ক্যান্থারিস ভেসিকেটোরিয়া CANTHARIS VESICATORIA [Canth] - Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

ফোনে অর্ডার দিতে: 01720000039 অর্ডার করার জন্য প্রোডাক্ট কোডটি লিখে কল বা SMS, Whatsapp, IMO করুন. সারা বাংলাদেশ কুরিয়ারে ডেলিভারি । Ginseng Alkushi Ashwagandha জিনসিং আলকুশি, অশ্বগন্ধা শিমুল

SUBTOTAL :
ক্যান্থারিস ভেসিকেটোরিয়া CANTHARIS VESICATORIA [Canth]

ক্যান্থারিস ভেসিকেটোরিয়া CANTHARIS VESICATORIA [Canth]

Short Description:

Product Description

 


Canthসর্বদা প্রস্রাবের বেগ, কয়েক ফোঁটা প্রস্রাব হয় ও তাতে রক্ত মিশ্রিত থাকে।
Canth প্রস্রাব করবার সময় মূত্রনালীতে জ্বালা যন্ত্রনা হয়।
Canth রোগী হঠাৎ অজ্ঞান  হয়ে পড়ে ও মুখমণ্ডল আরক্তিম দেখায়।
Canth মাথা, চোখ, গলা, পাকস্থলী, অন্ডকোষ ও ওভরীতে জ্বালা।
Canth প্রস্রাব করবার সময়ে পায়খানার বেগ হয়।
Canthজ্বালা ও কোঁথানিসহ রক্তাক্ত মল এবং মলত্যাগের পরে কম্পন।

দেহের সকল অংশ অধিক অনুভূতি সম্পন্ন। নাক, মুখ, অন্ত্র, জননেন্দ্রিয়ে ও মূত্রযন্ত্র হতে রক্ত বার হতে থাকে।

ব্যথা ক্ষতবৎ, হেজে যাওয়ার মত, সারা দেহে বাহ্যিক ও আভ্যন্তরিক ভাবে ব্যথা জ্বালা হয়-সাথে ভীষণ দুর্বলতা। খাদ্য, পানীয়, তামাক সব কিছুতেই অরুচি। সামান্য মাত্র জলপানে মূত্রথলীতে ব্যথা বেদনা।

সর্বদা প্রস্রাবের বেগ কিন্তু প্রতিবারে কয়েক ফোঁটা রক্ত মেশানো প্রস্রাব বার হয়। (হঠাৎ প্রস্রাবের বেগ ও মূত্র পথে ভীষণ চুলকানি পেট্রোসেলিনাম)। প্রস্রাবের আগে, সময়ে ও পরে অসহ্য, কোঁথানি, মূত্র থলীতে ভীষণ যন্ত্রণা থাকে।

প্রস্রাবের সময় মূত্রনালীতে জ্বালা করে, কেটে ফেলার মত যন্ত্রণা হয়। প্রবল কোঁথানি থাকে ও প্রস্রাব অল্প ও ধীরে ধীরে হয়।

মল—যেন অন্ত্র চেঁছে ফেলেছে তা সাদা বা ফ্যাকাসে রক্তের লাল আঁঠাল শ্লেষ্মা বার হয় তাতে রক্তের ছিটা থাকে (কার্ব-এনি, কলচি)।

স্বপ্নদোষে রক্তমেশানো বীর্য বার হয়; (লিডাম, মার্ক, পেট্রল)। সঙ্গমেচ্ছা স্ত্রী-পুরুষ উভয়েরই বাড়ে—তা ঘুমের ব্যাঘাত ঘটায়, সেই সাথে ভীষণ যন্ত্রণাসহ লিঙ্গ উত্থিত হয় এসিড পিক্রিক)।

বায়ুনালীতে চটচটে আঠার মত শ্লেষ্মা জমে (বোভিষ্টা, কেলি-বাই) যদি মূত্রথলীর মত লক্ষণ দেখা দেয় তবে ক্যান্থারিস-এর সাথে তুলনীয়।

চর্ম – ফোস্কা ফোস্কা মত বিসর্পরাগ, সারা দেহে জলভরা ফোস্কা তাতে ব্যথা থাকে ও পুঁজ হয়।

সূর্যের তাপ গায়ে লেগে চামড়ায় লাল চর্মরোগ (Erythema)। সবরকম প্রদাহযুক্ত রোগে জ্বালা ও অসহ্য প্রস্রাবের বেগ হওয়া ক্যান্থারিস-এর নির্দেশক লক্ষণ।

সম্বন্ধ এপিস, আর্স, ইকুইজেটাম ও মার্ক-এর সমগুণ।

পুড়ে গেলে ফোস্কা হওয়ার আগে বা ফোস্কা হলে এ ওষুধে ব্যবহার্য। যদি ফোস্কা ফেটে না যায় তবে যে কোন শক্তির ওষুধ বাহ্যিক প্রয়োগ করে স্থানটি ঢেকে রাখতে হবে, এতে সাথে সাথে যন্ত্রণার উপশম হবে ও ফোস্কা পড়বে না। যদি ফোস্কা ফেটে গিয়ে থাকে, তবে ফোটান বা পরিশ্রুত (Distilled) জলের সাথে ব্যবহার্য ও ঐ অবস্থায় শক্তিকৃত ওষুধ আভ্যন্তরিক ভাবে প্রযোজ্য।

শক্তি — ৩x, ৬, ৩০।

এই শক্তিশালী ঔষধটি প্রাণীর দেহে মারাত্মক গোলযোগের সৃষ্টি করে থাকে, বিশেষ করে প্রস্রাব ও জননেন্দ্রিয় সংক্রান্ত যন্ত্রগুলি আক্রান্ত হয়ে থাকে। ঔষধের দ্বারা আক্রান্ত হবার ফলে যন্ত্রগুলির কাজের মধ্যে বিকৃতি দেখা দেয় এবং মারাত্মক প্রদাহের সৃষ্টি হয় এবং এর ফলে পাগলের মত প্রলাপ বকা দেখা দেয়, যার সঙ্গে জলাতঙ্ক রোগের লক্ষণাবলীর যথেষ্ট মিল পাওয়া যায়। (এনাগেলিস)। প্রসবান্তিক আক্ষেপ। সমগ্র পাকাশয়িক নলীতে মারাত্মক ধরনের প্রদাহ উৎপন্ন করে থাকে, বিশেষ করে ক্ষুদ্রান্ত্রে। শরীরের সর্বাঙ্গ অতি অনুভূতি প্রবল। উত্তেজনা। হেজে যাওয়ার ন্যায়, জ্বালাকর বেদনা। রক্তস্রাব। অসহনীয় প্রতিনিয়ত প্রস্রাবের বেগ। এটি একটি বিশেষ বৈশিষ্ট্য পূর্ণ লক্ষণ। পাকাশয়িক যকৃৎ সম্বন্ধীয় ও উদর সম্বন্ধীয় গোলযোগ, এই গোলযোগ কফি পানের পর বৃদ্ধি। গর্ভকালে পাকাশয়িক উপসর্গ। যন্ত্রনাদায়ক প্রস্রাব তৎসহ অন্যান্য উপসর্গ সমূহ। শ্লৈষ্মিক ঝিল্লীর রসক্ষরনের পরিমানের বৃদ্ধি, শ্লেষ্মা চটচটে। ক্যান্থারিস যে প্রদাহিক অবস্থা তৈরী করে (প্রস্রাব থলি, বৃক্ক, ডিম্বাশয়, মস্তিষ্ক আবরক ঝিল্লী, ফুসফুস আবরক ঝিল্লী ও হৃদাবরক ঝিল্লী প্রদাহ), তার সঙ্গে সাধারণতঃ প্রস্রাব থলির প্রদাহ বর্তমান থাকে।

মন প্রচন্ড প্রলাপ। উদ্বেগ সহ অস্থিরতা, পরিশেষে দুর্বার ক্রোধ। কান্না, কুকুরের মত শব্দ করে চিৎকার করে; কণ্ঠনলী স্পর্শ করলে অথবা জলপানে বৃদ্ধি। রোগী সর্বদা কিছু করার চেষ্টা করে কিন্তু কিছুই করতে পারে না। তরুন উন্মাদনা, সাধারন কামোত্তেজনা সম্বন্ধীয়; প্রণয় সম্পর্কিত ক্রোধোন্মত্ততা; প্রচন্ড কামোত্তেজনা। ক্রোধ, কান্না, কুকুরের মত চিৎকার করা কিছু সময় পর পর দেখা দেয়। হঠাৎ করে চেতনার লোপ তৎসহ মুখমন্ডল লালবর্ণ যুক্ত।

মাথা মস্তিষ্কের বেদনা। রোগীর মনে হয়, মস্তিষ্কের ভিতর জল ফুটছে। মাথাঘোরা মুক্ত বাতাসে বৃদ্ধি।

চোখ হলদেটে দৃষ্টি (স্যান্টোনাইন)। চোখের দৃষ্টি উত্তেজনাপূর্ণ, উজ্জ্বল ও স্থির দৃষ্টি। চোখের ভিতর জ্বালা।

কান রোগীর মনে হয় কানের ভিতর দিয়ে বাতাস অথবা গরম বাতাস বেরিয়ে আসছে। কানের চারিপাশের অস্থির বেদনাদায়ক (ক্যাপসিকাম)।

মুখমণ্ডল ফ্যাকাশে, জঘন্য, মৃতের মত ভাবযুক্ত। মুখমন্ডলে চুলকানি সহ রসযুক্ত ফুস্কুড়ি, স্পর্শকরার সময় জ্বালা। মুখমন্ডলে ইরিসিপেলাস তৎসহ জ্বালা, উত্তাপ ও প্রস্রাব সংক্রান্ত লক্ষনাবলী। উত্তাপ ও লালবর্ণ।

গলা জিহ্বা রসযুক্ত ফুস্কুড়িতে পূর্ণ; গভীরভাবে ফাটা; জিহ্বার কিনারাগুলি লালবর্ণ। মুখগহ্বরে, গলবিলে ও গলায় জ্বালা; মুখগহ্বরে রসযুক্ত ফুস্কুড়ি। তরল বস্তু গেলা খুবই কষ্টকর। প্রচন্ড চটচটে শ্লেষ্মা। (ক্যালিবাই)। কণ্ঠনলী স্পর্শ হলেই প্রচন্ড আক্ষেপের পুনরাবৃত্তি মনে হয়। সঙ্কোচন, গলায় সাদাক্ষত (হাইড্রোমিউর; নাইট্রিক অ্যাসিড)। ঝলসে যাওয়ার ন্যায় অনুভূতি। অতিরিক্ত গরম খাবার খাওয়ার ফলে গলায় জ্বালা।

বুক প্লুরিসি, ঠিক যে সময়ে জল জমতে শুরু করে। তীব্র শ্বাসকষ্ট, হৃদকম্প, বারে বারে শুষ্ক কাশি। মূর্চ্ছা যাওয়ার প্রবণতা। ছোট-ছোট, খুকখুকে কাশি, রক্তের ছিটযুক্ত, চটচটে শ্লেষ্মা। বুকের ভিতর জ্বালাকর বেদনা।

পাকস্থলী খাদ্যনালী ও পাকস্থলীতে জ্বালাকর অনুভূতি। (কার্বো)। খাদ্যবস্তু, পানীয়, ধূমপান সকল কিছুতেই বিরক্ত। জ্বালাকর পিপাসা, তৎসহ সকল প্রকার তরল বস্তুতে বিতৃষ্ণা। অত্যন্ত অনুভূতি প্রবণ, তীব্র জ্বালা। বমি সঙ্গে রক্তের ছিট যুক্ত শ্লৈষ্মিক ঝিল্লী অংশ উঠে আসে এবং তীব্র ওয়াক তোলা। কফি পানের পর বৃদ্ধি; সামান্য পরিমানে কফি পান করলে প্রস্রাব থলির বেদনা বেড়ে যায় এবং সঙ্গে সঙ্গে তা বমি হয়ে উঠে যায় অতৃপ্তিকর পিপাসা।

মল থরথর করে কাঁপুনি, তৎসহ জ্বালা। আমাশয়; শ্লেষ্মাযুক্ত মল, অনেকটা অন্ত্রের ঝিল্লী চেঁচে বার করলে যেমন দেখায় সেইরকম দেখতে। রক্তযুক্ত, তৎসহ জ্বালা ও কোঁথ এবং মলত্যাগের পর ঠকঠক্ করে কাঁপুনি।

প্রস্রাব অদম্য বেগ এবং কোঁথ। নেফ্রাইটিস তৎসহ রক্তমিশ্রিত প্রস্রাব। সমগ্র বৃক্ক স্থানে থেকে থেকে কেটে ফেলার মতও জ্বালাকর বেদনা এবং তৎসহ বেদনাযুক্ত প্রস্রাবের বেগ; রক্তমিশ্রিত প্রস্রাব, ফোটা ফোটা করে বেরোয়। অসহ্য কোঁথ; প্রস্রাবের আগে, প্রস্রাবের সময় ও প্রস্রাবের পরে কেটে ফেলারমত বেদনা। প্রস্রাব করার সময় প্রস্রাবলীতে ঝলসে যাওয়ার মত অনুভূতি এবং প্রস্রাব ফোটা ফোটা করে বেরিয়ে থাকে। সর্বদা প্রস্রাবের বেগ আঁশের মত ঝিল্লীর টুকরো প্রস্রাবে ভাসে, দেখতে অনেকটা জলের ভিতর ভুষি ভাসার মত। প্রস্রাব জেলির মত, ছোট – ছোট টুকরো যুক্ত।

পুরুষের রোগ প্রবল ইচ্ছা; যন্ত্রনাদায়ক লিঙ্গোদ্রেক। লিঙ্গমুন্ডে বেদনা। (প্রুণাস্; প্যারিয়েরা)। গণোরিয়া রোগে স্থায়ী লিঙ্গোদ্রেক।

স্ত্রীরোগ প্রস্রাবের পর গর্ভফুল আটকিয়ে থাকে (সিপিয়া), তৎসহ যন্ত্রণাদায়ক প্রস্রাব। জরায়ুতে থাকা মৃত ভ্রুনের টুকরো, ঝিল্লীর টুকরো প্রভৃতি বার করে দেয়। স্ত্রীলোকের কামোন্মত্ততা। (প্ল্যাটিনা; হায়োসায়ামাস; ল্যাকেসিস; স্ট্রামোনিয়াম)। প্রসবান্তিক জরায়ু প্রদাহ, তৎসহ প্রস্রাব থলির প্রদাহ। মাসিক ঋতুস্রাব নির্দিষ্ট সময়ের অনেক আগে ও পরিমানে প্রচুর হয় ;যোনিকপাটে কালো রঙের স্ফীতি তৎসহ উত্তেজনা। জরায়ু থেকে অবিরাম-স্রাব; ভুল করে পা ফেললে বৃদ্ধি। ডিম্বাশয়ে জ্বালাকর বেদনা; অতিরিক্ত অনুভূতি প্রবন। কক্সিসে বেদনা, কেটে ফেলার ও ছিঁড়ে ফেলার মত।

শ্বাস-প্রশ্বাস — ক্ষীণ স্বর; দুর্বলতাবোধ। বুকের ভিতর সূঁচ ফেঁটার মত অনুভূতি (ব্রায়ো; ক্যালিকার্ব; স্কুইল্যা)। প্লুরিসি, তৎসহ রসক্ষরণ।

হৃদপিন্ড – হৃদকম্প, নাড়ীদুর্বল, অনিয়মিত, মূর্চ্ছা যাওয়ার প্রবণতাযুক্ত। হৃদাবরক ঝিল্লীর প্রদাহ, তৎসহ রসক্ষরন।

পেঠ কোমরে বেদনা, তৎসহ অবিরাম প্রস্রাবের বেগ।

অঙ্গ-প্রত্যঙ্গ – অঙ্গ-প্রত্যঙ্গে ছিঁড়ে ফেলার মত বেদনা। পায়ের তলায় ক্ষতবৎ বেদনা। কিছুতেই পা ফেলতে পারে না।

চামড়া ডার্মাটাইটিস্ ভেনিন্যাটা তৎসহ ফোস্কা। অন্ডকোষ ও যৌনাঙ্গের চারিপাশে প্রচুর ঘামের পর আনুষঙ্গিক একজিমা। গ্যাংগ্রীণ হবার প্রবণতাযুক্ত। উদ্ভেদ, তৎসহ শস্যের গুঁড়োমত আঁশ। ভার্সিকিউলার উদ্ভেদ, তৎসহ জ্বালা ও চুলকানি। প্রখর সূর্যের তাপে ঝলসিয়ে যাওয়া। পুড়ে যাওয়া, ঝলসে যাওয়া, তৎসহ হেজে যাওয়ার মত ও হুলফোটার মত বেদনা, ঠান্ডা প্রয়োগে উপশম, এরপরে তীব্র প্রদাহ। ঈরিসিপেলাস, ফোসকাজাতীয়, তৎসহ প্রচন্ড অস্থিরতা। রাত্রিতে পায়ের তলায় জ্বালা।

জ্বর হাত-পা ঠান্ডা; ঠান্ডা ঘাম। পায়ের তলায় জ্বালা। শীতবোধ, যেন রোগীর শরীরের উপর জল ঢালা হচ্ছে।

কমা-বাড়া – বৃদ্ধি, স্পর্শে, কেউ রোগীর দিকে গেলে, প্রস্রাব করার সময়, ঠান্ডা জল পান করলে অথবা কফি পান করলে।

উপশম টিপে দিলে।

সম্বন্ধ দোষঘ্ন একোনাইট; ক্যাম্ফর; পালসেটিলা।

তুলনীয় – ক্যান্থারাইডিন – (গ্লোমেরূল্যার নেফ্রাইটিস)। ঔষধতত্ত্বানুসারে এই ঔষধের যে কাজ সঙ্গে সঙ্গে প্রকাশ পায় তাহলে, এই ঔষধ কৈশিকনলীর উত্তেজনা সৃষ্টি করে এবং এর ফলে পুষ্টিকর তরল পদার্থ এইনলীর ভিতর দিয়ে যেতে বাধা বিশেষ পায়। এই লক্ষণটি সুস্পষ্টভাবে বৃক্কের কৈশিকনলীর ক্ষেত্রে দেখা যায়।

ভেসিকেরিয়া (প্রস্রাব ও বৃক্ক সংক্রান্ত ঔষধ। প্রস্রাবনলী এবং প্রস্রাব থলিতে জলফোটার মত, জ্বালাকর অনুভূতি, তৎসহ বারে বারে প্রস্রাব ত্যাগের বেগ, তৎসহ প্রায়ই কষ্টকর প্রস্রাব লক্ষণটি থাকে। প্রস্রাব থলির প্রদাহ। আরষ্ট ৫-১০ ফোঁটা)।

ফাসচায়না মদ রঙ করার জন্য এটি ভেজাল দেবার কাজে ব্যবহার হয়। কেমিক্যাল নেফ্রাইটি তৎসহ প্রস্রাবে অ্যালবিউমিনের উপস্থিতি, ষষ্ট থেকে ৩০ শক্তি। কান, মুখগহ্বর লালবর্ণ, মাঢ়ীস্ফীত, গাঢ়, লালরঙের প্রস্রাব; লালবর্ণের প্রচুর, উদরাময় তৎসহ তীব্র পেটের যন্ত্রণা। এন্ড্রোসাসি ল্যাকটিয়া (প্রস্রাব উপসর্গ, প্রস্রাব বৃদ্ধিকারক; শোথ)। এপিস আর্সেনিক মার্ককর।

পরিপূরক ক্যাম্ফর।

শক্তি ষষ্ট থেকে ৩০ শক্তি। ঔষধটি বারে বারে প্রয়োগ করা যায়। পোড়া স্থানে ও একজিমা স্থানিক ব্যবহার চলে। ১x অথবা ২x হলে অথবা সিরেট হিসাবে ব্যবহার করা যায়।

Canth : Cantharis Vesicatoria, Meloe Vesicatorius
Violent and aggressive action on tissues, especially mucus membranes of the urinary tract. Rapid inflammation followed by severe, destructive pathology.Burning, biting pains, as if raw.Burning, scalding urine, with cutting, intolerable urging and fearful tenesmus or dribbling. Tenesmus of rectum and bladder.
SYNONYMS:

Meloe vesicatorius.


COMMON NAME:

Spanish fly.


MODALITIES:

< Urinating before, during and after

< Drinking

< Bright objects

< Sound of water

< Touch (especially larynx)

< Coffee

< Approach

< Sight of water

< Night

< Cold

> Rubbing

> Rest

> Warmth

> Lying quietly on the back


MIND:

-Irritation, disposition to fly into a rage. Fits of rage with crying, barking, striking, renewed by the sight of bright, dazzling objects and of water, and by touching the larynx.

-Acute mania, generally of a sexual type, amorous frenzy, fiery sexual desire. Sudden loss of consciousness with red face.

-Moaning and violent cries, interspersed with barking.

-Convulsion and howling like a dog, ending in a stupor.

-Constantly attempts to do something but accomplishes nothing.


GUIDING INDICATIONS:

-Burning in every part of the body both internal and external.

-Pains are cutting, smarting or burning, biting or as if raw, causing mental excitement.

-Inflammations are violently acute or rapidly destructive in the mucous and serous membranes.

-Oversensitiveness of all parts.

-Burning thirst but aversion to liquids.

-Painful urination as a concomitant in any diseased condition.

-Haemorrhages from nose, mouth, intestines, genitals and urinary organs.

-Discharges are bloody, acrid, watery, tenacious.

-Valuable remedy for burns and scalds.

-It is a right sided remedy.

-Urinary system-Acts chiefly on the urinary and sexual organs, perverting their function and setting in violent inflammation, causing frenzied delirium stimulating hydrophobic symptoms.

-Constant and intolerable urging to urinate before, during and after urination.

-Burning, scalding urine, with cutting, intolerable urging and fearful tenesmus or dribbling stranguary.

-Urine is passed drop by drop. Intolerable urging with tenesmus.

-Urine scalds the passage. Jelly like, shreddy urine.

-G.I.T.-Stool-Passage of white or pale red, mucus like scrapings from the intestines with streaks of blood. Shivering with burning. Bloody with burning and tenesmus and shuddering after stool.

-Dysentery with dysuria.

-Genitalia-Sexual desire increased in both sexes preventing sleep.

-Violent priapism in gonorrhoea with excessive pain. Not better by coitus.

-Cantharis expels moles, dead foetus, placenta and promotes fertility.

-Skin-Vesicular erysipelas.

-Vesicles over body which are sore and suppurating.

-Sunburn.

-C.N.S

-Tetanic spasms compelling to bend forward or backward often < sight of water.


KEYNOTES:

1. Burning in every part of body internally and externally.

2. Intolerable and constant urge to urinate before, during and after urination.

3. Dysentery with stools like scraping of intestines; white or pale, red, tough mucus.


NUCLEUS OF REMEDY:

– For inflammations which are violently acute, rapidly progressing and intense.

– Burning in every part of the body.

– Intolerable and constant urge to urinate before, during and after urination.

– Pains are cutting, smarting, burning or biting or as if raw, causing mental excitement.

– Burning, scalding urine with cutting, intolerable urging and fearful tenesmus. Urine passes drop by drop. Increased sexual desire preventing sleep.

– Oversensitiveness of all parts.


CONFIRMATORY SYMPTOMS:

1. Burning pains.

2. Constant and intolerable urging to urinate before, during and after urination.

3. Oversensitiveness.

4. Painful urination as concomitant to all complaints.

5. Suppression and retention of urine.


CLINICAL:

-Balanitis, Bronchitis, Burns, Colitis, Cystitis, Eczema, Meningitis, Nephritis, Pleurisy, Priapism, Pyelonephritis, Urethral strictures, Urethritis, Urinary tract infections.

-One of the principal remedies in pleurisy after effusion has taken place- Dr. Joussept.


REMEDY RELATIONSHIPS:

Follows Well : Bell, Merc, Phos, Puls, Sep, Sulph.

Compare : Acon, Apis, Bell, Bry, Camph, Cann-i, Caps, Cinch, Coch, Coff, Colocin, Dor, Equis, Form, Hydrang, Hyos, Laur, Led, Lin, Lyc, Merc, Phos, Puls, Rhux-t, Sass, Seneg, Sep, Stram, Sulph.

Antidoted By : Acon, Apis, Camph, Kali-nit, Lauro, Puls.

It Antidotes : Camph.

Duration Of Action : 30-40 Days.