ইবাস্টিন বর্ণনা |Ebastine description
ইবাস্টিন মুখে গ্রহনের পর খুব দ্রুত শােষিত হয় এবং বিস্তৃত ফাস্ট পাস মেটাবলিজম হয়।
ইবাস্টিন সম্পূর্নভাবে কারইবাস্টিনে রূপান্তরিত হয় সা ফার্মাকোলজিক্যালি একটি পকি এসি মেটালােইট।
ইবাস্টিন ব্যবহার | Ebastine Use
ইবাস্টিন গ্রহণমাত্রা | Ebastine dose
- ২ থেকে ৫ বছরের শিশুদের ক্ষেত্রে ৫ – ২.৫ মিলিলিটার (অর্ধেক চা চামচ) দিনে একবার (জটিল ক্ষেত্রে, যেমন-পেরিনিয়াল এলার্জিক রাইনাইটিস এ দিনে ৫ মিলিলিটার পর্যন্ত দেওয়া যেতে পারে)।
- ৬ থেকে ১১ বছরের শিশুদের ক্ষেত্রে ৫ ৫ মিলিলিটার (এক চামচ) / ৫ মিলিগ্রাম (অর্ধেক ট্যাবলেট) দিনে একবার
- (জটিল ক্ষেত্রে, যেমন-পেরিনিয়াল এলার্জিক রাইনাইটিস এ দিনে ১০ মিলিলিটার পর্যন্ত দেওয়া যেতে পারে)।
- পূর্ণবয়স্ক এবং কিশাের (১১ বছরের অধিক) ১০ মিলিগ্রাম (একটি ট্যাবলেট) অথবা ১০ মিলিলিটার (দুই চামচ) একবার।
- ইবাস্টিন খাবারের সাথে বা ছাড়া গ্রহন করা যায়।
ইবাস্টিন পার্শ্ব প্রতিক্রিয়া | Ebastine side effects
ইবাস্টিন এর ক্ষেত্রে নিমােক্ত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন-
- মাথা ব্যথা,
- মুখ শুকিয়ে যাওয়া,
- ঘুমঘুম ভাব।
- মাঝে মধ্যে ফ্যারিনজাইটিস,
- পেট ব্যথা,
- বদহজম,
- দুর্বলতা,
- নাক থেকে রক্তপড়া,
- রাইনিটিস,
- সাইনুসাইটিস,
- বমি বমি ভাব এ
- বং অনিদ্রা হতে পারে।
ইবাস্টিন প্রতিনির্দেশনা | Ebastine Contra-Indication
ইবাস্টিন সতর্কতা | Ebastine caution
ইবাস্টিন গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার |Use in Pregnancy & Lactation|
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ইবাস্টিন নিরাপদ ব্যবহার এখনাে প্রতিষ্ঠিত হয়নি।
ইবাস্টিন অন্য ঔষধের সঙ্গে প্রতিক্রিয়া | Ebastine reacts with other drugs
- ইবাস্টিন থিওফাইলিন,
- ওয়ারফারিন,
- সিমিটিডিন,
- ডায়াজিপাম
- অথবা অ্যালকোহলের উপর কোন ফার্মাকোকাইনেটিক প্রতিক্রিয়া নেই।
- ডায়াজিপাম এবং অ্যালকোহল দ্বারা সৃষ্ট তন্দ্রাভাব ইৰানি বৃদ্ধি করতে পারে।