উজ্জ্বল টাটাকা লাল ব্যথাহীন রক্ত স্রাব, বিশেষ করে আঘাতের ফলে রক্তস্রাব হয় কিন্তু জ্বর উৎকণ্ঠা ও বমিভাব নেই। |
উচ্চস্থান হতে পতনের ফলে, অনেক উঁচু স্থানে উঠার ফলে এবং পরিস্রমের ফলে অসুস্থ হলে। |
বুকে চাপ অনুভূতি সহ হ্রদকম্পন। |
অর্শ বা ঋতুস্রাব চাপা পড়ার পরে কাশি। (য়্যারো নামক গাছড়া) (যখন ফুল আসে তখন সমস্ত গাছটি নিয়ে টিংচার প্রস্তুত হয়) উপযোগিতা – ভারী বস্তু তুলে, বেশী পরিশ্রম করে বা পড়ে গিয়ে আঘাত লেগে রোগ হলে এ ওষুধ উপযোগী । মাথাঘোরা — আস্তে আস্তে নড়াচড়ায় হয় অথচ বেশী পরিশ্রমে হয় না। রক্তস্রাব – আক্রান্ত স্থানে কোন ব্যথা থাকে না, জ্বর হয় না—রক্ত তরল ও উজ্জ্বল লাল রঙের (একোন, ইপি, স্যাবাইনা); ফুসফুস হতে, বায়ুনলী, স্বরযন্ত্র, মুখ, নাক, পাকস্থলী, মূত্রথলী, রেকটাম, জরায়ু হতে ঐরূপ রক্তস্রাব হলে উপযোগী। আঘাত লেগে (আর্নিকা) বা ঘা হয়ে ঐরূপ রক্তস্রাব হলে (হেমামে) ব্যবহার্য। ক্ষতস্থান হতে বিশেষ করে পড়ে গিয়ে আঘাত লেগে (আর্নি, হেমামে) প্রচুর ঐ রকম রক্তপাত হলে ব্যবহার্য। আঘাত লেগে, ক্ষয়রোগের প্রথম অবস্থায়, অর্শরোগে, রক্তবাহী শিরা ফেটে গিয়ে মুখ হতে ঐরূপ রক্ত পড়লে উপযোগী। নাক, ফুসফুস, জরায়ু হতে বেদনাহীন রক্তস্রাবে উপযোগী। প্রসবের পর, গর্ভপাতের, প্রচণ্ড পরিশ্রমের পর, গর্ভস্রাবের পর ঐরূপ বেদনাশূন্য রক্তস্রাব হলে উপযোগী। প্রসবের পর রক্তস্রাব এ ওষুধে বন্ধ হয়। ঋতুস্রাব – নির্দিষ্ট সময়ের আগে হয়, পরিমাণে বেশী ও অনেকদিন ধরে হতে থাকে। ঋতু বন্ধ হয়ে পেটে শূল বেদনা হয়। পেশীর দুর্বলতা হতে শিশুদের শ্বেতপ্রদর দেখা দেয় (ক্যালকে-কা)। কাশি – কাশিতে উজ্জ্বল রক্ত ওঠে। ঋতুস্রাব বন্ধ হয়ে বা অর্শরোগের স্রাব বন্ধ হয়ে কাশি ঐ সাথে বুকে চাপরোধ ও বুক ধড়ফড়ানি, উচুস্থান হতে পড়ে গিয়ে আঘাত লেগে আর্নিকা; প্রচন্ড পরিশ্রম করে প্রতিদিন বিকেল ৪টায় কাশি হয়ে রক্ত বার হলে (লাইকো) উপযোগী। সম্বন্ধ – নাক দিয়ে বা মুখ দিয়ে উজ্জ্বল রক্ত বার হওয়া লক্ষণে ইরেকথাইটিস এর সাথে তুলনীয়। রক্তস্রাবে একোন ও আর্নিকার পরে ভাল খাটে। শক্তি – নিম্নশক্তি। |