ঠাণ্ডা লাগার প্রবণতার সাথে শ্বাসকষ্ট: হোমিওপ্যাথিক আরোগ্য - Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

Kolkata Herbal. Ginseng.Homeo Unani Herbal Medicine.Repertory Materia Medicia.

ফোনে অর্ডার দিতে: 01720000039 অর্ডার করার জন্য প্রোডাক্ট কোডটি লিখে কল বা SMS, Whatsapp, IMO করুন. সারা বাংলাদেশ কুরিয়ারে ডেলিভারি । Ginseng Alkushi Ashwagandha জিনসিং আলকুশি, অশ্বগন্ধা শিমুল

SUBTOTAL :
ঠাণ্ডা লাগার প্রবণতার সাথে শ্বাসকষ্ট: হোমিওপ্যাথিক আরোগ্য

ঠাণ্ডা লাগার প্রবণতার সাথে শ্বাসকষ্ট: হোমিওপ্যাথিক আরোগ্য

Short Description:

Product Description

 

প্রধান সমস্যা:

১. খুব ঘন ঘন ঠাণ্ডা লাগার প্রবণতা, অতি অস্বাভাবিক দ্রুততায় ঠান্ডা লাগে- সামান্য আবহাওয়া বা তাপমাত্রার পরিবর্তনে, এমনকি ঘরের তাপমাত্রা পরিবর্তনেও তার ঠান্ডা লাগে। ঠান্ডা লাগলে কাশি, জ্বর, নাক দিয়ে স্রাব ইত্যাদি দেখা দেয়। কাশি হলে দমকে দমকে হয়, দীর্ঘদিন থাকে। কাশির সাথে বমিও হয়।

২. শ্বাসকষ্ট। শ্বাসপ্রস্রাসের কষ্টটি দৌড়ালে বাড়ে। শ্বাস নিতে কষ্ট বেশি হয়। তীব্র গরমে ও ঠান্ডায় শ্বাসকষ্ট বৃদ্ধি পায়।

আনুষঙ্গিক সমস্যা:

১. বার বার চোখ চেপে ধরে মটক দেয় (Blinking tendency)
২. ভয়ের স্বপ্ন দেখে।
৩. মাঝে মাঝে তার মনে হয়, দরজার বাইরে থেকে কেউ তার নাম ধরে ডাকছে।

অতীত ইতিহাস:

জন্মের পর থেকেই ঠান্ডার ধাত। এ যাবৎ এলোপ্যাথিক চিকিৎসা নিয়ে এসেছে। ছোটবেলায় সবগুলো টিকা দেয়া হয়েছে।

পারিবারিক ইতিহাস:

বাবা: এলার্জিক, বাতযুক্ত

মা: গলস্টোনের জন্য অপারেশন করা হয়েছে, ক্রনিক সিস্টাইটিস।

সার্বিক লক্ষণ:

ক) ছোটখাটো বাচ্চা। দেখে মন হয় অপুষ্টিতে ভুগছে। গায়ে পুষ্টি লাগে না সম্ভবত। চামড়া কুঁচকানো। শরীর শীর্ণ কিন্তু মাথা বড়। মাথা ঘামে ভেজা থাকে।

খ) খাদ্যগ্রহণ:
ভালো খায় কিন্তু তারপরও শীর্ণ।
মিষ্টি ও লবণ পছন্দ।
চর্বি অপছন্দ
ডিম পছন্দ করে – বিশেষ করে সেদ্ধ ডিম।
চকোলেট ও আইসক্রিম পছন্দ।
পিপাসা: স্বাভাবিক, তবে ঠান্ডা পানি পছন্দ করে।

গ) রেচন:
পায়খানা/প্রস্রাব – স্বাভাবিক।
ঘাম: প্রচুর, মাথা ঘামে। ঘাড় ঘামে- বিশেষ করে ঘুমের পর।
মাথার ঘামে গন্ধ হয়।

ঘ) ঘুম:
প্রতিদিন ১২ ঘণ্টা গভীর ঘুম। উপুর হয়ে শোয়। ঘুমের মধ্যে দাঁত কাটে। প্রাণী, আগুন, মারামারি ও বিপদে পড়েছে এরকম ভয়ের স্বপ্ন দেখে।

ঙ) কাতরতা:
শীতেই তুলনামূলক বেশি কষ্ট হয়।
গোসল অপছন্দ।
গরমের দিনেও রাতে গায়ে ঢাকা চায়।

চ) মানসিক বৈশিষ্ট্য:
একা থাকতে ভয় পায়, বিভিন্ন ধরণের কাল্পনিক শব্দ শোনে।
ভয়ের স্বপ্ন দেখে।
কিসের চিন্তায় যেন আচ্ছন্ন হয়ে থাকে (বাবা-মায়ের মন্তব্য)
বজ্রপাতে ভয়।

তারিখ: 29/05/13
Calcarea carb – 1M/ 1 dose
SL for 15 days.

ফলোআপ:

তারিখ: 20/06/13
এর মধ্যে আর ঠান্ডা লাগেনি (!) রোগী সবদিক দিয়ে ভালো। এমনকি তার চোখের ব্লিংকিংও কম। শ্বাসকষ্ট এখনো আছে, তবে কেবলমাত্র দৌড়ালে ও পরিশ্রম হলে দেখা যায়। ভয়ের স্বপ্ন মাত্র একদিন দেখেছে, অনেক কম।

SL for 15 days.

তারিখ: 20/07/13
একবার সর্দি লেগেছে কিন্তু অন্য কোন ঔষধের সাহায্য ছাড়াই এবং দ্রুত গতিতে তা চলে গেছে। নাক দিয়ে প্রচুর পরিমাণ স্রাব বের হয়েছে এবং এরপর শ্বাসকষ্ট একদমই কমে গেছে। বাচ্চা দৌড়াতে পারছে। খুব সর্দির সময় একদিন ভয়ের স্বপ্ন দেখেছে। এখন পরিশ্রম করতে পারে ও এ ব্যাপারে কিছুটা আগ্রহও দেখা যাচ্ছে। প্রতিদিন এখন ৯ঘন্টা ঘুমায়।

SL for 21 days.

তারিখ: 20/08/13
কোন অভিযোগ নেই। ঠান্ডা, সর্দি, শ্বাসকষ্ট, জ্বর কিছুই হয়নি। বাচ্চা সবদিক দিয়ে ভালো আছে।

SL for 21 days.

তারিখ: 20/08/13
কোন অভিযোগ নেই। জ্বর, ঠান্ডা, সর্দি-কাশি, শ্বাসকষ্ট কিছুই নেই। রোগী সবদিক দিয়ে ভালো আছে।

SL for 21 days.

তারিখ: 01/09/13
একবার ঠান্ডা লেগেছিলো, এমনিতেই সেরে গেছে কিন্তু এরপর থেকে বাচ্চা নিজের অজান্তে প্রস্রাব করে দিচ্ছে। ইদানীং ঘুমের মধ্যে লালা পড়ছে। কুঁচকিতে ৭/৮ দিন যাবৎ শুকনো চুলকানি। প্রচণ্ড চুলকায়। শ্বাসকষ্ট একদমই হয় না। ঘাম এখনো প্রচুর, তবে মাথার ঘামে এখন আর দুর্গন্ধ নেই। দাঁতের মাড়িতে বার বার পানিগোটার মতো উঠছে। মুখের কোনায় ফেটে আছে।

SL for 15 days.

তারিখ: 26/09/13
চুলকানি চলে গেছে। প্রস্রাবের সমস্যাটাও চলে গেছে। কিন্তু প্রস্রাবের পর এখন ফোটা ফোটা কিছুক্ষণ ঝরে। দাঁতের মাড়ির পানি গোটাগুলো এখন মুখ ক্ষতের রূপ নিয়েছে।

SL for 15 days.

তারিখ: 31/10/13
রোগী ভালো আছে। মুখক্ষত চলে গেছে, তবে এটা দেখা দেবার পর থেকে মুখে যে দুর্গন্ধ হয়েছিলো, তা এখনো রয়ে গেছে। প্রস্রাবের ফোটা ফোটা এখনো ঝরছে। মাথায় মামড়ি, তবে চুলকায় না।

SL for 15 days.

তারিখ: 17/01/14
ঠান্ডায় এখন আর সংবেদনশীলতা নেই। কয়েক সপ্তাহ যাবৎ ক্ষুধামান্দ্য। শেষবার আসার কিছুদিন পর থেকে প্রস্রাবের সমস্যা আর নেই। মুখের দুর্গন্ধ ও মাথার মামড়ি এখনো একই ভাবে আছে।

Calcarea carb – 1M/1 dose
SL for 21 days.

এরপর রোগী আরো তিনবার আসে তবে লম্বা বিরতি পর পর। উল্লেখযোগ্য, ঘটনার মধ্যে বলা যায়, তার হাতের আঙ্গুলে ভীষণ চুলকানিযুক্ত ভেসিকলস দেখা দিয়েছিলো কিন্তু অন্য কোন ঔষধ আর দেয়া হয়নি। এরপর কেবল প্লাসিবোর উপরই ছিলো এবং ক্রমান্বয়ে সেই ভেসিকলস সেরে যায়। রোগী সম্পূর্ণ আরোগ্য হয়েছে এবং তা হেরিংয়ের ডিরেকশন মোতাবেকই নিশ্চিত হয়েছে।