়া কানের উপর অংশের হাড় হতে অপরদিকেও একই স্থান অবধি বিস্তৃত থাকে (Temporal Region)। (জেলস্, প্ল্যাটি, সালফ)। আগুনে পুড়ে যখন ঘা হয় ও পঁচনির মত রস বার হয়। মুখ, নাক, গলা, রেক্টাম ও যোনি হতে দুর্গন্ধ স্রাব বার হয় (এনথ্রা, সোরিন, পাইরো)। সাংঘাতিক স্কারলেট জ্বর ও ভ্যারিওলা জাতীয় বসন্ত (এ-কার্ব)। ভোঁতা কিছু দিয়ে ছড়ে দিয়ে ঘা, হাড় বার হয়ে পড়ে, হাড় পিষে যায়— নরম জায়গায় পঁচা ঘা হয় (ক্যালেনডু)। হুইস্কি ও তামাক খাওয়ার ইচ্ছা (আসারাম, কা-ভেজ)। বমি — মাতালদের, গর্ভাবস্থায়, সমুদ্রে থাকাকালীন অসুখে, ক্যান্সার, ক্ষত-তা থেকে কালচে সবুজ জলপাই রঙের স্রাব বার হলে ব্যবহার্য (পাইরো)। আমাশয় – শ্লৈষ্মিক ঝিল্লী হতে চাচানির মত তরল শ্লেষ্মা, ভীষণ কোঁথানি থাকে (ক্যান্থারিস); উদরাময়—মল, তরল, অসাড়ে হয়—কাল ও অত্যন্ত দুর্গন্ধ , থাকে। কোষ্ঠবদ্ধতা, সেইসাথে শ্বাস-প্রশ্বাসে অত্যন্ত দুর্গন্ধ (ওপি, সোরিন)। শ্বেতপ্রদর – হেজে যায়, প্রচুর দুর্গন্ধ, সবুজ রঙ। সম্বন্ধ – তুলনীয়—পোড়া ঘা তে আর্স ও ক্রিয়োজোট পঁচা ঘা তাতে দুর্গন্ধ স্রাব এই লক্ষণে জেল, মার্ক, সালফ-এর সদৃশ। দৈবক্রমে বা আত্মহত্যার উদ্দেশ্যে কার্বলিক এসিড খেলে জলমেশানো সিডার ভিনিগার বাহ্যিক বা আভ্যন্তরিক প্রয়োগে বিষনষ্ট হয়। শক্তি – ৩, ৬, ৩০। [Voriola: ছোট ছোট পুঁজযুক্ত হাম অনেকগুলি এক সাথে হয়। তরুণ রোগ, ছোঁয়াচে, ভাইর্যাল ইনফেকসন থেকে হয়। বর্তমানে এই রোগ সারা পৃথিবী থেকে দূর করা গেছে বলে দাবী করা হয় দু-একটি ল্যাবরেটরীতে মাত্র এর ভাইরাস কালচার সংরক্ষিত আছে। স্ত্রী-পুরুষ যে কোন বয়সে এই রোগ হয়ে থাকে। শিশুদের মৃত্যুর হার এই রোগে অত্যন্ত বেশী। পুঁজভরা ছোট ছোট ফোঁড়ার মত চামড়া, জিব, তালু, প্রায়ই কণ্ঠনালীতে হয়ে থাকে, প্লীহা বেড়ে যায় (Splenomegaly) লিমফ্যাটিক গ্ল্যান্ডগুলো বড় হয়। হেমারেজিক ফর্ম হলে সমস্ত যন্ত্রে সবটিসুতে রক্ত বার হতে পারে। এই হাম তিন প্রকার (A) ভ্যারিওলা ভেরা (B) হেমারেজিক স্মল পক্স (C) ভ্যারিওলায়েড। KEYNOTES:
1. PAINLESSNESS. 2. Pains come suddenly, last a short time, and disappear suddenly. 3. PALE, ABOUT NOSE AND MOUTH. 4. Dreams of fire. 5. Great tenderness over transverse colon. 6. Physical exertion brings on an abcess somewhere in the body. 7. Anaphylaxis to bee stings. CONFIRMATORY SYMPTOMS:
1. Prostration of mind, mental exhaustion, brain fag. 2. Offensiveness and painlessness with destruction. NUCLEUS OF REMEDY:
-A remedy to be thought of in malignant conditions with tendency to destruction of tissues and putrid discharges, collapse and cold sweat. -Mental and physical prostration. CLINICAL:
-Constipation, Diabetes, Diarrhoea, Diphtheria, Influenza, Leucorrhoea, Lumbago, Ovarian neuralgia (left), Ozaena, Vomiting. -Carbolic acid 12 has proved of use in cases of the migraine in children-Dr. Dewey. -In pertussis, this helps to stop the paroxysm in 1x or 2x potency. REMEDY RELATIONSHIPS:
Compare : Ant-t, Ars, Gels, Kreos, Merc, Pic-ac, Vario. |