বিসােপ্রলল ফিউমারেট (ইউএসপি), Bisoprolol Fumarate (USP) :-
বিসােপ্রলল ব্যবহার | Use of bisoprolol
বিসােপ্রলল গ্রহণমাত্রা | Bisoprolol Dose
উচ্চরক্তচাপ অথবা এনজাইনা পেকটোরিস। বিসোপ্রোলল ফিউমারেট ৫ মিলিগ্রাম হতে ১০মিলিগ্রাম ট্যাবলেট একক মাত্রা হিসাবে দৈনিক একবার। সর্বোচ্চ নির্দেশক মাত্রা দৈনিক ২০ মিলিগ্রাম। হার্ট ফেইল এর ক্ষেত্রে প্রাথমিকভাবে ১.২৫ মিলিগ্রাম ট্যাবলেট দৈনিক একবার। যদি সহনীয় হয়, তবে মাত্রা দিগুন হবে এক সপ্তাহের পর এবং ধীরে ধীরে ১ থেকে ৪ সপ্তাহের বিরতিতে মাত্রা বাড়িয়ে সর্বোচ্চ সহনীয় মাত্রা দিতে হবে যা দৈনিক ১০ মিলিগ্রাম এর বেশী না হয়। বৃত্ত ও যকৃতের অকার্যকারিতা আছে এমন রোগীর ক্ষেত্রে ব্যবহারঃ যাদের যকৃত ও বৃক্কের (ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স ৪০ মিলি/মিনিট) অকার্যকারিতা রয়েছে, তাদের ক্ষেত্রে শুরুতে ২.৫ মিলিগ্রাম দিয়ে শুরু করা উচিত এবং সতর্কতার সাথে মাত্রা নির্ধারণ করা উচিত। ডায়ালাইসিস এর ক্ষেত্রে এই ঔষষের পরিবর্তনের দরকার নেই, কারণ বিসােপ্রলল ফিউমারেট ডায়ালাইজবল নয়।